অন্তর্বর্তী সরকারের সময় শেষ, ‘এক্সিট পলিসি’ চান দেবপ্রিয়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ০৯:২৮:০৭
অন্তর্বর্তী সরকারের সময় শেষ, ‘এক্সিট পলিসি’ চান দেবপ্রিয়
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ‘প্রস্থান পরিকল্পনা’ চায় সিপিডি: দ্রুত নির্বাচনের আহ্বান

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময় শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এখন সরকারের উচিত ‘এক্সিট পলিসি’ বা দায়িত্ব হস্তান্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা। বর্তমান সরকারের সময়কালে গৃহীত সিদ্ধান্তগুলো আগামী সরকারের কাছে কতটা গ্রহণযোগ্য হবে—তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেও তিনি সতর্ক করেন।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশানে ‘ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ’ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও এ সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যত দিন এই সরকার ক্ষমতায় থাকবে, রাজনৈতিক সংকট ততই ঘনীভূত হবে।

সেমিনারে অংশ নিয়ে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সরকার নির্বাচন পেছাতে সংস্কারের অজুহাত দিচ্ছে। পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিষয়ে তিনি বলেন, এটি একটি ভালো ব্যবস্থা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো সময়োপযোগী নয়।

ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ সেমিনারে অন্তর্বর্তী সরকারের সময়কাল, সাফল্য ও ব্যর্থতা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে। এতে দেখা যায়, বিশ্বের ২৬টি দেশের মধ্যে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা অনুসরণকারী ১৬টি দেশ খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করেছে। এতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন হয়।

প্রতিবেদন উপস্থাপন শেষে আলোচনায় উঠে আসে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় দেওয়া হয়েছে। এরপরও তারা কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে ব্যর্থ। বরং সময়ক্ষেপণ করে সংকট আরও গভীর করেছে।

বক্তারা জানান, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এখনো সাধারণ জনগণের কাছে অপরিচিত। এই পদ্ধতির পক্ষে জামায়াতে ইসলামি ও এনসিপি অবস্থান নিলেও বিএনপি সরাসরি নির্বাচনের প্রচলিত ব্যবস্থার পক্ষে আছে।

আলোচকরা মনে করেন, নির্বাচন, সংস্কার ও বিচার—এই তিনটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। এই ভিন্নমতই সংকটের সমাধান বিলম্বিত করছে।

সবশেষে আলোচকরা মত দেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম করুক। দেশের রাজনৈতিক স্থিতি এবং অর্থনীতির স্বার্থেই এটি জরুরি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