পানির তীব্র সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের জন্য। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তীব্র যানজট পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে পৌঁছানোর পর পানির তীব্র ঘাটতির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান ঘটনাস্থলে পানির সংকট রয়েছে। তাই পানিবাহী আরও কয়েকটি ইউনিট পাঠানো হয়েছে এবং সব মিলিয়ে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি নিশ্চিত করেন যে আগুন নেভাতে কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বস্তির বাসিন্দারা জানান আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা দাউ দাউ করে টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে আতঙ্কিত মানুষজন নিজেদের মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করেন। বাতাসের কারণে আগুনের লেলিহান শিখা দ্রুত এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।
এদিকে উৎসুক জনতার ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। তাঁরা বস্তির ভেতরে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। স্থানীয়দের আগুনের এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে।
যেসব এলাকায় দুই দিন টানা ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে
জাতীয় গ্রিড লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। বুধবার ২৬ নভেম্বর দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ২৭ নভেম্বর ও ২৯ নভেম্বর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে। ফলে দীর্ঘ এই সময়ে কালীগঞ্জ ও সেভেন রিংস এবং জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যা স্থানীয় বাসিন্দাদের সাময়িক ভোগান্তির কারণ হতে পারে।
তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। তারা জানিয়েছে কালীগঞ্জ উপজেলা পরিষদ ও কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্প ব্যবস্থায় সচল রাখা হবে যাতে প্রশাসনিক ও জরুরি কাজ ব্যাহত না হয়।
রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের স্বার্থে এই সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত এই দুই দিনে সবার সহযোগিতা কামনা করেছে গাজীপুর পবিস ১ এর কালীগঞ্জ জোনাল অফিস।
বাউল বনাম তৌহিদি জনতা: পাল্টাপাল্টি কর্মসূচিতে আবারও রণক্ষেত্র
মানিকগঞ্জের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার ২৬ নভেম্বর দুপুরের দিকে সংঘটিত এই ঘটনায় অন্তত দুই বাউল শিল্পী আহত হয়েছেন। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতির সময় তৌহিদি জনতার ব্যানারে আসা একদল মানুষের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও ব্যানারে শহরের চৌরাস্তার মোড়ে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন স্থানীয় বাউল শিল্পীরা। একই সময়ে তৌহিদি জনতার একটি দলও চৌরাস্তা এলাকায় নিজেদের কর্মসূচি নিয়ে হাজির হওয়ার ঘোষণা দেয়। সম্ভাব্য উত্তেজনা এড়াতে ও মানুষের ভিড় সামলাতে চৌরাস্তায় শুরু থেকেই সতর্ক অবস্থায় ছিল পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান দুপুরের দিকে তৌহিদি জনতার ব্যানারে একদল মানুষ চৌরাস্তা থেকে মিছিল নিয়ে কোর্ট এলাকার দিকে আসে। তারা কোর্ট চত্বরে পৌঁছালে সেখানেই কয়েকজন বাউল শিল্পীর উপস্থিতি টের পান যারা কর্মসূচির প্রস্তুতির কাজ করছিলেন। এ সময় বাউলদের উপস্থিতি স্থানীয় ওই মিছিলকারীদের ক্ষুব্ধ করে তোলে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে বাউল শিল্পীদের ওপর হামলা চালানো হয়। পরে দুই পক্ষের হাতাহাতিতে দুই বাউল শিল্পী আহত হন। উপস্থিত সাধারণ মানুষ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সরোয়ার আলম খান বলেন বাউল শিল্পীদের মানববন্ধন চৌরাস্তায় হওয়ার কথা ছিল এবং সেখানে আগে থেকেই ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু পুলিশ যতটুকু জানতে পেরেছে চৌরাস্তায় কোনো মানববন্ধন হয়নি এবং কোনো পক্ষকেই সেখানে পাওয়া যায়নি। তিনি আরও বলেন পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে পুলিশ দ্রুত কোর্ট চত্বরে যায় কিন্তু সেখানে পৌঁছে দেখা যায় উভয়পক্ষই সরে গেছে। পরবর্তীতে এলাকাটি নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে বলে জানান তিনি। পুলিশ জানায় বাউল শিল্পীরা কোনো লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করা হবে।
