দ্রুত নির্বাচন না হলে দেশ পিছিয়ে পড়বে: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৬:৩৯:৩৭
দ্রুত নির্বাচন না হলে দেশ পিছিয়ে পড়বে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোনো সরকার হতে পারে না।” তিনি দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে।”

সোমবার (৭ জুলাই) সিলেটে একটি দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। তিনি বলেন, “দ্রুত নির্বাচন না দিলে দেশে বিনিয়োগ আসবে না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না, বিচারব্যবস্থা ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।”

১৫ বছরের বেশি সময় ধরে সিলেটে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন উল্লেখ করে ফখরুল বলেন, “মিথ্যা মামলায় অনেককে বন্দি করা হয়েছে। ২০২৪ সালে আমাদের ভাই, আমাদের ছেলেকে গুলি করে হত্যা করেছে এই সরকার। আমরা যারা জীবন দিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে সিলেটে এসেছি।”

তিনি বলেন, “হঠাৎ করে শেখ হাসিনা পালায়নি, এটি বহুদিনের আন্দোলন, ত্যাগ আর রক্তের ফল। কিন্তু আমাদের লড়াই এখন গণতন্ত্রের জন্য—একটি এমন রাষ্ট্র গঠনের জন্য যেখানে মানুষ ভোট দিতে পারবে, কথা বলবে, তরুণরা কাজ পাবে, নারীরা নিরাপত্তা পাবে এবং সকলের চিকিৎসা নিশ্চিত হবে।”

বিএনপির ইতিহাস স্মরণ করে ফখরুল বলেন, “আমরা সেই দলের প্রতিনিধি, যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিপরীতে, শেখ মুজিব একদলীয় শাসন চালু করে চারটি ছাড়া সব মিডিয়া বন্ধ করে দিয়েছিলেন। জিয়া জনগণের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়ে নতুন বাংলাদেশ গড়েছিলেন।”

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, মির্জা আব্বাস এবং কেন্দ্রীয় নেতা নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