সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ

সৌদি আরবে অবৈধভাবে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর এসেছে। দেশটির সরকার কর্মক্ষেত্র থেকে পলাতক (হুরুবপ্রাপ্ত) প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রবাসী নতুন কোম্পানি বা নিয়োগকর্তা খুঁজে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের বৈধতা দেওয়া হবে।
সৌদি আরবে বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যাদের মধ্যে অনেকেই হুরুবপ্রাপ্ত হওয়ার কারণে অবৈধ হয়ে পড়েছিলেন। নতুন এই উদ্যোগের ফলে তারা বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন।
বৈধ হওয়ার প্রক্রিয়া
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুরুবপ্রাপ্ত প্রবাসীরা কুয়া প্ল্যাটফর্মে গিয়ে নতুন কোম্পানি বা কফিল ঠিক করে আবেদন করতে পারবেন। এরপর কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তাদের বৈধতা দেওয়া হবে। এই ট্রান্সফারের জন্য কত ফি লাগবে, তা আবেদন করার পরেই কুয়া প্ল্যাটফর্মে জানা যাবে।
উদ্যোগের সুবিধা
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, এতে এতদিন অবৈধভাবে থাকা প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং তাদের নানা সমস্যার সমাধান হবে। প্রবাসীরা মনে করেন, এই সুযোগ কাজে লাগিয়ে সবাইকে বৈধ পথে ফিরে আসা উচিত। এতে তাদের জীবন যেমন স্বাভাবিক হবে, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
তবে কর্তৃপক্ষ একটি বিষয় স্পষ্ট করেছে: যারা সৌদি আরবে আসার এক বছরের মধ্যেই কফিল কর্তৃক হুরুবপ্রাপ্ত হয়েছেন, তারা এই সুযোগের আওতায় আসবেন না।
জিরো থেকে পাবলিকেশন: গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি দিল বিআরটিসি কোর্স
সম্প্রতি বাংলাদেশ অ্যাডভান্সড রিসার্চ ট্রেইনিং সেন্টার (বিআরটিসি) আয়োজিত উন্নত গবেষণা প্রশিক্ষণ কোর্স ‘কমপ্লিট রিসার্চ ট্রেনিং: ফ্রম জিরো টু পাবলিকেশন’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে অনলাইনের মাধ্যমে অংশ নেন দুই হাজারেরও বেশি শিক্ষার্থী ও গবেষক, যা দেশ-বিদেশের গবেষণা আগ্রহীদের মধ্যে এক বিরল সাড়া জাগিয়েছে।
এই কোর্সের মূল বক্তা ছিলেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য গবেষক প্রফেসর ড. মঈন উদ্দিন খন্দকার। বর্তমানে তিনি মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড রেডিয়েশন টেকনোলজিস বিভাগে অধ্যাপনায় নিয়োজিত আছেন। তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর ফেলো এবং Elsevier–Stanford তালিকাভুক্ত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের অন্যতম। ইতিমধ্যে এসকোপাস ইনডেক্সড জার্নালে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে, যা ২০ হাজার বারেরও বেশি উদ্ধৃত হয়েছে একটি অসাধারণ আন্তর্জাতিক স্বীকৃতি।
প্রশিক্ষণে ড. খন্দকার অংশগ্রহণকারীদের শেখান কীভাবে গবেষণার সঠিক বিষয় নির্বাচন করতে হয় এবং গবেষণার মানোন্নয়নের মাধ্যমে সমাজে বাস্তব ও ইতিবাচক প্রভাব সৃষ্টি করা যায়। তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন লিটারেচার রিভিউ-এর ওপর। তার মতে, এটি কেবল তথ্যসংগ্রহ বা সারসংক্ষেপ নয়; বরং সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণার শূন্যতা চিহ্নিতকরণ এবং নতুন গবেষণার দিকনির্দেশনা খুঁজে বের করার একটি কার্যকর প্রক্রিয়া।
রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, শক্তিশালী ও বিশ্লেষণধর্মী লিটারেচার রিভিউ আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফেসবুক, ইউটিউব ও জুম প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত এই প্রশিক্ষণে প্রায় ১ হাজার ৫০০ জন অংশগ্রহণকারী রিয়েল-টাইমে যুক্ত হন। সব মিলিয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায়। পরবর্তীতে প্রশিক্ষণের রেকর্ডিং প্রকাশের পরও এটি বিপুল সাড়া জাগায়।
কোর্সের অন্যতম আকর্ষণ ছিল প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণকারীরা গবেষণা বিষয়কে নতুনভাবে উপস্থাপন, লিটারেচার রিভিউতে ফাঁকফোকর শনাক্ত, প্রবন্ধ রচনার কাঠামো নির্ধারণ এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশের কৌশল নিয়ে প্রশ্ন করেন। ড. খন্দকার প্রতিটি প্রশ্ন ধৈর্য সহকারে উত্তর দেন এবং নিজের অভিজ্ঞতা থেকে ব্যবহারিক উদাহরণ উপস্থাপন করেন।
