"ডিসেম্বরে ভোট হলে অংশ নিতে পারেন খালেদা জিয়া: মিন্টু"

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১৮:২৪:১১
"ডিসেম্বরে ভোট হলে অংশ নিতে পারেন খালেদা জিয়া: মিন্টু"
খালেদা জিয়া

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতি বিচার করলে নির্বাচন জানুয়ারিতেই হয়ে যেতে পারে। যদিও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেছেন।

বুধবার (৩০ জুলাই) ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, “ফেনীতে নির্বাচন নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। অতীতে এখানে কী ঘটেছে, সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ইনশাআল্লাহ জয়ী হবে।”

যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় আশা করি খালেদা জিয়া নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই।’

মিন্টু জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি সেই ভিত্তিতেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে। তবে কেয়ারটেকার সরকার সংক্রান্ত মামলার রায় অনুযায়ী জানুয়ারিতেও নির্বাচন হওয়ার সুযোগ রয়েছে।”

তিনি আরও বলেন, “যদি কেয়ারটেকার সরকার আবার চালু হয়, তাহলে বর্তমান এই অন্তর্বর্তী সরকারই তা হিসেবে বিবেচিত হবে। সে ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে।”

আন্দোলন প্রসঙ্গে মিন্টু বলেন, “গত ১৯ বছর ধরে বিএনপি নানা দমন-পীড়ন, নির্যাতন, মামলা-হামলা সহ্য করেও নির্বাচন দাবি করে আসছে। কেউ যদি বলেন আমরা হঠাৎ করে নির্বাচনে যেতে চাচ্ছি, সেটা সত্য নয়। আমরা ২০০৬ সাল থেকেই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছি।”

তিনি দাবি করেন, ২০০৮ সালের নির্বাচন সুষ্ঠু হয়নি এবং তারপর থেকে দেশে কোনো নির্বাচিত সরকার নেই। তার মতে, জনগণের কাছে দায়বদ্ধ কোনো সরকার না থাকলে উন্নয়ন হয় না এবং মানুষের জীবনমানও উন্নত হয় না। তাই নিরপেক্ষ নির্বাচন ছাড়া কার্যকর সরকার প্রতিষ্ঠা সম্ভব নয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