উল্লেখ্য এর আগে গত রোববার ২৩ নভেম্বর মানিকগঞ্জে তৌহিদি জনতার সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল। ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি ও মুক্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে এমন উত্তেজনা ছড়িয়ে পড়ছে।
বুধবার কোন এলাকায় দোকানপাট বন্ধ? তালিকা প্রকাশ
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষ নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে বিভিন্ন মার্কেট ও দোকানে যান। তবে সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে আগে থেকে ধারণা না থাকলে অযথা বিড়ম্বনার ঝুঁকি থাকে। এ কারণে আজ বুধবার কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে তা জানা অত্যন্ত জরুরি। আজ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সাপ্তাহিক ছুটির আওতায় থাকায় সারাদিন বন্ধ থাকবে।
যেসব বড় মার্কেট আজ বন্ধ থাকবে তাদের মধ্যে রয়েছে পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং উত্তরার মাসকট প্লাজা। এসব মার্কেট বন্ধ থাকায় সংশ্লিষ্ট বাণিজ্যিক এলাকায় স্বাভাবিকের তুলনায় ক্রেতা উপস্থিতি কম থাকতে পারে, তবে আশপাশের বিকল্প বাজারে ভিড় বাড়তে পারে।
একইসঙ্গে আজ যেসব এলাকায় দোকানপাট সম্পূর্ণ বন্ধ থাকবে সেগুলো হলো বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ–১ ও ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিস্তৃত এলাকা। এসব অঞ্চলে মুদি দোকান থেকে শুরু করে পোশাকের দোকান, ছোট মার্কেট ও সাধারণ সেবা-প্রদানকারী দোকানপাট বন্ধ থাকবে। ফলে এসব এলাকায় বসবাসকারী বা সেখানে কেনাকাটার পরিকল্পনা থাকা লোকজনকে বিকল্প এলাকা বেছে নিতে হবে।
রাজধানীতে সাপ্তাহিক ছুটির নিয়ম এলাকা–ভেদে ভিন্ন হওয়ায় অনেক সময়ই মানুষ অযথা যানজটে ভোগেন বা গন্তব্যে গিয়ে দেখেন দোকানপাট বন্ধ। তাই আজকের এই বন্ধ তালিকা জানা থাকলে সময়, শ্রম এবং ভোগান্তি সবই অনেকাংশে কমে যাবে। কর্মব্যস্ত নগরবাসীর জন্য কেনাকাটায় সময় বাঁচানো ও পরিকল্পনা সাজাতে এ তথ্য অত্যন্ত প্রয়োজনীয়।
-রাফসান
বিএনপি–সরকারি কর্মসূচিতে রাজধানীতে ব্যস্ত দিন
রাজধানী ঢাকা ও সারাদেশে আজ বুধবার ২৬ নভেম্বর সরকারি দফতর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ঘনঘন কর্মসূচির কারণে সড়কে বাড়তে পারে চাপ, জট এবং জনভোগান্তি। প্রতিদিনের মতো আজও বিভিন্ন কর্মসূচি রাজধানীর বিভিন্ন সড়কে আংশিক বা সাময়িক স্থবিরতা তৈরি করতে পারে, যার ফলে সকালের যাত্রাপথে সচেতনতা জরুরি হয়ে উঠছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি, সরকার–ঘনিষ্ঠ উপদেষ্টা, নির্বাচনি কর্তৃপক্ষ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে একাধিক অনুষ্ঠান ও সভা শহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। প্রতিটি কর্মসূচি সংশ্লিষ্ট এলাকার যানবাহন চলাচলে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
বিএনপির কর্মসূচি: রাজধানী থেকে জেলা শহরে ব্যস্ত দিন
বিএনপি আজ দিনব্যাপী রাজনৈতিক ব্যস্ততায় থাকবে। ঠাকুরগাঁওয়ে সকাল ১০টা ৩০ মিনিটে নিজ বাসভবনে জেলা বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে রাজধানীর নয়া পল্টনে ভাসানী মিলনায়তনে চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বেলা ১১টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে রাজনৈতিক আলোচনা সভা হবে। বিকেল ৩টায় পূরবী সিনেমা হলের উল্টো পাশে ঢাকা–১৬ আসনের প্রার্থী আমিনুল হকের সমর্থনে মহানগর স্বেচ্ছাসেবক দলের গণমিছিল নির্ধারিত হয়েছে, যা উত্তরা–মিরপুর সড়কে যানচাপ বাড়াতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি: সচিবালয়ে ব্রিফিং
