কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৮:১১:০৩
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, “জাতীয় নির্বাচনের বহু আগে থেকেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের চেষ্টা ব্যর্থ হবে।” তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

পিআর পদ্ধতি ও ষড়যন্ত্রের অভিযোগডা. জাহিদ হোসেন বলেন, “পিআর পদ্ধতি বেআইনি দাবি। সংবিধান ইচ্ছা করলে তা বাতিল করা যেতে পারে, তবে জনগণের আকাঙ্ক্ষা ও গণমানুষের ইচ্ছাকে অগ্রাহ্য করা উচিত নয়।”

তিনি অভিযোগ করেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “পতিত স্বৈরাচার পেছনের মাধ্যমে জনগণের অধিকার হরণ করার চেষ্টা চালাচ্ছে।”


শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই: কাদের সিদ্দিকী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৪:৩৪:১৪
শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই: কাদের সিদ্দিকী
ছবি: সংগৃহীত

কাদের সিদ্দিকী বলেছেন যে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছেন না। ২৬ বছর আগে তিনি আওয়ামী লীগ ছেড়ে নিজের দল প্রতিষ্ঠা করেন এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে তার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তবে তিনি শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জনগণকে ভালোবাসেন ও সম্মান করেন।

রোববার দুপুরে টাঙ্গাইল শহরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। গত রাতে তার বাসভবনের জানালা ও গাড়ি ভাঙচুর করা হয়। এ বিষয়ে তিনি বলেন, "ধানমন্ডি ৩২-এর মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তাহলে আমি আমার বাসা ভাঙার সমর্থন করছি।" তিনি এই ঘটনার জন্য কোনো দলের নেতাকর্মীকে দোষারোপ করেননি, তবে জানিয়েছেন যে এ ঘটনায় মামলা করা হবে।

এদিকে, বাসাইল উপজেলায় কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম এই আদেশ জারি করেন, যা রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বলবৎ ছিল। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) তানবীর আহাম্মেদ জানান, কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুরের ঘটনা তদন্ত করা হচ্ছে এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।


ড. ইউনূস সরকারের পদত্যাগের দাবি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৪:০৪:০৫
ড. ইউনূস সরকারের পদত্যাগের দাবি
ছবিঃ সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে সরকারের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকায় জোটের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী।

নেতারা বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর থেকে সরকারি নীতি ও সিদ্ধান্তগুলো জনগণের প্রত্যাশার পরিপন্থীভাবে পরিচালিত হয়েছে। এর ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে পড়েছে। তারা বিশেষভাবে উল্লেখ করেন, সরকারের কর্মকাণ্ডের মধ্যে সেন্টমার্টিন ও পার্বত্য চট্টগ্রামে মানবিক করিডর খোলার প্রক্রিয়া এবং মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত বিভিন্ন কৌশলগত প্রকল্প বিদেশি ইজারাদারদের হাতে তুলে দেওয়ার ঘটনা জাতীয় স্বার্থবিরোধী।

গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা আরও অভিযোগ করেন, যুগপৎ আন্দোলনের মাধ্যমে যে জাতীয় ঐক্য রাজপথে গড়ে উঠেছিল, সেটি ভাঙতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে ভিন্নমত দমনে গুপ্তঘাতক বাহিনী নামিয়ে দেওয়া হয়েছে। তাদের মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

তারা ২০২৫ সালের ৫ সেপ্টেম্বরের ঘটনাকে দেশের ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেন এবং প্রশ্ন তোলেন- “সরকার চালায় আসলে কে?” এ প্রশ্নের মধ্য দিয়ে তারা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেন।

-রাফসান


৩৩ বছর পর জাকসু নির্বাচন, জানুন ইশতেহারের আটটি অঙ্গীকার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১২:১৫:৩২
৩৩ বছর পর জাকসু নির্বাচন, জানুন ইশতেহারের আটটি অঙ্গীকার
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫। এ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাদি-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ শনিবার (৬ সেপ্টেম্বর) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ স্মৃতিস্তম্ভের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলভুক্ত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে ইশতেহার উন্মোচন করেন। তারা বলেন, আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচন কেবল নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নয়, বরং শিক্ষার্থীদের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক মুহূর্ত।

দীর্ঘ প্রতীক্ষার নির্বাচনী প্রত্যাশা

প্রার্থীরা জানান, ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা প্রতিশ্রুতি দেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ন্যায্য দাবি বাস্তবায়ন এবং শিক্ষাঙ্গনকে গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপান্তরিত করাই হবে তাদের মূল লক্ষ্য।

