নারায়ণগঞ্জে দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত বিএনপি নেতা পলাতক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১৬:৩৮:৩৫
নারায়ণগঞ্জে দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত বিএনপি নেতা পলাতক
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাত্র ১০ হাজার টাকা দোকান ভাড়া চাওয়ায় এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির একটি পক্ষের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন (৫৮) ছিলেন ওই এলাকার মৃত তালেব আলীর ছেলে। তিনি সালমদী বাজারে একটি মুদির দোকান পরিচালনার পাশাপাশি আরও তিনটি দোকানের মালিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এসব দোকান বিএনপির নেতা-কর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি দোকান দীর্ঘদিন ধরে ‘বিএনপির কার্যালয়’ হিসেবে ব্যবহার হচ্ছিল এবং সেটির ভাড়া বকেয়া ছিল।

নিহতের ছেলে রাসেল জানান, আগামী ৫ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিকে সামনে রেখে মাহমুদুর রহমান সুমনপন্থি একটি গ্রুপের সদস্য তোতা মেম্বারসহ অন্যরা ওই দোকানটি ভাড়া নেন। কিন্তু ভাড়া পরিশোধ না করে সেখানে দলীয় কার্যালয় চালিয়ে আসছিলেন। বুধবার সকালে জাহাঙ্গীর বকেয়া ১০ হাজার টাকা চাইতে গেলে তোতা মেম্বার শুরুতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পরে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি জাহাঙ্গীরকে চড় মারেন।

এ সময় তোতা মেম্বারের ছেলে খোকন, ভাতিজা সাদ্দাম, রাসেল ও আলমসহ আরও কয়েকজন মিলে জাহাঙ্গীর হোসেনকে বিএনপির কার্যালয়ের ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