তিনি জোর দিয়ে উল্লেখ করেন, গবেষণার কাজ শুধুমাত্র তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নয়; বরং সমালোচনামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণ এবং নতুন জ্ঞান সংযোজনই গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে।
অংশগ্রহণকারীদের অভিমত, এই প্রশিক্ষণ তাদের গবেষণা যাত্রায় এক নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করেছে। তারা উপলব্ধি করেছেন যে, লিটারেচার রিভিউ কেবল পুরোনো তথ্য সাজানো নয়; বরং এটি গবেষকের নিজস্ব চিন্তা, বিশ্লেষণ এবং জ্ঞানের মৌলিক অবদান রাখার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
-রাফসান
ইতালির পথে আবারও ট্রাজেডি, ভূমধ্যসাগরে প্রাণহানি
একজন বাংলাদেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছানোর সময় নৌকাতেই মারা গেছেন। ইতালীয় কোস্টগার্ড এবং আর্থিক পুলিশের সদস্যরা সোমবার রাতে ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করেন। একই নৌকা থেকে আরও ৫১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
সন্দেহ বিষাক্ত ধোঁয়া
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, সম্ভবত নৌকাটির জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কালা পিসানার মর্গে পাঠানো হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে
উদ্ধার হওয়া ৫১ জন অভিবাসীর মধ্যে মিসরীয়, বাংলাদেশি, ইরিত্রীয়, ইথিওপীয়, সিরীয় এবং সুদানের নাগরিকরা রয়েছেন। এদের মধ্যে দুজন নারী এবং একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। তাদের সবাইকে ইতালির দক্ষিণাঞ্চলীয় ইমব্রিয়াকোলা জেলার অভিবাসনকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার রাতে লাম্পেদুসার ফাভারোলো জেটিতে পৌঁছানোর পর অভিবাসীরা জানান, উদ্ধারকারীরা আসার আগেই তাদের একজন সঙ্গী সমুদ্রে পড়ে যান এবং তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
অভিবাসী পরিস্থিতি
ইতালি সরকারের কঠোর পদক্ষেপের কারণে ২০২৪ সাল থেকে দেশটিতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কমেছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কিছুটা বেড়েছে। ২০২৪ সালের শুরু থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ৪২,৯৯৯ জন, যা চলতি বছর একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৪৩,৮৬০ জনে। তবে ২০২৩ সালের একই সময়ের তুলনায় (১,১৪,৮৬৭ জন) এই সংখ্যা এখনো অনেক কম।
চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে রয়েছে। প্রায় ১৩,২৭১ জন বাংলাদেশি এভাবে ইতালিতে পৌঁছেছেন। এরপরই আছে ইরিত্রিয়া (৫,৮১১ জন) এবং মিসর, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিকরা।
সূত্র : ইনফোমাইগ্রেন্টস/আনসা
জার্মানিতে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জার্মানি বিএনপি। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বার্লিনে স্থানীয় একটি হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
দিনব্যাপী আয়োজনে অংশ নেন জার্মানির বিভিন্ন প্রদেশ থেকে আগত বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী। এছাড়া অনেকেই ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জার্মান বিএনপির সদ্য সাবেক সভাপতি আকুল মিয়া এবং সঞ্চালনা করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করেন যুবদল নেতা আবু তাহের। এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন প্রবাসী শিল্পী তাহ্মিনা ফেরদৌসি।
সভাপতির বক্তব্যে আকুল মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রগঠনের অবদান তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক, যিনি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সদ্য সাবেক সাধারণ সম্পাদক দলীয় বিভাজন ভুলে মিলেমিশে রাষ্ট্রগঠনের লক্ষ্য সামনে রেখে একসাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। সদ্য সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান নেতাকর্মীদের আহ্বান জানান, সকল মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম শিকদার বলেন, “আমরা যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত, তবে বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।”