দুপুর পৌনে ১২টায় সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফ করবেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা আসতে পারে।
পরিকল্পনা উপদেষ্টার কর্মসূচি: প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
সকাল ৯টায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সারা দেশে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি–অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে তিনি মূল বক্তব্য দেবেন।
প্রধান নির্বাচন কমিশনারের কর্মসূচি: বিজিবি মহড়া পরিদর্শন
সকাল ১০টায় বিজিবির নির্বাচনি প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে যাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বাহিনীর চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে এ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ উপদেষ্টা
সকাল ১০টায় মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) আয়োজিত ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে জেন্ডার–ভিত্তিক সহিংসতা প্রতিরোধে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ। আলোচক হিসেবে অংশ নেবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সেলিম জাহান, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি, কানাডা ও সুইডেনের দূতাবাস কর্মকর্তারা এবং ইউএন উইমেনের কন্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং।
রাজধানীর যেসব এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেসব এলাকায় দিনের বিভিন্ন সময়ে চলাচলে চাপ বাড়তে পারে। বিশেষ করে পুরানা পল্টন, সায়েন্স ল্যাব–ধানমন্ডি এলাকা, কারওয়ান বাজার–মতিঝিল এলাকা এবং উত্তরা–মিরপুর সড়কে যানজটের সম্ভাবনা রয়েছে।
বিএনপির মনোনয়ন বিতর্কে রাজশাহী জুড়ে আগুনঝরা প্রতিক্রিয়া
রাজশাহী জেলার ছয়টি জাতীয় সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপির ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে তীব্র অভ্যন্তরীণ অসন্তোষ, প্রতিবাদ ও বিভাজন সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে তৃণমূলের এই বিক্ষোভ দলটির কৌশলগত অবস্থানকে দুর্বল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। রাজশাহী-১, ৩, ৪ ও ৫ এ চার আসনে দলীয় নেতাকর্মীদের অভিযোগ, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে এবং অনুপযুক্ত বা বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে।
রাজশাহী–১
তানোর–গোদাগাড়ী আসনে বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দলের কঠিন সময়ে এলাকায় উপস্থিত ছিলেন না এবং তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। তার মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীরা কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ, সড়ক অবরোধ ও সমাবেশ করছে। তারা দাবি করছেন, শরিফ উদ্দিন নির্বাচনে জয়ের সম্ভাবনাকে ঝুঁকির মধ্যে ফেলবেন। এ আসনে সুলতানুল ইসলাম তারেককে প্রার্থী করার দাবিও জোরালো হয়েছে।
রাজশাহী–৩
পবা–মোহনপুর আসনে শফিকুল হক মিলনকে মনোনয়ন দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা তাকে “বহিরাগত” আখ্যা দিয়ে মানববন্ধন, মশাল মিছিল এবং মহাসড়ক অবরোধ করছেন। তাদের দাবি, দীর্ঘ সময় এলাকার বাইরে থাকায় মিলন স্থানীয় বাস্তবতা বোঝেন না। তবে মিলন বলছেন, ২০১৩ সাল থেকে তিনি এ এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় এবং ২০১৮ সালের নির্বাচনে তার নিশ্চিত বিজয় “ছিনিয়ে নেওয়া হয়েছিল”।
মনোনয়নবঞ্চিত রায়হানুল হক অভিযোগ করে বলেন—এলাকাবাসী চায় নিজেদের পরিচিত, স্থানীয়, সুখে–দুঃখে পাশে পাওয়া যায় এমন কাউকেই প্রার্থী হিসেবে।
রাজশাহী–৪
