তুচ্ছ ঘটনায় শিশু শিক্ষার্থীর নাক ফাটালেন সহকারি শিক্ষক! 

এম এস রহমান
এম এস রহমান
স্টাফ রিপোর্টার, পাবনা
রাজশাহী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ২৩:১১:৩৮
তুচ্ছ ঘটনায় শিশু শিক্ষার্থীর নাক ফাটালেন সহকারি শিক্ষক! 

পাবনার চাটমোহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সহকারী শিক্ষকের চড়ের আঘাতে দ্বিতীয় শ্রেণির ছাত্র সোয়াদ হোসেনের নাক ফেটে রক্তাক্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইয়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান ওরফে জিয়া হাফিজ ঘটনার পরপরই গা ঢাকা দেন। আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন শিক্ষক হাফিজুরের অনুমতি নিয়ে সোয়াদ বাইরে যায়। ফিরতে কিছুটা দেরি হলে শ্রেণিকক্ষে ঢোকার সময় শিক্ষক তার গালে চড় মারেন, যা সরাসরি নাকে লেগে রক্তাক্ত জখম হয় শিশুটির। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান, কিন্তু রক্ত বন্ধ না হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়।

শিশুটির বাবা মুকুল হোসেন বলেন,

“শিক্ষক যদি লেখাপড়ার স্বার্থে শাসন করতো, কিছু বলার ছিল না। কিন্তু এমন নির্মমভাবে মারধর করবে, রক্ত ঝরাবে—একজন বাবা হিসেবে এটা মেনে নিতে পারছি না। আমি সঠিক বিচার চাই।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান,

“ঘটনার সময় আমি অফিসে ছিলাম। পরে শিশুটির বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। অভিযুক্ত শিক্ষক মৌখিক ছুটি নিয়ে চলে গেছে।”

অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,

“একাধিকবার ক্লাস থেকে বাইরে যাচ্ছিল। পরে রাগের মাথায় চড় মারতে গিয়ে নাকে লেগে গেছে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং আমি দুঃখ প্রকাশ করছি।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

চাটমোহর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