ফ্রাংকফুর্ট থেকে আগত জার্মান বিএনপির সদ্য সাবেক উপদেষ্টা মিজানুর রহমান (ফিরোজ) তাঁর বক্তব্যে দলের ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এছাড়া গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জার্মান বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি কাজী রেজাউল হক সাঈদ, বার্লিন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারী, বিএনপি নেতা মাশরুল আলম বাবলী, আনহার মিয়া, সাইফুল ইসলামসহ অনেকে। সভায় উপস্থিত ছিলেন যুবদলকর্মী রুহেল আহমদে, রেদওয়ান আহমদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতারা। মো. মাহবুবুর রহমান অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন মিউনিখের সদ্য সাবেক সভাপতি রিয়াজ শরিফ ও সাধারণ সম্পাদক আব্দুল হোসাইন, এনআরভি’র সদ্য সাবেক সভাপতি গোলাম মাহবুব ও সাধারণ সম্পাদক আমজাদ আলী, বাডেনবুর্টেমবার্গের সদ্য সাবেক সভাপতি তরিকুল ইসলাম মুক্তি ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, হেসেনের সদ্য সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম এবং ফ্রাংকফুর্টের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রুবেল খান।
-রাফসান
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে (জিসিএ) এর বার্ষিক পিকনিক প্রাণের মিলনমেলা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
প্রবাস প্রতিবেদক
যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর প্রাণের সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে (জিসিএ) এর বার্ষিক পিকনিক জনপ্রিয় সমুদ্র সৈকত “ক্ল্যাকটন-অন-সি” তে পরিণত হয়েছিল এক প্রাণের মিলনমেলায়। গত ১০ আগস্ট ২০২৫, রোববার এই আনন্দঘন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পিকনিকের জন্য রোববার সকাল ৯টার মধ্যেই লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক সদস্য হোয়াইট চ্যাপলের ১১৩ নিউ রোডে চিটাগাং সেন্টারের সামনে সমবেত হন। একাধিক বিলাসবহুল বড় কোচ ও অগণিত প্রাইভেট কার-জিপে করে সবার সেদিনের গন্তব্য ছিল ইংল্যান্ডের জনপ্রিয় সমুদ্র সৈকত ক্ল্যাকটন-অন-সি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শহরে তখন ছিল গ্রীষ্মের উজ্জ্বল রোদ ও সাগরের শান্ত ঢেউয়ের আহ্বান।
পিকনিক কমিটিকে নিখুঁতভাবে এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানানো হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর সকালে শুরু থেকেই পিকনিক স্পটে পৌঁছার আগেই কোচে চলতে থাকে গান, কৌতুক, আবৃত্তি, অভিনয়, ধাঁধা ও স্মৃতিচারণ। আড়াই ঘণ্টার দীর্ঘ যাত্রাকালে বিশিষ্ট শিল্পী তাহসিন বাপ্পি, ডা. রুবেল, তানিম, রুবা হোসেন, নাবিল রহমান, তানভীর খান ও আরও অনেকে সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে পুরো সময়টাকে ভীষণ উপভোগ্য করে তোলেন। জনপ্রিয় গান ‘‘চলো না ঘুরে আসি অজানাতে’’ দিয়ে এই মনোমুগ্ধকর যাত্রার সূচনা হয়।
কোচগুলোর নেতৃত্বে ছিলেন মোঃ আলী রেজা, মাসুদুর রহমান, আরশাদ মালেক, রাজ্জাকুল হায়দার বাপ্পী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও ট্রাস্টি শওকত মাহমুদ টিপু।
সাগরের নোনাজলে অবগাহন, সৈকতে আড্ডা, খেলাধুলা, ছবি তোলা ও ফেসবুক লাইভের মাধ্যমে দিনটি আরো রঙিন হয়ে ওঠে। আলী রেজা ভাই, ফটোগ্রাফার মোমিন, শওকত ওসমান এবং কুতুবুল আলম ক্যামেরায় এই স্মৃতিগুলো চিরকালের জন্য বন্দি করে রাখেন।
অনুষ্ঠানটি স্মরণীয় করে তোলার জন্য বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ব্যারিস্টার মনোয়ার হোসেন, মাসুদুর রহমান, আরশাদ মালেক, শওকত মাহমুদ টিপু, মিসেস মাসুদ, রাজ্জাকুল হায়দার বাপ্পি, মোহাম্মাদ ইসহাক, মোহাম্মাদ কায়সার, ফারজানা খান, শহীদুল ইসলাম, শওকত ওসমান, কুতুবুল আলম, মীরা বড়ুয়া, মাহবুব আলম, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, সাজ্জাদ, তানিম, পরান, তানভীর, রিদওয়ান, নাবিল রহমানসহ আরও অনেককে।
ফেরার পথেও গান, গল্প আর আনন্দ বিরতিহীনভাবে চলতে থাকে। শেষে সকলেই বলেন, এটি ছিল একটি চমৎকার আয়োজন, যা অনেকদিন হৃদয়ে গেঁথে থাকবে।
ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “আজকের এই দিন আমাদের জীবনের এক অমলিন স্মৃতি হয়ে থাকবে। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।”
উল্লেখ্য যে, ২০১৩ সালে জন্ম নেওয়া জিসিএ এখন ইউরোপ তথা বিশ্বে বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন। এটি লন্ডনে ৫টি বৃহৎ আকারের মেজবানের সাথে মিলন মেলা, চট্টগ্রাম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের মেজবান ও সংস্কৃতিকে বহির্বিশ্বে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। এইসাথে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে (জিসিএ) সম্পূর্ণ করেছে অনেক মানবিক কার্যক্রম।
ওমানে প্রবাসী নাগরিকদের জন্য সুখবর!
ওমান সরকার দেশটির প্রশাসনিক সেবায় যুগোপযোগী সংস্কার আনতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) প্রবাসীদের আবাসিক কার্ড (রেসিডেন্স কার্ড) এবং ওমানি নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ও ফি কাঠামোয় ব্যাপক পরিবর্তন ঘোষণা করেছে। এই পরিবর্তনের মাধ্যমে একদিকে যেমন নাগরিক ও প্রবাসীদের জন্য সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও নমনীয় হবে, অন্যদিকে প্রশাসনিক ব্যবস্থাপনা হবে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন।
প্রবাসীদের জন্য নমনীয় আবাসিক কার্ডের মেয়াদ
নতুন বিধান অনুযায়ী, ওমানে বসবাসরত প্রবাসীরা এখন নিজেদের প্রয়োজন অনুযায়ী তিন ধরনের আবাসিক কার্ডের মেয়াদ বেছে নিতে পারবেন—
এক বছরের কার্ড: ৫ ওমানি রিয়াল
দুই বছরের কার্ড: ১০ ওমানি রিয়াল
তিন বছরের কার্ড: ১৫ ওমানি রিয়াল
যদি কার্ড হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তবে প্রতিস্থাপনের জন্য ২০ ওমানি রিয়াল ফি দিতে হবে। এই নতুন কাঠামো প্রবাসীদের জন্য বাড়তি নমনীয়তা এনে দিয়েছে, যাতে তারা তাদের কর্মচুক্তির মেয়াদ, বসবাসের সময়কাল, অথবা ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সঠিক মেয়াদের কার্ড নিতে পারেন।
ওমানি নাগরিকদের জাতীয় পরিচয়পত্রে যুগান্তকারী পরিবর্তন
ওমানি নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের মেয়াদ পূর্বের তুলনায় দ্বিগুণ করে ১০ বছরে উন্নীত করা হয়েছে, যা বর্তমানে ওমানি পাসপোর্টের মেয়াদের সমান। এ সিদ্ধান্ত নাগরিকদের ঘন ঘন কার্ড নবায়নের ঝামেলা কমাবে এবং দীর্ঘমেয়াদে খরচ সাশ্রয় করবে।
জাতীয় পরিচয়পত্র ইস্যু, নবায়ন বা প্রতিস্থাপনের ফি অপরিবর্তিত থেকে ১০ ওমানি রিয়ালই বহাল থাকছে। দীর্ঘমেয়াদি বৈধতার ফলে পরিচয়পত্র সংক্রান্ত প্রশাসনিক ব্যস্ততাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
নবায়নের সময়সীমা ও আইনগত শর্ত
আরওপির নতুন নির্দেশনা অনুযায়ী, আবাসিক কার্ড বা জাতীয় পরিচয়পত্রের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে তা নবায়ন করতে হবে। সময়সীমা অতিক্রম করলে এটি আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি জরিমানা বা অন্যান্য শাস্তির মুখোমুখি হতে পারেন।
সংস্কারের মূল উদ্দেশ্য
রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এই পরিবর্তনের প্রধান লক্ষ্য হলো—
প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ
জনসেবা আন্তর্জাতিক মানে উন্নীত করা
নাগরিক ও প্রবাসীদের জন্য সুবিধাজনক বিকল্প প্রদান
সিভিল স্ট্যাটাস আইনকে আধুনিকায়ন
এই সংস্কার উদ্যোগ ডিজিটাল সেবা, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নাগরিক ও প্রবাসীদের জীবনমান উন্নত করবে বলে আশা করা হচ্ছে।
ওমানে প্রবাসীদের কর্মসংস্থানের চিত্র
২০২৫ সালের জুন পর্যন্ত ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী কাজ করছেন, যা দেশটির মোট শ্রমবাজারের একটি বড় অংশ জুড়ে রয়েছে। এর মধ্যে—
বেসরকারি খাতে: প্রায় ১৪ লাখ
সরকারি খাতে: ৪১ হাজার
গৃহকর্মী: ৩ লাখ ৪৯ হাজার
পারিবারিক খাতে: ৬ হাজার ৮০০ জন
ওমানের অর্থনীতিতে প্রবাসী শ্রমশক্তির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের জন্য প্রশাসনিক প্রক্রিয়ায় নমনীয়তা ও সেবা উন্নয়ন কেবল প্রবাসী কল্যাণই নিশ্চিত করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।
জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান স্বীকৃতির দাবি
জুলাই গণআন্দোলনে বিশ্বের নানা প্রান্তে সংগঠিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ গড়ে তোলা প্রবাসী বাংলাদেশিদের অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন 'গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস' (জিবিএএইচআর)।
গত বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় প্রবাসীদের জুলাই অংশগ্রহণ নিয়ে রচিত দুটি প্রামাণ্য গ্রন্থ— ‘জুলাই ৩৬: আন্দোলন দেশে দেশে’ এবং ‘চব্বিশের গণঅভ্যুত্থান সিলেট পর্ব: জুলাই-আগস্ট ২০২৪’। বই দুটি সম্পাদনা করেছেন জিবিএএইচআর মুখপাত্র ও সুরমা সম্পাদক শামসুল আলম লিটন।
প্রকাশিত বই দুটিতে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের অংশগ্রহণ, সংগঠন গড়ে তোলা এবং দেশীয় আন্দোলনের সঙ্গে আন্তর্জাতিক সংহতির চিত্র তুলে ধরা হয়েছে ছবি ও বিবরণে। বক্তারা জানান, দেশে যেমন গণআন্দোলন গড়ে উঠেছিল, তেমনি বিদেশে থাকা প্রবাসীরাও বিভিন্ন দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জুলাই শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, "জুলাই আন্দোলন কেবল বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। বিদেশেও প্রবাসী বাংলাদেশিরা সরব ভূমিকা রেখেছেন। তাই তাঁদের অবদান আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার দাবি একান্ত যৌক্তিক।"
অনুষ্ঠানে জিবিএএইচআরের মুখপাত্র শামসুল আলম লিটন বলেন, “জুলাই আন্দোলনে প্রবাসীরাও আত্মত্যাগ করেছেন, মাঠে নেমেছেন। তাঁরা শুধু আশা নয়, বাস্তব অবদান রেখেছেন। এই অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া উচিত।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. এহসানুল হক মিলন। তিনি বলেন, “প্রবাসীদের স্বীকৃতি চাইতে হচ্ছে— এটা দুঃখজনক। সরকারকে দ্রুত ওদের অবদানের মূল্যায়ন করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাসিত বিচারপতি মোতাহার হোসেন, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ আবদুল্লাহ, যুক্তরাজ্যপ্রবাসী আইনজীবী নাশিত রহমান, ব্যারিস্টার শিবলী সাদিক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনসহ অনেকে। উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও সংগঠনের প্রতিনিধিরা।
জোটের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জাকির হাসান অনুষ্ঠানটি পরিচালনা করেন। শেষ অংশে গান পরিবেশন করেন যোগাযোগ বিশেষজ্ঞ সাজেদ ফাতেমী। 'নকশী কাঁথার মাঠ' গানের সুরে শেষ হয় অনুষ্ঠান।
/আশিক
প্রবাসীদের জন্য সুখবর দিল বিকাশ
দেশে থাকা প্রিয়জনের আর্থিক স্বচ্ছতা ও পরিকল্পনাকে আরও সহজ করতে জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ তাদের অ্যাপে চালু করেছে ‘রেমিট্যান্স স্টেটমেন্ট’ সেবা। এখন থেকে প্রবাসীদের পাঠানো অর্থের হিসাব একটি নির্দিষ্ট সময়কাল অনুযায়ী সংরক্ষণ ও প্রয়োজনে প্রাপ্ত স্টেটমেন্টের মাধ্যমে ব্যবহার করা যাবে, যা আর্থিক ব্যবস্থাপনার পাশাপাশি আয়কর বিবরণীতে সহায়ক ভূমিকা রাখবে।
বুধবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, নতুন এই সুবিধার মাধ্যমে গ্রাহক যেকোনো সময় বিকাশ অ্যাপে গিয়ে রেমিট্যান্স সংক্রান্ত বিস্তারিত তথ্য নিজের প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করতে পারবেন। এই ফিচারটি বিকাশ অ্যাপের ‘রেমিট্যান্স’ আইকনের মধ্যে তিনটি ট্যাবে বিভক্ত দেশ অনুযায়ী অপারেটর, রেমিট্যান্স স্টেটমেন্ট এবং রিসিট।
স্টেটমেন্ট ট্যাবে প্রবেশ করে গ্রাহক ৩০ দিন, ১৮০ দিন, নির্দিষ্ট কর-বছর বা নিজের ইচ্ছেমতো নির্ধারিত সময়ের জন্য রেমিট্যান্স স্টেটমেন্টের অনুরোধ করতে পারবেন। দিনে সর্বোচ্চ ২ বার এবং প্রতি মাসে সর্বোচ্চ ৫ বার এই অনুরোধ পাঠানোর সুযোগ থাকবে। অনুরোধ জমা দেওয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহক স্টেটমেন্ট পেয়ে যাবেন এবং অ্যাপেই একটি নোটিফিকেশন পাবেন, যেখান থেকে ডাউনলোড করে পাসওয়ার্ড সুরক্ষিত স্টেটমেন্টটি সংরক্ষণ ও ব্যবহার করা যাবে।
এই স্টেটমেন্টে উপরের অংশে থাকবে রেমিট্যান্স গ্রহীতার নাম, বিকাশ নম্বর, গ্রহীতার ধরন, নির্ধারিত সময়সীমা ও ইস্যুর তারিখ। আর নিচের অংশে থাকবে মোট রেমিট্যান্সের সংখ্যা ও প্রাপ্ত টাকার পরিমাণ। আরও নিচে থাকবে প্রতিটি লেনদেনের বিস্তারিত অর্থ গ্রহণের তারিখ ও সময়, প্রেরণকারী দেশ, সেটেলমেন্ট ব্যাংক, সংশ্লিষ্ট মানি ট্রান্সফার অপারেটর এবং প্রেরিত অর্থের সুনির্দিষ্ট পরিমাণ।
উল্লেখ্য, এখন পর্যন্ত ৪০ লাখের বেশি প্রবাসী বৈধপথে তাদের প্রিয়জনদের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়েছেন। বিকাশের মাধ্যমে এই প্রক্রিয়া যেমন নিরাপদ, তেমনি তাৎক্ষণিক এবং বিশ্বস্ত। এই উদ্যোগের ফলে শুধুমাত্র প্রবাসী পরিবারের জীবনযাত্রার মানই উন্নত হচ্ছে না, বরং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়ে দেশের অর্থনীতিও গতিশীল হচ্ছে।
বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে দেশের ২৫টি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে রেমিট্যান্স সেটলমেন্টের পর তা বিকাশ অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে বিকাশ নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
-রফিক
প্রবাসী ভোটারদের জন্য ইসির বড় পরিকল্পনা
প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ডাকযোগে ভোট প্রদানের (পোস্টাল ব্যালট) পদ্ধতিতেই আস্থা রাখছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি এবং ডাক বিভাগ যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে, যার আওতায় বিশ্বব্যাপী ১৯২টি দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন ও লজিস্টিক প্রস্তুতির কাজ চলমান রয়েছে। এই পদক্ষেপে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) নীতিমালা অনুসরণ করা হচ্ছে, যাতে ভোট প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় থাকে।
বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে প্রথম পর্যায়ে ৫০ লাখ ভোটারকে নিবন্ধন করিয়ে নির্বাচনী প্রক্রিয়ার আওতায় আনার লক্ষ্য নিয়েছে ইসি। এই অনলাইন নিবন্ধন শেষে ডাকযোগে তাদের মধ্যে ব্যালট পাঠানো হবে। ভোটপ্রদানের এই পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ডাক বিভাগকে সর্বোচ্চ ২৮ দিন এবং সর্বনিম্ন ৮ দিনের মধ্যে ব্যালট পাঠানো ও গ্রহণের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। দূরত্ব অনুযায়ী এই সময়সীমা ভিন্ন হতে পারে।
এই প্রকল্পের বাস্তবায়নে নির্বাচন কমিশন ৪৮ কোটি ১৪ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প পরিকল্পনা করেছে, যার মেয়াদ ধরা হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। প্রকল্পটি বর্তমানে সরকারি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এর আগে প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হলেও কিছু পর্যবেক্ষণের ভিত্তিতে তা ফেরত দেওয়া হয়। সংশোধন শেষে পুনরায় তা অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।
প্রকল্পের চারটি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথমত, প্রবাসী ভোটারদের জন্য প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালটিং ব্যবস্থার উন্নয়ন ও বাস্তবায়ন। দ্বিতীয়ত, দেশের অভ্যন্তরে উপযুক্ত ভোটারদের জন্য ডাকযোগে ভোটগ্রহণ পদ্ধতির সম্প্রসারণ। তৃতীয়ত, ভবিষ্যতে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর সম্ভাবনা মাথায় রেখে এর নিরাপত্তা, ব্যবহারযোগ্যতা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য সফটওয়্যার উন্নয়ন। এবং চতুর্থত, ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা।
ডাক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “কমিশনের পক্ষ থেকে এখনো বরাদ্দ দেওয়া হয়নি, কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্বের ১৯২টি দেশের সঙ্গে ডাক বিভাগের যোগাযোগ রয়েছে। আমাদের লক্ষ্য হলো সময়মতো ব্যালট পাঠানো এবং ফেরত আনা এই জন্য আমাদের সর্বোচ্চ ২৮ দিন ও সর্বনিম্ন ৮ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।”
-রাফসান
প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ: আসিফ নজরুল
প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণে উদ্যোগ, আন্দোলনকারীদের মুক্তির বিষয়েও অগ্রগতি
প্রবাসীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, “গত বছরের জুলাই আন্দোলনে প্রবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে অংশ নিয়েছেন। সরকারের ইচ্ছা রয়েছে তাদের জন্য কিছু করে যাওয়ার। এর অংশ হিসেবেই প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশি প্রবাসীরা। ২০ জুলাই সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানে বিক্ষোভ চলাকালে আমিরাত পুলিশ ৫৭ বাংলাদেশিকে আটক করে। পরে আদালত তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন।
এ ঘটনার পর আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য নতুন ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। এরপর বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আলোচিত হয়।
গত বছর ১১ আগস্ট পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আমিরাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রবাসীদের মুক্তির বিষয়ে আলোচনা করেছেন। পরদিন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ মিযানুর রহমান জানান, সরকার ওই ৫৭ প্রবাসীর মুক্তির লক্ষ্যে আইনজীবী নিয়োগের পরিকল্পনা করছে।
পরে সুখবর আসে বাংলাদেশিদের জন্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ওই ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা প্রদান করেছেন। শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
এদিকে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রবাসী আয়ের ধারা অনেকটাই ইতিবাচক। চলতি অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত প্রবাসীরা ৩০ হাজার ২২৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮০ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এ আয় ছিল ২৩ হাজার ৯১২ মিলিয়ন ডলার।
এই রেমিটেন্স বৃদ্ধিকে দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি প্রবাসীদের শ্রদ্ধা ও ভালোবাসা হিসেবে দেখা হচ্ছে। রেমিট্যান্স প্রাপ্তির দিক থেকে ২০২৪ সালে বাংলাদেশ বিশ্বে সপ্তম অবস্থানে ছিল।
/আশিক
পাঠকের মতামত:
- সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ
- মহালয়া: দেবীপক্ষের শুরু, পূজার আনন্দ শুরু হলো আজ থেকে
- এশিয়া কাপ: চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণ আজ
- ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এরদোগান: টানাপোড়েনপূর্ণ সম্পর্কের পর কেন এই বৈঠক?
- আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের ‘ভয়ঙ্কর পরিকল্পনা’: ট্রাম্পের হুমকিতে নতুন করে উত্তেজনা
- নির্বাচনের আগে জোটের নতুন সমীকরণ: কোন পথে হাঁটছে বিএনপি-জামায়াত?
- জাতিসংঘ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সফরসঙ্গী চার রাজনীতিবিদ
- শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর এখন ফাইনালের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ
- শানাকার তাণ্ডবে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ল শ্রীলঙ্কা
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে মাত্র ৫টি সহজ উপায়ে
- হিজাব-নিকাব নিয়ে হেনস্তা বন্ধে পাবিপ্রবি প্রশাসনের কঠোর পদক্ষেপ
- সুপার ফোরে বাংলাদেশের দারুণ শুরু, তাসকিন-মেহেদীর আঘাতে চাপে শ্রীলঙ্কা
- ভারত আক্রমণ করলে সৌদি আরব পাশে থাকবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
- শেখ হাসিনার দুঃশাসনের ইতিহাস নিয়ে ঢাকায় হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
- চট্টগ্রাম বন্দরের শুল্ক স্থগিতের ঘোষণা: কী প্রভাব পড়বে রপ্তানিকারকদের ওপর?
- এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিল ইসি
- মণিপুরে জাতিগত সংঘাতের পর কেন্দ্রীয় বাহিনীর ওপর প্রথম হামলা
- ২৪ সিনেমাকে পেছনে ফেলে অস্কারের দৌড়ে ভারতের ‘হোমবাউন্ড’
- ভারতের বিপক্ষে ম্যাচের আগে আবারও সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান
- যে কারণে পুরুষের টেস্টোস্টেরন কমে: না জানলে বিপদ
- ‘নান্দো’ এবার সুপার টাইফুনে পরিণত হচ্ছে
- এটি দ্বিতীয় বিয়ে, আবদুল হান্নান মাসউদের আংটি বদল নিয়ে বিতর্ক
- কাজের চেয়ে কথায় পটু এই তারকা, পারফরম্যান্সের চেয়ে মন্তব্যে বেশি আলোচিত
- কলকাতায় চড়া দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ, তবুও ক্রেতাদের ভিড়
- বিএনপির নাম ব্যবহার করে যেন কেউ ব্যক্তিস্বার্থ হাসিল না করে: তারেক রহমান
- স্বামীর প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিতে গৃহবধূকে গরম তেলে হাত চুবাতে বাধ্য করা হলো
- মানুষের আস্থা জামায়াতের প্রতি, ডাকসু-জাকসু নির্বাচনেই তার প্রমাণ: মুজিবুর রহমান
- ট্টগ্রামের বোয়ালখালীতে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
- তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে উঁচিয়ে ধরতে হবে: এ্যানি
- ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে ইসরায়েলিদের পিটিশন
- বিএনপিকে কেউ ভাঙতে পারেনি, যারা চেয়েছিল তারাই পালিয়ে গেছে: মির্জা ফখরুল
- রেনেসাঁর দর্শন ও দিশা: গ্রিক-রোমান জ্ঞান, মুসলিম দার্শনিকদের ভূমিকা ও আধুনিকতার উন্মেষ
- আর্থিক স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশকে ৮ পরামর্শ মার্কিন পররাষ্ট্র দপ্তরের
- মোবাইলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবেন যেভাবে, জানুন সহজ উপায়
- সরকারে ছাত্র প্রতিনিধিদের থাকা ভুল সিদ্ধান্ত: সালাহউদ্দিন আহমদ
- প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ, আরব আমিরাত থেকে এলো অপ্রত্যাশিত খবর
- অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় দায়ী করা হচ্ছে এনসিপিকে: হাসনাত
- গাজা যুদ্ধের মাঝেই ইসরায়েলের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র
- বাড়ছে বাণিজ্য, বাংলাদেশি টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার আজকের হার
- আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসতে কোনো আপত্তি নেই: হুম্মাম কাদের
- সাইলেন্ট হার্ট অ্যাটাক: বুকে ব্যথা না থাকলেও যে লক্ষণগুলো জানা জরুরি
- নেহা ভাসিন বনাম এলনাজ নরৌজি: জিম লুকে কার স্টাইল বেশি পছন্দ?
- ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি বাড়ার পূর্বাভাস
- নতুন লুকে পূর্ণিমা, ছবি দেখে মুগ্ধ ভক্তরা
- গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বাড়ছে
- ‘বাঘ-সিংহের’ লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা, পরিসংখ্যান কাদের পক্ষে?
- কাল্কি বিতর্কের পর দীপিকার নতুন শুরু: শাহরুখ খানের সঙ্গে ‘কিং’
- ফ্রান্সের বদলে আলজেরিয়ার জার্সি গায়ে লুকা জিদান
- পিআর পদ্ধতি ভারতের নীলনকশার অংশ: সরওয়ার আলমগীর
- যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
- রেনেসাঁর দর্শন ও দিশা: গ্রিক-রোমান জ্ঞান, মুসলিম দার্শনিকদের ভূমিকা ও আধুনিকতার উন্মেষ
- অটোমান সাম্রাজ্যের ইতিহাস: উত্থান, পতন ও সভ্যতা–বিজ্ঞানে অবদান
- গ্রেফতার বিএনপি নেতা হাজতে সিগারেট–ফোনে ব্যস্ত, ফাঁস হলো ছবি
- বরিশালে ১৭ বিয়ে কাণ্ড: বন কর্মকর্তা কবির হোসেন বরখাস্ত
- আফগানিস্তানে নারী লেখকদের বই নিষিদ্ধ করল তালেবান
- আদালত চত্বরে ব্যারিস্টার সুমনের বারবার উচ্চারণ: ‘ভালো থাকুক বাংলাদেশ’
- ১৩তম জাতীয় নির্বাচনের আগে ইসি’র নতুন সীমানা, ভোটারদের উদ্বেগ বহাল
- নেপালের গণঅভ্যুত্থান থেকে বাংলাদেশের শিক্ষা: বৈধতার সংকট, রাজনৈতিক অস্থিরতা ও আগামীর চ্যালেঞ্জ
- তারেক জিয়ার কেন দেশে ফেরা কেন জরুরি?
- ভদ্রতার নিয়ম ভাঙল ভারত, ক্ষুব্ধ পাকিস্তান
- ডিএসই ব্লক মার্কেট বিশ্লেষণ
- বলিউডের গ্ল্যামার থেকে ব্যক্তিগত সংগ্রামের গল্প: জিনাত আমানের জীবন ও ভালোবাসা
- যুক্তরাষ্ট্রের ডালাসে ভারতীয় প্রৌঢ় খুন: অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া বার্তা ট্রাম্পের
- “অপরাধী যে বাহিনীরই হোক, বিচারের আওতায় আনতে হবে”
- ১৭ সেপ্টেম্বর লেনদেনে উত্থান যে ১০ টি শেয়ারে