বাগমারা আসনে প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে অভিযোগ আরও বিস্তৃত—উচ্ছৃঙ্খল আচরণ, দলবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাসী গ্রুপ লালন-পালন এবং পূর্বে দল থেকে বহিষ্কার হওয়া। তার ভাইও সম্প্রতি দল থেকে বহিষ্কৃত। এ আসনে বিএনপির ৩৭ জন নেতা লিখিতভাবে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ জমা দিয়ে তার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ফলে এলাকায় ‘ডিএম জিয়া ঠেকাও’ প্রচারণা দানা বাঁধছে।
রাজশাহী–৫
পুঠিয়া–দুর্গাপুর আসনে প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের ক্ষোভ দমাতে পারছে না। অভিযোগ, তিনি বহু বছর দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন এবং অতীতে ধানের শীষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আরও অভিযোগ, ২০১৮ সালে আওয়ামী লীগ প্রার্থী ডা. মনসুর রহমানের সঙ্গে ‘আঁতাত’ করেছিলেন। তাই তার মনোনয়নকে স্থানীয় নেতারা ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের পুরোনো ধারাবাহিকতা’ বলে উল্লেখ করছেন।
প্রতিক্রিয়াস্বরূপ স্থানীয় নেতাকর্মীরা ‘নজরুল হটাও, পুঠিয়া–দুর্গাপুর বাঁচাও’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করেছেন।
বিশ্লেষকদের মতে, এই চার আসনে বিএনপির নির্বাচনি কৌশল তৃণমূলের সঙ্গে সমন্বয়হীন। অধ্যাপক আব্দুল মজিদ বলেন, “তৃণমূলের মতামত অগ্রাহ্য করলে ভোটের আগে দল ভাঙনের ঝুঁকি তৈরি হয়।” অধ্যাপক আনোয়ার হোসেন মনে করেন, প্রার্থী নির্ধারণের প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি হয়েছে, যা ঠিক না করলে নির্বাচনি ক্ষেত্রে দলকে বড় বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে।
বিএনপি সমর্থকদের হতাশা ও ক্ষোভ
তানোর, গোদাগাড়ী, পবা, মোহনপুর, বাগমারা, পুঠিয়া ও দুর্গাপুর অঞ্চলের ভোটারদের মধ্যে ব্যাপক হতাশা ছড়িয়ে পড়েছে। তাদের মতে, মনোনয়ন দেওয়া হয়েছে “অপ্রাসঙ্গিক”, “অযোগ্য”, “বিতর্কিত” বা “বহিরাগত” ব্যক্তিদের। অনেকেই মনে করছেন, সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ অস্থিরতা নির্বাচনে বিএনপিকে দুর্বল অবস্থানে ফেলবে।
একজন শিক্ষক সমর্থক বলেন: “দল যখন অস্তিত্ব রক্ষার লড়াই করছে, তখন ভুল ব্যক্তিকে মনোনয়ন দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত।”
একজন ব্যবসায়ী ভোটারের মত “এভাবে নিজেদের মধ্যে অস্থিরতা থাকলে বিএনপির জন্য মাঠে নেমে লড়াই করা কঠিন হয়ে পড়বে।”
যবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় এলাকা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বা যবিপ্রবির শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার পর বিশ্ববিদ্যালয় এলাকার আমবটতলা মোড়ে যশোর চৌগাছা সড়কে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। পরে প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে চলে দুপক্ষের ধাওয়া পাল্টাধাওয়া। সংঘর্ষ চলাকালে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বরাতে জানা যায় সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে একটি ফটোকপি দোকানে গেলে দোকানদার তাঁকে উত্ত্যক্ত করে। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থী ওই দোকানদারকে মারধর করেন। এই ঘটনার জের ধরে মোড়ের অন্যান্য দোকানদার উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষ সড়কে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এসে মূল ফটকের সামনে সড়কে টায়ার ও বেঞ্চে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে যশোর চৌগাছা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফাঁড়ি ও থানা পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ জানান স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বলে তিনি জানতে পেরেছেন। অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে তবে গুরুতর কেউ আছে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেনাবাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা নিতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশ্বাস দেন যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন নিশ্চিত করেন যে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। আহতদের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।
