আমাদের সকল প্রত্যাশা পূরণ হয়নি: নাহিদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১৮:৪১:২২
আমাদের সকল প্রত্যাশা পূরণ হয়নি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি নীলফামারী ও সৈয়দপুরে অনুষ্ঠিত পথসভায় বলেন, দেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানের পরেও আমাদের সকল প্রত্যাশা পূরণ হয়নি। তিনি সতর্ক করে জানান, পুরোনো ব্যবস্থাপনা, সিস্টেম ও কালচার ফের ফিরে আসার প্রচেষ্টা এখনও চলছে, যা প্রতিরোধ করতে হলে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। শহীদ রুবেল ও সাজ্জাদের কবর জিয়ারত শেষে নাহিদ বলেন, এই শহীদরা একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও গনতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যেখানে মানুষের মৌলিক অধিকার যেমন শিক্ষা, কর্মসংস্থান, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা ও দুর্নীতিমুক্ত সরকার থাকবে।

তিনি আরও বলেন, বর্তমান সংবিধান আওয়ামী লীগের একটি স্বার্থান্বেষী দলীয় নীতিমালা হিসেবে গড়ে উঠেছে, যা জনগণের মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাই একটি মৌলিক সংস্কারের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন জরুরি, যা জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করবে। নাহিদ শহীদ রুবেলসহ ছোট ছোট বাচ্চাদের আত্মত্যাগকে অবিস্মরণীয় উল্লেখ করে বলেন, যারা পুলিশের গুলির মুখে থেকে স্বৈরাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি সৎ, বৈষম্যহীন এবং স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে বাধ্য।

সদস্য ও নেতৃবৃন্দ বলেন, শুধু সরকার পরিবর্তনেই থামতে হবে না; ফ্যাসিস্ট শাসনের সব উপায় বন্ধ করে দিতে হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “বর্তমান সংবিধানকে ‘আওয়ামী বিধান’ বলা উচিত,” এবং ভোটের পূর্বে প্রশাসনিক সংস্কার ও নতুন সংবিধানের বিকল্প নেই।

এনসিপি নেতারা পথসভা থেকে দেশের গঠনমূলক সংস্কার, বিচারের নিশ্চয়তা ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আহ্বান জানিয়েছেন। আগামী দিনে পদযাত্রা ও গণসংগঠনের মাধ্যমে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলে ঘোষণা করেন।

নীলফামারীর জেলা আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা সারজিস আলম, আবু সাইদ লিওনসহ উপস্থিত ছিলেন।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