ইশতেহারের আটটি অঙ্গীকার

প্রকাশিত ইশতেহারে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষাঙ্গনের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার জন্য আটটি মূল অঙ্গীকার ঘোষণা করা হয়:

  • আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা: আধুনিক পাঠ্যক্রম, আন্তর্জাতিক জার্নাল অ্যাক্সেস, এবং একাডেমিক সহযোগিতা বাড়ানো হবে।
  • শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস: সহিংসতা ও দমনমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা নিরাপদে মত প্রকাশ করতে পারবেন।
  • পরিকল্পিত আবাসন ও মানসম্পন্ন খাবার: হলের আবাসন সংকট নিরসন ও ক্যাম্পাসে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা হবে।
  • নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ: যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা, সিসিটিভি, নিরাপত্তা টহল এবং হেল্পলাইন চালু করা হবে।
  • স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ: বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং জরুরি সেবা সহজলভ্য করা হবে।
  • সমন্বিত পরিবহন ব্যবস্থা: শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাস, সাশ্রয়ী ভাড়া এবং রুট সম্প্রসারণ করা হবে।
  • ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার: শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতার বিকাশে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব ও কর্মশালা আয়োজন করা হবে।
  • পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ: ক্যাম্পাসে সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

প্রার্থীরা বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়িত হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও একটি আধুনিক ও শিক্ষার্থী-কল্যাণমুখী শিক্ষাঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। তারা জোর দিয়ে বলেন, এ নির্বাচন শিক্ষার্থীদের হাতে তাদের নিজস্ব ভবিষ্যৎ নির্মাণের সুযোগ এনে দিয়েছে।

শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর এ ধরনের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করেছে। তাদের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধিরা প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেবেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সামাজিক পরিবেশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


বৈশ্বিক পরিসরে এনসিপির নতুন সাংগঠনিক উদ্যোগ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১১:১০:১৮
বৈশ্বিক পরিসরে এনসিপির নতুন সাংগঠনিক উদ্যোগ
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সেল গঠন করেছে। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনের মাধ্যমে এ নতুন কাঠামো কার্যকর হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, আর সহ-সম্পাদকের দায়িত্বে নিয়োজিত হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ। দলের আন্তর্জাতিক কার্যক্রমকে গতিশীল করতে আরও কয়েকজনকে সদস্য করা হয়েছে। তারা হলেন আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন এবং মাহবুব আলম।

দলীয় সূত্র জানায়, আন্তর্জাতিক সেল গঠনের মাধ্যমে এনসিপি তাদের বৈশ্বিক যোগাযোগ ও সাংগঠনিক পরিধি সম্প্রসারণ করতে চায়। বিশেষত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দলের অবস্থান সুদৃঢ় করাই এই কাঠামোর অন্যতম লক্ষ্য।

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আহ্বায়ক ও সদস্যসচিব আশা প্রকাশ করেছেন যে, এ আন্তর্জাতিক সেল এনসিপির রাজনৈতিক কর্মসূচি ও মতাদর্শ বিশ্বব্যাপী তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।

-রফিক


তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানিকগঞ্জের নির্বাচনী মাঠে  জিন্নাহ কবির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১১:০৪:৩৭
তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানিকগঞ্জের নির্বাচনী মাঠে  জিন্নাহ কবির
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এস.এ জিন্নাহ কবির। তিনি মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় নিয়মিত প্রচার চালাচ্ছেন।

এস.এ জিন্নাহ কবির গ্রাম-গঞ্জ, হাট-বাজার এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন মতবিনিময় সভায় অংশ নিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফার মূল বার্তা জনগণের সামনে তুলে ধরছেন। এসব দফায় কৃষক, শ্রমিক ও গ্রামীণ খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের অঙ্গীকার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তিনি লিফলেট বিতরণসহ প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ পরিচালনা করছেন এবং সাধারণ মানুষের কাছে বিএনপির সংস্কারমুখী কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করছেন।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি দৌলতপুর উপজেলার বাজার, বাসস্ট্যান্ড এবং নিলুয়া বাজার এলাকায় সরাসরি গণসংযোগে অংশ নেন। এ সময় স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফার মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা দূর করতে চায় এবং দেশকে একটি জনবান্ধব শাসনব্যবস্থা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ গণসংযোগ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফেরদৌস রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, উপজেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক মো. আইয়ুব আলী রেজা, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান পিন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, আখতারুজ্জামান আক্তার ও মামিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, আমীর হামজা পিন্টু, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, বিএনপি নেতা মো. আমজাদ হোসেন মেম্বার, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মাওলানা ইউসুফ আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ধামশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, খলসী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. পিন্টু প্রধান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহ্বায়ক জুয়েল আহমেদ চাঁদ, কামিল মাদ্রাসার ছাত্রদল সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসানসহ আরও অনেকে।