ক্ষুধার্ত সন্তানের কান্না আর নিঃস্ব বাবা মায়ের হাহাকারে ভারী বনানীর বাতাস
আজিজুর রহমান ও আঞ্জুমারা দম্পতি তিন বছর ধরে ভাড়া থাকেন রাজধানীর কড়াইল বস্তির একটি ঘরে। তাঁদের সংসারে রয়েছে তিন শিশুসন্তান যাদের মধ্যে বড় ছেলে রাতুলের বয়স ১১ বছর। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও আজিজুর ও আঞ্জুমারা কাজের সন্ধানে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু বিকেলে হঠাৎ খবর পান বস্তিতে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন তাঁদের তিন সন্তান আগুনের ভয়ে হাউমাউ করে কাঁদছে এবং কোন দিকে যাবে তা বুঝতে পারছে না। সবাই তখন নিজের জীবন নিয়ে নিরাপদ দূরত্বের দিকে ছুটছিলেন।

সরেজমিনে দেখা যায় আগুন লাগার ঘটনায় বনানী ১১ নম্বর রোডে আরও শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। সেখানে প্রায় প্রতিটি পরিবারেই দু তিনজন করে শিশুসন্তান রয়েছে। তাদের অনেকে পেটের ক্ষুধায় কান্না করছিল। কিন্তু প্রাণ বাঁচিয়ে ফেরা অধিকাংশ অভিভাবকের পকেটে সন্তানকে খাবার কিনে দেওয়ার মতোও টাকা নেই ফলে ক্ষুধার্ত সন্তানের মুখে তাঁরা খাবার তুলে দিতে পারছেন না।
জানতে চাইলে আঞ্জুমারা বলেন আগুন দেখে শুধু বাচ্চাগুলোকে নিয়ে ঘর থেকে বের হতে পেরেছি। সঙ্গে আর কিছুই আনতে পারিনি। আগুনে ঘরের মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন কী খাব কোথায় থাকব কিছুই ভেবে পাচ্ছি না। বনানী ১১ নম্বর রোড ছাড়াও গুলশান লেকের দুই পাশের রাস্তা ও ফুটপাতে আশ্রয় নিয়েছে আরও বহু পরিবার। তাদের অধিকাংশই ঘর থেকে কোনো মালামাল নিয়ে বের হতে পারেনি। আবার অনেকে পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে রেখে যেসব ঘর এখনো অক্ষত আছে সেগুলো থেকে মালামাল বের করার চেষ্টা করছেন।
আরেক ভুক্তভোগী আশরাফুল ও সোনিয়া দম্পতি দুই বছর ধরে কড়াইল বস্তিতে তিন হাজার টাকা দিয়ে একটি ঘরে ভাড়া থাকতেন। আশরাফুল রাজমিস্ত্রি আর সোনিয়া বাসায় গৃহকর্মীর কাজ করতেন। আগুন লাগার সময় তাঁদের ঘরে সাত বছরের পুত্রসন্তান ছিল। খবর পেয়ে আশরাফুল ঘরে ছুটে যান এবং ছেলেকে কোলে নিয়ে ও ঘরে থাকা একটি ২১ ইঞ্চি টেলিভিশন নিয়ে কোনো রকমে বের হয়ে আসতে পারেন। আশরাফুল জানান বাসার পাশে একটি ভবনে কাজ করছিলাম। হইচই শুনে গিয়ে দেখি আমাদের ঘরের পাশের বাসায় আগুন লেগেছে। এক মুহূর্ত দেরি না করে ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। আগুনে আমাদের ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। এখন রাতে কী খাব কোথায় থাকব ভেবে কূল পাচ্ছি না। এই কঠিন দুঃসময়ে তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন।
সূত্র: জাগো নিউজ
নারী ও শিশু নির্যাতনে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সরকারের নতুন কৌশল জানালেন উপদেষ্টা
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি মন্তব্য করেন যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেই সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে। মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে নারী শিশু সুরক্ষা ও জনতার কাতারে সরকার শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা শারমীন বলেন সরকার বলেছে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন বলেছে নির্বাচন কমিশন প্রস্তুত। আমাদের বিশ্বাস করতে হবে ও আস্থা রাখতে হবে। তিনি গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে বলেন ত্রুটি বা ভুল যদি হয় তবে আপনারা সাংবাদিকরা আছেন তা দেখিয়ে দেওয়ার জন্য।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন এই কাজটা সুন্দরভাবে করতে হলে সবচাইতে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তাদের গণতান্ত্রিক আচরণ সহনশীলতা এবং সুন্দরভাবে ও সংগতভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন আমরা জানি নির্বাচনে কী অরাজকতা হয়। আমার প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে তারা এমন একটা পরিবেশ তৈরি করবে যাতে রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল পরিবেশ রক্ষা করতে খুব কষ্ট পেতে না হয়।
