লালমনিরহাটে ভয়াবহ ট্রেন সংঘর্ষ লাইনচ্যুত দুটি বগি!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৮:০৮:৪১
লালমনিরহাটে ভয়াবহ ট্রেন সংঘর্ষ লাইনচ্যুত দুটি বগি!
দুর্ঘটনাকবলিত ট্রেন। ছবি:সমকাল

লালমনিরহাটে দুই যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আন্তঃনগর লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হলেও কোনো যাত্রী হতাহত হয়নি। দুর্ঘটনায় রেললাইন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে বিডিআর গেট সংলগ্ন ওয়াশ ফিড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও রেলওয়ে বিভাগ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে দিয়ে পরিষ্কারের জন্য ওয়াশ ফিড এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে পার্বতীপুরগামী ৬৬ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি সিগন্যাল অতিক্রম করে স্টেশনের দিকে অগ্রসর হচ্ছিল। তখনই ওই ট্রেনের ইঞ্জিন ওয়াশ ফিড এলাকায় থাকা লালমনি এক্সপ্রেসের পেছনের দিকের বগিতে ধাক্কা দেয়।

এই ধাক্কার ফলে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে ওই সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না, ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে কিছু সময় লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ ছিল, তবে পরে তা স্বাভাবিক হয়।

ঘটনার পর লালমনিরহাট সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।

রেলওয়ের ডিএনই (লোকোমোটিভ) তাজিন হাসান জানান, দুর্ঘটনার পর রেক ও রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানিয়েছেন, ঘটনার কারণ জানতে বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আবদুল্লা আল মামুনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