গণসংযোগে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই দলের লক্ষ্য।

-শরিফুল


ফ্যাসিবাদ রুখতে চাই ইতিবাচক রাজনীতি: সালাহউদ্দিন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১১:০০:০৬
ফ্যাসিবাদ রুখতে চাই ইতিবাচক রাজনীতি: সালাহউদ্দিন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে হলে দেশে ভালো রাজনীতির চর্চা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। শনিবার রাজধানীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি সবসময় রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার পক্ষপাতী। জনগণের সঙ্গে সম্পৃক্ত ও জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন করাই দলের অন্যতম লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সাধারণ মানুষের ভোগান্তি না বাড়িয়ে বরং জনসচেতনতা সৃষ্টি এবং অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির উদ্দেশ্যে খাল-নর্দমা পরিষ্কার কর্মসূচি এবং খেলাধুলার মতো আয়োজন করছে বিএনপি।

বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেজন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। জবরদস্তি, দমনপীড়ন বা একচেটিয়া মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। কেবল আইন বা সংবিধান সংশোধন করলেই কার্যকর সংস্কার সম্ভব নয়। এজন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন, পারস্পরিক সহনশীলতা এবং রাজনৈতিক সৌহার্দ্য।

তিনি আরও যোগ করেন, দেশে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চাইলে রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান এবং সৌহার্দ্যমূলক পরিবেশ বজায় রাখা অপরিহার্য। এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি কেবল দলগুলোর মধ্যেই নয়, সামগ্রিক সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।

-রাফসান


যে সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ পারেনি, ছাত্রদল দেখাচ্ছে: সারজিস আলম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৬ ১০:৩৪:৫৩
যে সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ পারেনি, ছাত্রদল দেখাচ্ছে: সারজিস আলম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা তাদের নাম-ঠিকানাসহ তালিকা ঝুলিয়ে দেওয়া হবে। তিনি বলেন, সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কারও পরিচয় গোপন রাখা হবে না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভাটি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে আয়োজন করা হয়।

সারজিস আলম বলেন, পঞ্চগড় জেলা ছাত্রদল এখন স্কুলগুলোতে কমিটি দেওয়া শুরু করেছে। শেখ হাসিনা ও ছাত্রলীগ যে সাহস দেখাতে পারেনি, ছাত্রদল আজ সেই সাহস দেখাচ্ছে। তিনি কঠোর ভাষায় বলেন, “বাংলাদেশের কোনো স্কুল-কলেজে ছাত্ররাজনীতির নামে লেজুরবৃত্তি রাজনীতি চলবে না।” তার অভিযোগ, আহ্বায়ক কমিটির নামে বিএনপি আওয়ামী লীগের পদক্ষেপ নকল করে অযোগ্য ব্যক্তিদের দিয়ে সভাপতি বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে।

তিনি আরও উল্লেখ করেন, এনসিপি চায় শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির কলুষমুক্ত থাকুক। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার পরিবেশ নষ্ট করে কোনো দলকে নিজেদের স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না। জনগণের আস্থা ফিরিয়ে আনতে দুর্নীতি ও অপরাধ দমনের পাশাপাশি রাজনৈতিক সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটাতে হবে।

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ পঞ্চগড় জেলা এনসিপি ও জাতীয় যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় সংস্কার, জবাবদিহিতা এবং নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

-রাফসান


বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, সব বিএনপির সময়ে: শামা ওবায়েদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৬ ০৯:৫৯:০৬
বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, সব বিএনপির সময়ে: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জনগণের জন্য বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, তার সবকিছু বিএনপির সময়েই হয়েছে। তিনি বলেন, “আমরা প্রতিজ্ঞা করতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম-খুন হবে না। কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না। আর কোনো নারী ধর্ষিত হবে না।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়ক মোড়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, এই দেশে একটি স্বচ্ছ সংসদ চান তারা, যার সদস্যরা জনগণের জন্য কাজ করবেন, কোনো বিদেশি শক্তির হয়ে নয়। তিনি বলেন, “ষড়যন্ত্র এখনো চলছে, যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। ষড়যন্ত্র চলমান আছে, বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য। তাই আমাদের সকলকে সাবধান থাকতে হবে।”

