জামায়াত ক্ষমতায় এলে গণমাধ্যম পাবে মুক্তি: জামায়াতে ইসলামী

১৫ জুন দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৬ জুনকে ‘সংবাদপত্রের কালো দিবস’ হিসেবে আখ্যায়িত করে দেশের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার উপর রাষ্ট্রীয় হস্তক্ষেপের ইতিহাস তুলে ধরেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি তৎকালীন সরকার ‘বাকশাল’ গঠন করে দেশে একদলীয় শাসন চালু করেছিল, যা ছিল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি আঘাত। এরই ধারাবাহিকতায়, ওই বছরের ১৬ জুন সরকার শুধুমাত্র চারটি পত্রিকা দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, ইত্তেফাক ও অবজারভার রাখলেও বাকি সব পত্রিকা বন্ধ করে দেয়। এতে একদিকে মতপ্রকাশের স্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ন হয়, অপরদিকে হাজারো সাংবাদিক, কর্মচারী ও কলা-কৌশলী বেকার হয়ে চরম মানবিক সংকটে পড়েন।
পরওয়ার অভিযোগ করেন, একই ধারা অব্যাহত রেখেছে বর্তমান সরকারও। তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার উপর নিরবচ্ছিন্ন নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, দৈনিক আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, সিএসবি এবং ইসলামিক টিভির মতো একাধিক সংবাদমাধ্যম অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে হাজারো সাংবাদিক ও কর্মী চরম দুর্দশায় পড়েছেন।
তিনি আরও বলেন, ২০১৮ সালে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন ছিল সরকারের দমননীতির অংশ। তিনি এই আইনগুলোকে "নিবর্তনমূলক কালাকানুন" আখ্যা দিয়ে বলেন, এগুলোর মাধ্যমে সাংবাদিক ও মুক্তচিন্তার মানুষদের হয়রানি ও কারাবন্দি করা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।
অধ্যাপক পরওয়ার দাবি করেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য করেও বর্তমান সরকার তাকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যদিও সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকার ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’-এর কিছু ধারা সংশোধন ও বাতিল করেছে এবং কিছু নিষিদ্ধ গণমাধ্যম পুনরায় চালুর অনুমতি দিয়েছে, তা যথেষ্ট নয় বলে তিনি মত দেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে যদি জনগণ জামায়াতে ইসলামীর উপর আস্থা রেখে সরকার গঠনের সুযোগ দেয়, তবে দলটি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, সংবাদপত্রের বিকাশ ও সাংবাদিকদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
-অনন্যা, নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ থেকে একসঙ্গে ৮ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের আটজন নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলনে তারা নিজেদের পদত্যাগের কথা প্রকাশ করেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনোজ মৌলিক ও কাজী মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড শ্রম বিষয়ক সম্পাদক আক্কাস চোকদার এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মনোজ মৌলিক জানান, তারা স্বেচ্ছায় আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করছেন। তিনি বলেন, “আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক দল বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না। আমাদের পদত্যাগপত্র উপজেলা আওয়ামী লীগ অফিসে পাঠিয়ে দেওয়া হবে।”
এ বিষয়ে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন বলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ ঘোষণা দিলেই তা আনুষ্ঠানিক পদত্যাগ হিসেবে গণ্য হয় না। নিয়ম অনুযায়ী, ওয়ার্ড কমিটির নেতাদের ইউনিয়ন কমিটির কাছে এবং ইউনিয়ন কমিটির নেতাদের উপজেলা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। তিনি আরও দাবি করেন, যারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন তারা মূলত আওয়ামী লীগের সময় বিভিন্ন সুযোগ-সুবিধা, বিশেষ করে সারের ডিলারশিপ ও ব্যবসায়িক সুবিধা নিয়েছেন। তাদের গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা ছিল না। হায়দার হোসেন মন্তব্য করেন, “এমন সুবিধাভোগী নেতা দুইশ’জন পদত্যাগ করলেও আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না।”
-রাফসান
ইছাপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে জয়ী মাহফুজ আলমের বাবা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে তিনি এই পদে জয়ী হন। এর আগে তিনি একই ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
ভোট গণনা শেষে জানা যায়, আজিজুর রহমান বাচ্চু মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মো. অলি উল্যা জয়লাভ করেন; তিনি ছাতা প্রতীকে ২৫৫ ভোট অর্জন করেন। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট নির্বাচিত হন; তিনি মাছ প্রতীকে ২৪১ ভোট পান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মোট ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন ছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ইউনিয়ন প্রতিনিধি নির্বাচনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের মুখপাত্র ও বিএলডিপির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন, এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতৃত্ব নির্বাচন হলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূলের সাথে নেতৃত্বের সম্পর্ক গভীরতর হবে।
-রফিক
আগে গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার হোসেন
জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গণসংযোগ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।
আখতার হোসেন বলেন, “আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে।”
তিনি বলেন, বাংলাদেশে একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এনসিপি এই দাবির পক্ষে জনমত তৈরি করতে মাঠে কাজ করছে। তার মতে, একটি নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাবের ফলে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে ভূমিকা রাখা জরুরি।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার যে সময়সীমা দিয়েছে, সেই সময়ে নির্বাচন হতে পারে, তবে তার আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে, তত দ্রুত নির্বাচন সম্ভব হবে।
এসময় এনসিপির মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।
/আশিক
জামায়াতের দাবি না মানলে নির্বাচন হবে না’: হামিদুর রহমান আযাদ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মন্তব্য করেছেন, তার দলের দাবি না মানলে দেশে নির্বাচন হবে না। তিনি বলেন, “নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, সেগুলো এনসিউর করেই সরকারকে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে। অন্যথায় নির্বাচন হবে না।”
বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করা জরুরি, যা এখনো অনুপস্থিত। তিনি জানান, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সিইসিকে আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে সন্ত্রাস ও অনিয়মমুক্ত করতে হলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট করতে হবে। তবে তিনি স্পষ্ট করেন, ফেব্রুয়ারি বা ডিসেম্বরে নির্বাচন হলেও জামায়াতের কোনো আপত্তি নেই, বরং এই টাইমলাইন তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল।
/আশিক
পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত নয়: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (পিআর) পদ্ধতির নির্বাচনের জন্য উপযুক্ত নয়। তিনি বলেন, “জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতি উপযুক্ত নয়।”
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, পিআর পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে, জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দল বা ব্যক্তির জনগণের মুখোমুখি হয়ে আস্থা অর্জন করা জরুরি।
তিনি বলেন, পিআর পদ্ধতি এবং আরও দু-একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকা গণতন্ত্রের সৌন্দর্য। তবে যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন, তারা নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছেন। তিনি আরও বলেন, যদি গণতন্ত্রের উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করা হয়, তাহলে ‘পতিত পরাজিত পলাতক স্বৈরাচার’ পুনর্বাসনের পথ সুগম করা হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। তবে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য এবং নিত্যনতুন শর্ত জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
তিনি বলেন, জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, এই ভয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই ‘পলাতক স্বৈরাচারের’ মতো বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
তারেক রহমান বলেন, যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে এবং এই চিন্তা থেকে নানা রকম অপকৌশল ও শর্তের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করুন, জনগণের শক্তির ওপরে আস্থা এবং বিশ্বাস রাখুন।” তিনি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যকার বিরোধ এমন পর্যায়ে না নেওয়ার আহ্বান জানান, যা পরাজিত ফ্যাসিবাদকে নিজেদের অপকর্মগুলো বৈধ প্রমাণ করার সুযোগ দেবে।
তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই বাংলাদেশ কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই বাংলাদেশ আপনার, আমার, আপনাদের এবং আমাদের সবার।” তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক সব ক্ষেত্রে, দেশের আইন অনুযায়ী সমান অধিকার ভোগ করবেন এবং এটি বিএনপির নীতি।
/আশিক
একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আজকে একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা আছে, একাত্তরকে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি ১৯৭১ সালের শহীদদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের শহীদদের কথা স্মরণ করার গুরুত্ব তুলে ধরে বলেন, “তারা আমাদের একটা গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে।” তিনি আরও বলেন, “২৪’এর জুলাই-আগস্ট যেভাবে সত্য, ঠিক একইভাবে সত্য কিন্তু একাত্তরের নয় মাসের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা।”
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা ১৫ মিনিটে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হলে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা উলুধ্বনি এবং ঢাক-ঢোল বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।
মির্জা ফখরুল উগ্রবাদের বিরুদ্ধে সতর্ক করে বলেন, “এই উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। তাহলে আমাদের বাংলাদেশের যে আত্মা সেই অস্তিত্ব রক্ষা পাবে না।” তিনি বিভাজন ও বিভক্তির রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিগত ১৫ বছরে যারা দেশ শাসন করেছেন, তারা দেশকে লুঠ করে বিদেশে সম্পদ পাচার করেছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “আমি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম। ব্যাংককে গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম যে, এখন ব্যাংককে সবচাইতে যেগুলো অভিজাত এলাকা সেই এলাকাগুলোতে বাড়ি ভাড়ার ধুম পড়ে গেছে। সেই বাড়িগুলো ভাড়া করছেন আওয়ামী লীগের বিতাড়িত নেতারা। তারা যে গাড়ি কিনছেন সেই গাড়িগুলো কোনটাই ২ কোটি, ৩ কোটি টাকার কম নয়।”
তিনি বলেন, “আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক কাঠামো ভেঙে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ এ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রায় ৮৮ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আমাদের সম্পদ বলতে আর কিছু নেই, সব পাচার হয়ে গেছে।”
/আশিক
ক্ষুধার্ত দেশে উপদেষ্টাদের হাঁসের মাংস বিলাস কষ্ট দেয়: বিএনপি নেতা আলাল
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অনেক মানুষের ভাগ্যে দিনে দুই বেলা ভাত জোটে না, সেখানে সরকারের উপদেষ্টাদের বিলাসী জীবনযাপন এবং হাঁসের মাংস ভোজনের খবর সাধারণ মানুষের দুঃখকে আরও গভীর করে তোলে। তিনি অভিযোগ করেন, এই বৈপরীত্য আসলে দেশের শাসক শ্রেণির সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব ও বৈষম্যের একটি প্রতিচ্ছবি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আলাল এ মন্তব্য করেন। বরিশাল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি এ সভার আয়োজন করেন। সভায় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু সভাপতিত্ব করেন।
আলাল বলেন, ক্ষমতাসীনদের মধ্যে যারা অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন দাবি করছেন, তারাই আবার সবার আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। এতে তিনি প্রশ্ন তোলেন—আসলে তারা কী চান? পিআর পদ্ধতি, নাকি বর্তমান সংসদীয় ব্যবস্থার নির্বাচন? তার মতে, এই ধরনের অস্পষ্ট অবস্থান রাজনৈতিক সংস্কৃতিকে বিভ্রান্ত করছে এবং নির্বাচনী প্রক্রিয়াকে জটিল করছে।
তিনি আরও বলেন, কিছু মহল যখন দাবি করছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, তখন সেটি তাদের অপরিপক্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি তরুণ নেতাদের প্রতি আহ্বান জানান, অভিজ্ঞ এবং সৎ প্রবীণ নেতাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তাদের আচার-আচরণ ও বক্তব্যে পরিপক্বতা ও সংযম প্রদর্শন করতে হবে। কারণ গণতন্ত্রের বিকাশ কেবলমাত্র সঠিক রাজনৈতিক সংস্কৃতি এবং ভদ্র রাজনৈতিক চর্চার মাধ্যমেই সম্ভব।
আলাল এসময় দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, দেশে দায়বদ্ধ সরকার না থাকায় বিনিয়োগ কার্যত স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়িক কর্মকাণ্ড স্থবিরতার মুখে পড়েছে, বিদেশি বিনিয়োগকারীরা অনিশ্চয়তার কারণে পিছিয়ে যাচ্ছেন। এ অবস্থায় দেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সাধারণ মানুষ আরও বেশি সংকটে পড়ছে।
তিনি স্পষ্ট করে জানান, বিএনপির পক্ষ থেকে তারা চাইবেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক। তার মতে, দ্রুত নির্বাচনের মধ্য দিয়েই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং একই সঙ্গে বিনিয়োগসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
এ মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং বিএনপির কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। উত্তরে আলাল জোর দিয়ে বলেন, বিএনপি জনগণের প্রতিনিধি হিসেবে একটি দায়বদ্ধ ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য বিএনপিই একমাত্র বিকল্প শক্তি।
-রফিক
ডাকসু নির্বাচনে ভিপি পদে উমামার প্রতিদ্বন্দ্বিতা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামের একটি নতুন প্যানেল। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেলের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
প্যানেলের ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উমামা ফাতেমা। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জাহেদ আহমদ।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নূমান আহমাদ চৌধুরী। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে লড়বেন মমিনুল ইসলাম বিধান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাফিজ বাশার আলিফ। কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন সুর্মী চাকমা। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে লড়বেন অনিদ হাসান।
গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিয়াম ফেরদৌস ইমন। ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন মো. সাদিকুজ্জামান সরকার। ছাত্র পরিবহন সম্পাদক পদে লড়বেন মো. রাফিজ খান। সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানভীর সামাদ। ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসরাত জাহান নিঝুম। আর মানবাধিকার ও আইন সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন নুসরাত জাহান নিসু।
সদস্য পদে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা হলেন নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুল্লাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের তুফান, আব্দুল্লাহ আল মুবিন রিফাত, অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম রিদয়, হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মো. সজিব হোসেন এবং সাদেকুর রহমান সানি।
-রাফসান
দুদক মামলায় খালাস বিএনপি নেতা সেলিম ভূঁইয়া
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালাস পেয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেলিম ভূঁইয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তিনি জানান, দীর্ঘদিন ধরে চলমান মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
সেলিম ভূঁইয়া শুধু রাজনৈতিক অঙ্গনেই সক্রিয় ছিলেন না, তিনি বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ঢাকার দনিয়া এ কে উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হিসেবে পেশাগত জীবন কাটিয়েছেন।
২০১৯ সালের ২০ জুন দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ রমনা মডেল থানায় তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, সেলিম ভূঁইয়া দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছিলেন, তাতে তিনি এক কোটি ৯ লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়, তদন্তে তার নামে চার কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। যার মধ্যে এক কোটি ৩১ লাখ ৮৮৩ টাকার সম্পদের বৈধ উৎস তিনি দেখাতে ব্যর্থ হন। ফলে এটি জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ হিসেবে প্রমাণিত হয় বলে মামলায় অভিযোগ আনা হয়।
পরবর্তীতে মামলাটির তদন্ত শেষে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা আবদুল ওয়াদুদ। একই সঙ্গে ২০২৩ সালের ২৪ আগস্ট আদালত আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করে।
মামলার বিচার চলাকালে ১০ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। পরবর্তীতে আসামির আত্মপক্ষ সমর্থন ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানির পর আজ আদালত চূড়ান্ত রায় প্রদান করেন। এতে সব অভিযোগ থেকে খালাস পান সেলিম ভূঁইয়া।
-রাফসান
পাঠকের মতামত:
- মেঘনার বুকে ভেসে উঠল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ, স্তব্ধ পরিবার-সহকর্মীরা
- শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করল অন্তর্বর্তী সরকার
- আওয়ামী লীগ থেকে একসঙ্গে ৮ নেতার পদত্যাগ
- সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য সুখবর!
- ইছাপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে জয়ী মাহফুজ আলমের বাবা
- বিএসএফের হাতে বিজিবি সদস্য আটক
- বাউফলে এএসপির বাসায় চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেপ্তার
- রাজধানীর বাজারে সবজির আগুন, খালি হাতে ফিরছেন অনেকে
- জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলনের উদ্যোগে ইউনূস
- গাজা শহর দখলের চূড়ান্ত নির্দেশ নেতানিয়াহুর
- আগে গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার হোসেন
- বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা: বাড়ল ৫০ মিলিয়ন ডলার
- আমার ছেলেকে ভালোবাসবেন: আরিয়ানের প্রথম কাজ নিয়ে শাহরুখ
- দলের টানা হারে অস্ট্রেলিয়া সফরে টাইগার যুবাদের স্বপ্নভঙ্গ
- ‘বাংলায় কথা বলার’ কারণে বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর, শিকার ভারতীয় নাগরিক!
- জামায়াতের দাবি না মানলে নির্বাচন হবে না’: হামিদুর রহমান আযাদ
- পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত নয়: তারেক রহমান
- পাথর লুটে আমাদের কোনো কর্মীও জড়িত নয়, দুদককে ক্ষমা চাইতে হবে’: জামায়াত
- দুর্নীতির ফাঁদে ইমরান: সুপ্রিম কোর্টে জামিন পেলেন, তবুও মুক্তি মিলছে না
- একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
- আবারও খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট, পানিবন্দি ২০ হাজার
- ফেব্রুয়ারিতে নির্বাচন, এরপর কোনো পদে থাকব না: ড. মুহাম্মদ ইউনূস
- পাথর লুটে জড়িত ৫২ জনের নাম প্রকাশ:তালিকায় রাজনৈতিক দল ও প্রশাসনের নাম
- ক্ষুধার্ত দেশে উপদেষ্টাদের হাঁসের মাংস বিলাস কষ্ট দেয়: বিএনপি নেতা আলাল
- ডাকসু নির্বাচনে ভিপি পদে উমামার প্রতিদ্বন্দ্বিতা
- ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা
- বিগত সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা চুক্তির মাধ্যমে পেয়েছিল অবৈধ সুবিধা
- এবার ভিসা ছাড়াই যাবেন পাকিস্তানে
- মালয়েশিয়ায় অভিযানে ৯৪ অবৈধ অভিবাসী আটক
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান
- দুদক মামলায় খালাস বিএনপি নেতা সেলিম ভূঁইয়া
- ২১ আগস্ট পর্যন্ত শেয়ারবাজারে সাপ্তাহিক বাজার বিশ্লেষণ
- ২১ আগস্ট ২০২৫ আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ২১ আগস্ট শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ আগস্ট শেয়ারবাজারে শীর্ষ দশ গেইনার
- অর্ধেক ঋণই ঝুঁকিপূর্ণ: বাংলাদেশের ব্যাংক খাতের নতুন রিপোর্টে ভয়াবহ চিত্র
- শেয়ারবাজারে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের সর্বশেষ দর-বদলের চিত্র
- পিআর পদ্ধতি ভয়ংকর, ইসরায়েলের গাজা যুদ্ধ এর ফল: ড. বদিউল আলম মজুমদার
- মব হামলা ইতিহাসের ওপর আক্রমণ: আইনজীবী সারা হোসেন
- রহিমা ফুডসের শেয়ার মালিকানা বদল
- আধুনিক দাম্পত্যের জটিলতাকে মজাদার ভঙ্গিতে উপস্থাপন: ‘স্প্লিটসভিল’
- শেয়ারবাজারে আলোচনায় এনসিসি ব্যাংক
- গ্যাস পাম্পে বিস্ফোরণ: নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড
- রূপালী ব্যাংকের ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ
- নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি: টিসিবির লাইনে এখন মধ্যবিত্ত ও শিক্ষার্থীরা
- আক্রাসিয়া ইফেক্ট: কেন আমরা পরিকল্পনা করেও কাজ করি না
- জীবনে সফল হতে শিখুন কৃতজ্ঞতা: ৭টি পরিস্থিতিতে বলুন “ধন্যবাদ”
- ২১ বছর পর: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত রায় আজ
- ডাকসু নির্বাচন ২০২৫: আটটি প্যানেলের জমজমাট লড়াই শুরু
- বঙ্গোপসাগরের কাছে দেড় টন পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইল পরীক্ষা করল ভারত
- শেখ মুজিব: দেবতা, ভিলেন নাকি রাজনৈতিক ট্রাজেডির নায়ক?
- ৮১ বছরে বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের আপোষহীন কণ্ঠস্বর ও রাজনৈতিক উত্তরাধিকার
- ইরাকে আলেমের চমক: কোরআনের আয়াতেই মুহূর্তে সুস্থ হচ্ছেন রোগীরা
- শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা
- ফেসবুক পোস্টে রনির বিরুদ্ধে জুলকারনাইন সায়েরের ক্ষোভ
- একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ হলো,যেভাবে দেখবেন
- দুই বাংলায় সাড়া ফেলতে আসছে চঞ্চল চৌধুরীর নতুন চমক
- ১৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- বক্স অফিস রিপোর্ট: ‘কুলি’র বাজিমাত, পিছিয়ে ‘ওয়ার ২’, আর ‘ধূমকেতু’র রেকর্ড
- গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে (জিসিএ) এর বার্ষিক পিকনিক প্রাণের মিলনমেলা অনুষ্ঠিত
- আল্লাহ আমাকে পাকিস্তানের অভিভাবক বানিয়েছেন,প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা নেই: মুনির
- গুজবের পর্দা ফাঁস: তারকাদের টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে পোস্ট? জানা গেল আসল সত্য
- আলবার্ট আইনস্টাইনের শেষ মুহূর্ত: এক ছবিতে ধরা পড়ল এক যুগের অবসান
- আখেরি চাহার শোম্বা: সফর মাসের শেষ বুধবারের ইতিহাস ও তাৎপর্য
- দেশের স্বর্ণের বাজার স্থিতিশীল, জানুন ভরি প্রতি দাম