শারমীন এস মুরশিদ বলেন নির্বাচন নিয়ে এইটুকুই কথা যে নির্বাচন হবে এবং তার জন্য ব্যবস্থাপনা চলছে। সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুত। সবকিছু নিয়ে বিতর্ক আছে এবং কোনো না কোনো দল কোনো না কোনো কাজ অপছন্দ করে। সেটা নিয়ে আমাদের ভাবলে চলবে না বরং আমরা স্পষ্টত আমাদের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।
মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ সম্পর্কে তিনি জানান সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয়কে জনগণের কাতারে নিয়ে আসা হচ্ছে এবং তাঁদের গ্রামে পৌঁছাতে হবে। প্রতিটি মানুষকে তার কথা বলার জন্য সুযোগ করে দিতে হবে। এ লক্ষ্যে সরকার কুইক রেসপন্স নামে একটি কৌশল গ্রহণ করেছে। তিনি ঘোষণা দেন যেখানে নারী ও শিশু নির্যাতন হবে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের মন্ত্রণালয় সেখানে পৌঁছাবে এমন কাঠামো আমরা তৈরি করছি।
এ সময় রংপুর জেলা প্রশাসক মো. এনামুল আহসানসহ সমাজসেবা ও নারী শিশু মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তা এবং জুলাই আন্দোলনে নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র বাবা মা ও রংপুরের জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় তাদের কর্মীরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান খবর পেয়ে প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বুঝে আরও ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ পর্যন্ত কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদও ফায়ার সার্ভিস পায়নি বলে জানান এই কর্মকর্তা।
রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে এই বস্তিতে যেখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে কড়াইল বস্তিতে আগুন লেগে অন্তত ডজনখানেক ঘর পুড়ে গিয়েছিল। এছাড়া গত বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরেও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বস্তিটি। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুনের ভয়াবহতা বাড়ার আশঙ্কা থাকে এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পাঠকের মতামত:
- একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: মির্জা ফখরুল
- শেখ হাসিনার বিচার হোক তবে ফাঁসি নয়: জার্মান রাষ্ট্রদূত
- যেসব এলাকায় দুই দিন টানা ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে
- শক্তিশালী হয়েও ভূমিকম্পে যেভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ইতিহাসের তিনটি জাতি
- দেশি ও বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য এবং নিলামের খুঁটিনাটি জানাল গভর্নিং কাউন্সিল
- চ্যাটজিপিটিতে এবার বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাট করার সুযোগ চালু করল ওপেনএআই
- বাংলাদেশের অনুরোধ পেয়ে হাসিনাকে ফেরানো নিয়ে ভারত জানাল তাদের অবস্থান
- জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনে সরকারের ৮টি জরুরি নির্দেশনা
- মাঝরাতের পর থেকেই বদলে যাচ্ছে প্রবাসীদের ভোটার হওয়ার নিয়ম
- বাউল বনাম তৌহিদি জনতা: পাল্টাপাল্টি কর্মসূচিতে আবারও রণক্ষেত্র
- বরিশাল ১: ধানের শীষের অভিজ্ঞতার কাছে কি টিকবে জামায়াতের কৌশল
- ওজন কমাতে চিনির বদলে মধু খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- শেখ পরিবারের সদস্যদের নামে মার্কিং করা স্বর্ণালংকার নিয়ে দুদকের চাঞ্চল্যকর তথ্য
- জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- সাগরের তল থেকে মরুভূমির বুক আসলে কী রহস্য লুকিয়ে আছে এখানে
- শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির চিঠির জবাব নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
- দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পার্লামেন্ট নির্বাচন জরুরি: মির্জা ফখরুল
- গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শেন ইয়ার
- এসপি পদায়নের লটারি কীভাবে হয়েছে তা বিস্তারিত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি তাই যা ধরি শেষ করে ছাড়ি বলে হুঙ্কার মমতার
- আয়ারল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনে লিটন দাসের নজিরবিহীন ক্ষোভ ও বিস্ফোরক মন্তব্য
- হৃদ্রোগে আক্রান্ত বাবা নাকি অন্য কোনো কারণ কেন স্থগিত হলো তারকা জুটির বিয়ে
- ২৬ নভেম্বর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ২৬ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ২৬ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- জনসংখ্যার বিচারে টোকিওকে টপকে ঢাকার নতুন বিশ্বরেকর্ড
- প্রিপেইড মিটারের গ্রাহকরা সরকারের কাছ থেকে যে বিশেষ আর্থিক ছাড় পাচ্ছেন
- দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়: রিজভীর
- যমুনায় ম্যানুয়াল লটারির মাধ্যমে বেছে নেওয়া হলো ৬৪ জেলার পুলিশ সুপার
- সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- জন্মনিয়ন্ত্রণে হরমোনাল পিল নিয়ে নতুন গবেষণায় যা উঠে আসল
- শেখ হাসিনার দুই লকারে মিলল স্বর্ণের পাহাড়
- ইস্টার্ন কেবলসের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ
- গোল্ডেন সনের টানা লোকসানে ডিভিডেন্ড বন্ধ ঘোষণা
- এমটিবি পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
- হুয়াওয়ের ম্যাট ৮০ সিরিজে বিপ্লবী কিরিন ৯০৩০ চিপ উন্মোচন
- কড়াইল বস্তিতে গৃহহীনদের সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার
- মেয়র মামদানির টিমে একসাথে ১০ বাংলাদেশি
- ডিএসই–৩০ সূচকে মিশ্র প্রবণতা
- ডিএসই মিউচুয়াল ফান্ডে এনএভি হালনাগাদ
- ভারতে মূর্তির পায়ে হাতজোড় করতে বাধ্য করল তিন মুসলিম ছাত্রকে
- ২৬ নভেম্বরের নামাজের সময়সূচি
- নভেম্বরেই রেমিট্যান্সের নতুন রেকর্ডের আভাস
- বুধবার কোন এলাকায় দোকানপাট বন্ধ? তালিকা প্রকাশ
- বিএনপি–সরকারি কর্মসূচিতে রাজধানীতে ব্যস্ত দিন
- বিএনপির মনোনয়ন বিতর্কে রাজশাহী জুড়ে আগুনঝরা প্রতিক্রিয়া
- টিউলিপ সিদ্দিকির মামলা নিয়ে বিষ্ফোড়ক মন্তব্য ব্রিটিশ আইনজীবীদের
- পাকিস্তানের জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা
- ই–১ প্রকল্প ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ‘শেষ কফিন’
- যবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় এলাকা
- শিরোপা জয়ের রেসে আজ বাংলাদেশ নাকি পাকিস্তান কার পাল্লা ভারীে
- ভয়ংকর ঝুঁকিতে দেশের তিন বড় শহর: মাটির নিচ থেকে আসছে বড় বিপদের বার্তা
- আজকের ভূমিকম্প আমাদের কী শিক্ষা দিচ্ছে: একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ২৬ নভেম্বরের নামাজের সময়সূচি
- ফায়ার সার্ভিসে ফোনের বন্যা, হেলে পড়েছে কয়েকটি ভবন
- ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলোর তালিকা এবং বিশেষজ্ঞদের ভয়াবহ পরিসংখ্যান
- ভূমিকম্পের পর আগামী ৭২ ঘণ্টাকে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা
- ২৫০ বছরের ইতিহাস বিশ্লেষণ: বাংলাদেশ কি বড় ভূমিকম্পের দ্বারপ্রান্তে?
- প্রপাগান্ডা আর ষড়যন্ত্র পেরিয়ে জনতার কাতারে: জন্মদিনে তারেক রহমানকে নিয়ে ভাবনা
- ঢাকার বংশালে ভূমিকম্পে ৩ জনের মৃত্যু হলো যেভাবে
- মাটির নিচে তিন প্লেটের সংযোগস্থলে থাকা চট্টগ্রাম যেভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে
- ভারতকে হারানোর পর ৯ বছরের মধ্যে সেরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ
- চট্টগ্রাম ৪ আসনে বিএনপির অভিজ্ঞতা নাকি জামায়াতের কৌশল কার পাল্লা ভারী
- ভূমিকম্প মুহূর্তে যে দোয়া পড়তেন রাসূল (সা.)
- চট্টগ্রাম ১ আসনে বিএনপির নুরুল আমিন নাকি জামায়াতের সাইফুর রহমান কার পাল্লা ভারী