প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই দিনে যারা শহীদ জিয়াউর রহমানকে দেখেননি বা বেগম খালেদা জিয়াকে চেনেন না, তাদের বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। এই প্রকৃত ইতিহাস গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে, তাই নতুন প্রজন্মকে তা জানাতে হবে। তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী না, এই দিনটি হচ্ছে বাংলাদেশের নবজাগরণ ও নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দিন।”

শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়ে শুরু করেছিলেন, এখন তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। তিনি বলেন, যদি বিএনপি জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে, তাহলে প্রথম ১৮ মাসে ১ কোটি যুবককে চাকরি দিবে। শিক্ষা, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো সব সুবিধা যাতে বাংলাদেশের জনগণ সমানভাবে পায়, সেই উদ্যোগের কথা ৩১ দফায় বলা আছে।


উচ্চকক্ষ নিয়ে সরকারের অনুরোধ উপেক্ষা, বিএনপি তার সিদ্ধান্তে অটল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৬ ০৯:৪৮:০৩
উচ্চকক্ষ নিয়ে সরকারের অনুরোধ উপেক্ষা, বিএনপি তার সিদ্ধান্তে অটল
ফাইল ছবি: প্রথম আলো

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা ‘পিআর পদ্ধতি’-তে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি মেনে নিতে অন্তর্বর্তী সরকার বিএনপিকে অনুরোধ করেছিল, কিন্তু বিএনপি তা প্রত্যাখ্যান করেছে। সরকার ও বিএনপির একাধিক সূত্র থেকে জানা যায়, গত ৩১ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠকে সরকারের একজন উপদেষ্টা এই অনুরোধ জানান।

উচ্চকক্ষ গঠন নিয়ে মতভিন্নতা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে ঐকমত্য হলেও, উচ্চকক্ষের নির্বাচন বা গঠনপদ্ধতি নিয়ে তীব্র মতভিন্নতা রয়েছে। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হলো, উচ্চকক্ষ বা সিনেট হবে ১০০ সদস্যের, যারা নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচিত হবেন।

তবে বিএনপি ও এনডিএম এই পদ্ধতির সঙ্গে একমত নয়। তারা চায়, নিম্নকক্ষে একটি দল যত আসন পাবে, তার ভিত্তিতে উচ্চকক্ষে আসন বণ্টন করা হোক। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিএনপির এই চাওয়া অনুযায়ী উচ্চকক্ষ গঠন করা হলে তা হবে নিম্নকক্ষেরই প্রতিচ্ছবি এবং এটি অনর্থক হবে। আইনসভায় ভারসাম্য আনা এবং একক দলের ক্ষমতা কমানোর জন্যই উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে।

লন্ডন বৈঠক ও বিএনপির শক্ত অবস্থান

সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, গত জুন মাসে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর থেকে সরকার সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিচ্ছে। এর ফলে জামায়াতে ইসলামী ও এনসিপির মনে সন্দেহ তৈরি হয়েছে যে সরকারের সঙ্গে বিএনপির কোনো বিশেষ সমঝোতা হয়েছে।

সনদ বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। জামায়াত ও এনসিপি চায়, জাতীয় নির্বাচনের আগেই গণভোট বা রাষ্ট্রপতির নির্দেশে জুলাই সনদ বাস্তবায়িত হোক। অন্যদিকে, বিএনপি মনে করে সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী সংসদ ছাড়া বাস্তবায়নের কোনো বৈধ পথ নেই। তারা আগামী সংসদ গঠিত হওয়ার দুই বছরের মধ্যে এসব প্রস্তাব বাস্তবায়নের পক্ষে। এই মতভিন্নতার কারণে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা বাড়ছে এবং নির্বাচন নিয়েও সংশয় সৃষ্টি হচ্ছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সামগ্রিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তারা সুপারিশ দেবেন। তারা আশা করছেন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে একটি পথ-পদ্ধতি পাওয়া যাবে। তিনি আরও বলেন, উচ্চকক্ষ গঠনের পদ্ধতি ও ক্ষমতা নিয়ে কমিশনের সিদ্ধান্ত খুবই ভালো, কারণ এতে সংসদে ভারসাম্য থাকবে।

পাঠকের মতামত: