আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১০ ০৯:০১:২১
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি সংস্কার ও মেরামত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আজ জামালপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ভিআইপি ফিডারে এই কাজ পরিচালিত হবে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে শহরজুড়ে মাইকিং করে এই তথ্যটি সাধারণ মানুষকে অবহিত করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের ঘোষণা অনুযায়ী, শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৫টা পর্যন্ত এই বিশেষ ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে গ্রাহকদের সাময়িক যে সমস্যার সম্মুখীন হতে হবে, তার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আগেভাগেই আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। মূলত সঞ্চালন লাইনের স্থায়িত্ব বৃদ্ধি এবং কারিগরি ত্রুটি নিরসনের লক্ষ্যেই এই পরিকল্পিত শাটডাউন কার্যকর করা হচ্ছে।

জামালপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী খন্দকার হানিফুল ইসলাম স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, এই ফিডারের আওতায় জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দপ্তর ও স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জেলা সেটেলমেন্ট অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশের কার্যালয়, সদর থানা, বিজ্ঞ আদালত, জামালপুর জেনারেল হাসপাতাল এবং বিজিবি ক্যাম্প। এসব গুরুত্বপূর্ণ এলাকায় মেরামতের সময়কাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকবে না। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, কারিগরি কাজ যত দ্রুত সম্ভব শেষ করে বিকেল ৫টার আগেই সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, বিদ্যুৎ সরবরাহ লাইনে যেকোনো ধরণের জটিলতা নিরসন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবেই ফিডার বন্ধ রাখা বাধ্যতামূলক হয়ে পড়ে। গ্রাহকদের যাতে কর্মদিবসে ভোগান্তিতে পড়তে না হয়, সেই বিবেচনা থেকে ছুটির দিন শনিবারকে এই সংস্কার কাজের জন্য নির্ধারণ করা হয়েছে। মেরামতের পর সরবরাহ লাইন আরও নিরাপদ ও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে।


আজ ঢাকায় কোথায় কোন কর্মসূচি, দেখে নিন এক নজরে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১১ ০৯:১৯:৫৯
আজ ঢাকায় কোথায় কোন কর্মসূচি, দেখে নিন এক নজরে
ছবি : সংগৃহীত

আজকের কর্মসূচির শুরুতেই নজর থাকবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওপর। সকাল ১১টায় গুলশান-২ নগর ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে যারা বিশেষ অবদান রেখেছেন, সেই সব ব্যক্তি ও সংগঠনকে ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান করবে ডিএনসিসি। অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত থাকবেন। নাগরিক সেবায় বিশেষ ভূমিকা রাখা ব্যক্তিদের এই স্বীকৃতি প্রদান নগরবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

একই সময়ে অর্থাৎ সকাল ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্যাংকিং খাতের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর নতুন রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। দেশের ডিজিটাল লেনদেনে গতি আনতে এই নতুন উদ্যোগটি কতটুকু কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। অর্থ ও ব্যাংকিং খাতের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেবেন।

রাজনৈতিক অঙ্গনে আজ বিএনপির একটি ধর্মীয় ও সামাজিক কর্মসূচি রয়েছে। দুপুর ১২টায় নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। মূলত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১১ ০৯:১৩:৪৪
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
ছবি : সংগৃহীত

আজ রোববার হওয়ার কারণে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা এবং জনপ্রিয় শপিংমলগুলোতে সাপ্তাহিক ছুটি পালিত হচ্ছে। যারা আজ কেনাকাটার পরিকল্পনা করছেন তাদের জেনে রাখা ভালো যে উত্তর ও পশ্চিম ঢাকার বড় একটি অংশ আজ বন্ধের আওতায় রয়েছে। বিশেষ করে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকার দোকানপাট আজ খুলবে না। এর পাশাপাশি মিরপুরের একটি বিশাল অংশ যার মধ্যে মিরপুর-১০, ১১, ১২, ১৩ এবং ১৪ নম্বর এলাকা অন্তর্ভুক্ত, সেখানেও সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। এছাড়াও পল্লবী, ইব্রাহীমপুর, কচুক্ষেত ও কাফরুল এলাকার বাসিন্দাদেরও আজ স্থানীয় মার্কেটে কেনাকাটার জন্য না যাওয়াই শ্রেয়।

অভিজাত এলাকাগুলোর মধ্যে আজ গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া এবং নিউ ও ওল্ড ডিওএইচএস এলাকায় সব ধরণের মার্কেট বন্ধ রাখা হবে। এছাড়া কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া এবং তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেও আজ সাপ্তাহিক ছুটি। অন্যদিকে দক্ষিণ ও পূর্ব ঢাকার রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান এবং মালিবাগের একাংশেও আজ দোকানপাট বন্ধ থাকবে। একই তালিকায় রয়েছে বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা এবং কমলাপুর ও যাত্রাবাড়ীর আংশিক এলাকা। এছাড়া শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়ের মার্কেটগুলোও আজ বন্ধ থাকবে।

সুনির্দিষ্ট শপিংমলগুলোর কথা বলতে গেলে প্রথমেই আসে দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি)-র নাম, যা আজ পুরোপুরি বন্ধ থাকবে। মিরপুর এলাকার জনপ্রিয় বেনারসি পল্লি ও পল্লবী সুপার মার্কেট এবং বনানীর ইউএই মৈত্রী কমপ্লেক্স ও বনানী সুপার মার্কেটও আজ খুলবে না। গুলশান এলাকার জনপ্রিয় ডিসিসি মার্কেট (১ ও ২) এবং গুলশান পিংক সিটি আজ বন্ধের তালিকায় রয়েছে। এছাড়াও মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা ও মালিবাগ সুপার মার্কেট এবং তালতলা সিটি করপোরেশন মার্কেটও আজ বন্ধ থাকবে। কমলাপুর স্টেডিয়াম মার্কেট এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেটের মতো জায়গাগুলোতেও আজ কোনো বেচাকেনা হবে না।


টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১০ ২০:৩৮:০২
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আধিপত্যের দ্বন্দ্ব এখন রক্তক্ষয়ী রূপ নিয়েছে। শুক্রবার গভীর রাতে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লক এলাকায় দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত নুর কামাল ওই এলাকায় একটি নিজস্ব সশস্ত্র গ্রুপের নেতৃত্ব দিতেন এবং দীর্ঘদিন ধরে তাঁর বাহিনীর সঙ্গে প্রতিপক্ষ ‘সাদ্দাম গ্রুপ’-এর বিরোধ চলে আসছিল। আধিপত্য ধরে রাখা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে এই দুই গ্রুপের মধ্যে প্রায়ই উত্তেজনা বিরাজ করত। সেই বিরোধের চূড়ান্ত পরিণতি হিসেবে শুক্রবার রাতে দুই পক্ষই আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের গুলিতে নুর কামাল গুরুতর আহত হন। গোলাগুলির শব্দে পুরো ক্যাম্প এলাকা প্রকম্পিত হয়ে উঠলে সাধারণ শরণার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে গোলাগুলি থামলে স্থানীয় রোহিঙ্গারা নুর কামালকে উদ্ধার করে ক্যাম্পের নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান। তবে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নুর কামাল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কামালের ছেলে। তাঁর বিরুদ্ধে ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ ও মাদক ব্যবসার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শনিবার সন্ধ্যা ৭টায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউছার সিকদার এই হত্যাকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যাম্পের ভেতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এপিবিএন সদস্যরা কাজ করছেন এবং ঘটনার পর থেকে জড়িত অন্যদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ক্যাম্পের ভেতরের সাধারণ মানুষ বর্তমানে অত্যন্ত শঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন এবং এই ধরণের সশস্ত্র সংঘাত বন্ধে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।


শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়: সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১০ ১২:১০:৪১
শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়: সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
ছবি : সংগৃহীত

দেশের উত্তর প্রান্তের জেলা পঞ্চগড় বর্তমানে তীব্র শীত ও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। আজ শনিবার সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৩°C রেকর্ড করা হলেও বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। এর আগের দিন শুক্রবার তাপমাত্রা আরও নিচে নেমে ৬.৮°C এ পৌঁছেছিল, যা জেলাজুড়ে একটি মাঝারি শৈত্যপ্রবাহ বইয়ে দিয়েছিল। আজ তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে শীতের তীব্রতা মোটেও কমেনি, বরং হাড়কাঁপানো অনুভূতি আরও বেড়েছে।

শুক্রবার রাত থেকেই ঘন কুয়াশায় ঢেকে ছিল চারদিক, যা শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও সূর্যের দেখা পাওয়া যায়নি। এই প্রতিকূল আবহাওয়ার কারণে পঞ্চগড়ের ব্যস্ত সড়ক ও বাজার এলাকাগুলোতে মানুষের উপস্থিতি ছিল অনেক কম। বিশেষ করে জীবিকার তাগিদে বের হওয়া নিম্নআয়ের মানুষ ও দিনমজুরদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেককেই রাস্তার মোড়ে মোড়ে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করতে দেখা গেছে। কনকনে শীতের প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন যে, এই সময় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিন ও রাতের তাপমাত্রার এই পার্থক্য এবং হিমালয় থেকে আসা সরাসরি শীতল বাতাসের কারণে মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি মাসজুড়েই শীতের এই তীব্রতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যা পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীতকালীন কষ্ট আরও বাড়িয়ে তুলতে পারে।


হাতিয়ায় মাটির নিচ থেকে বের হচ্ছে আগুন! গ্যাস রহস্যে তোলপাড় এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১০ ১১:৫৩:৪৮
হাতিয়ায় মাটির নিচ থেকে বের হচ্ছে আগুন! গ্যাস রহস্যে তোলপাড় এলাকা
ছবি : সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালীন মাটির নিচ থেকে গ্যাস নির্গমনের ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন একটি খালের পাড়ে গত শুক্রবার বিকেলে এই ঘটনাটি ঘটে। বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় একটি 45 মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণের প্রস্তুতি হিসেবে সেখানে মাটি পরীক্ষা বা সয়েল টেস্টের কাজ চলছিল।

গত বৃহস্পতিবার ঠিকাদারের শ্রমিকরা ব্রিজের পিলারের জন্য প্রায় 112 ফুট গভীর পর্যন্ত বোরিং করে মাটির নমুনা সংগ্রহ করেন। কাজ শেষ করে শ্রমিকরা স্থান ত্যাগ করার পরদিন অর্থাৎ শুক্রবার বিকেলে হঠাৎ ওই গর্ত থেকে বুদবুদ আকারে গ্যাস বের হতে শুরু করলে স্থানীয়দের নজরে আসে বিষয়টি।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, গর্ত থেকে বের হওয়া পদার্থটি আসলে গ্যাস কি না তা নিশ্চিত হতে স্থানীয় কয়েকজন সেখানে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে এবং শত শত উৎসুক জনতা সেখানে ভিড় জমান।

স্থানীয় বাসিন্দা বাপ্পি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি নিজের চোখে ওই স্থানে আগুন জ্বলতে দেখেছেন। এটি যদি সত্যিকারের প্রাকৃতিক গ্যাস হয় তবে বিষয়টি দ্রুত গুরুত্ব সহকারে পরীক্ষা করা উচিত বলে মনে করছেন এলাকাবাসী। বর্তমানে যেকোনো ধরণের বড় দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্যাস নির্গমনের ওই মুখটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে।

হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক গ্যাস নির্গমনের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি জানান যে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সুরক্ষার খাতিরে আপাতত গ্যাস নির্গমন বন্ধ রাখা হয়েছে এবং আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে জানানো হবে।

বাপেক্সের প্রতিনিধি দল পরীক্ষা-নিরীক্ষা করার পরেই নিশ্চিত হওয়া যাবে এটি কোনো প্রাকৃতিক গ্যাসের বড় আধার কি না। অন্যদিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন যে তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় পুরো হাতিয়া জুড়ে এখন প্রাকৃতিক সম্পদের সম্ভাব্যতা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।


আজ ঢাকায় কোথায় কোন কর্মসূচি, দেখে নিন এক নজরে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১০ ০৯:৪১:৩৪
আজ ঢাকায় কোথায় কোন কর্মসূচি, দেখে নিন এক নজরে
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা প্রতিদিনের মতোই আজ শনিবারও (১০ জানুয়ারি ২০২৬) মুখরিত হতে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নানামুখী কর্মসূচিতে। একদিকে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদের নির্বাচনী ও সাংগঠনিক কর্মকাণ্ড গুছিয়ে নিতে ব্যস্ত, অন্যদিকে তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদও রাজপথে তাদের শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজকের এই কর্মসূচিগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিএনপির হাই-প্রোফাইল কর্মসূচি বিএনপির শীর্ষ নেতৃত্বে আজ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে। দিনের শুরুতেই অর্থাৎ সকাল ১১টায় বনানীর অভিজাত হোটেল শেরাটনে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে এক সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারণা করা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে দলের অবস্থান ও ভাবনা তিনি সংবাদপত্রের নীতি-নির্ধারকদের সামনে তুলে ধরবেন।

এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে ‘বিএনপির নির্বাচনী অফিস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নতুন কার্যালয়টির উদ্বোধন করবেন। মূলত নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় ও প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই বিশেষ অফিসটি চালু করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পল্টনে গণ অধিকার পরিষদের ‘জাগরণী সমাবেশ’ রাজপথের আরেক শক্তি গণ অধিকার পরিষদ আজ বিকেলে বড় ধরণের শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের আয়োজনে বিকেল ৩টা ৩০ মিনিটে পুরানা পল্টনে এক ‘জাগরণী সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে উপস্থিত থাকবেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

রাজনৈতিক মাঠের এই ব্যস্ততা ইঙ্গিত দিচ্ছে যে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি দলই এখন সাধারণ মানুষ ও অংশীজনদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে মরিয়া। বিশেষ করে তারেক রহমানের সম্পাদকদের সঙ্গে বৈঠক এবং বিএনপির নতুন নির্বাচনী অফিস চালুর বিষয়টি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আজকের এই কর্মসূচিগুলোর মাধ্যমে দলগুলো তাদের পরবর্তী কৌশল কতটুকু স্পষ্ট করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।


আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১০ ০৯:৩৪:৫১
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
ছবি : সংগৃহীত

প্রতিদিনের প্রয়োজনে কেনাকাটা করতে আমাদের কোথাও না কোথাও যেতেই হয়। তবে দীর্ঘ যানজট আর নানা ভোগান্তি পেরিয়ে গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় কাঙ্ক্ষিত দোকান বা মার্কেটটি বন্ধ, তবে কেবল মানসিক বিরক্তিই নয়, বরং মূল্যবান সময়েরও অপচয় হয়। তাই আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬) ঘর থেকে বের হওয়ার আগে রাজধানীর কোন কোন এলাকা এবং মার্কেটগুলো সাপ্তাহিক ছুটির আওতায় রয়েছে, তা একবার দেখে নেওয়া জরুরি।

শনিবারে যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

পুরান ঢাকা ও দক্ষিণ ঢাকার একটি বিশাল অংশ আজ সাপ্তাহিক ছুটির কবলে থাকবে। এর মধ্যে রয়েছে সদরঘাট, লক্ষ্মীবাজার, তাঁতীবাজার ও শাঁখারী বাজার। এছাড়া বংশাল, লালবাগ, কোতোয়ালি এবং পাটুয়াটুলী এলাকায় সব ধরণের সাধারণ দোকানপাট আজ বন্ধ থাকবে। দক্ষিণ ঢাকার জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর এবং ধোলাইপাড় এলাকাতেও আজ সাপ্তাহিক বিরতি পালিত হবে। ওয়ারী, স্বামীবাগ, দয়াগঞ্জ, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা এবং গেণ্ডারিয়া এলাকাতেও আজ কেনাকাটার সুযোগ মিলবে না। এছাড়া শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশেও আজ দোকানপাট বন্ধ থাকবে।

আজ যেসব জনপ্রিয় মার্কেট ও আড়ত বন্ধ থাকবে কেনাকাটার পরিকল্পনা থাকলে নিচের মার্কেটগুলো এড়িয়ে চলা ভালো হবে

ইসলামপুর কাপড়ের দোকান, নয়াবাজার, বাবুবাজার এবং শ্যামবাজার পাইকারি দোকান।

গুলিস্তান হকার্স মার্কেট, রাজধানী সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট এবং কাপ্তান বাজার।

চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট ও দয়াগঞ্জ বাজার।

ফরাশগঞ্জ টিম্বার (কাঠ) মার্কেট, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট।

সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, ধূপখোলা মাঠবাজার এবং শরিফ ম্যানসন।

মূলত দক্ষিণ ও পুরান ঢাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকাগুলো শনিবারের সাপ্তাহিক ছুটির কারণে আজ বেশ নিরিবিলি থাকবে। তবে এলাকাভিত্তিক জরুরি সেবা যেমন ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় মুদি দোকানগুলো এই ছুটির আওতামুক্ত থাকতে পারে। আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থানে ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে থেকেই এর সময়সূচী নিশ্চিত হওয়া প্রয়োজন।


খাগড়াছড়িতে রাতের অভিযানে অবৈধ গ্যাস গুদাম ধরা পড়ল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ১১:৫০:২৯
খাগড়াছড়িতে রাতের অভিযানে অবৈধ গ্যাস গুদাম ধরা পড়ল
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আবাসিক এলাকায় অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অভিযোগে দুই গ্যাস ডিলারকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জনবহুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি উপজেলা–এর একসত্যাপাড়া ও বড়ডলু এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ডিলাররা কোনো ধরনের অগ্নিনিরাপত্তা বা বিস্ফোরক দ্রব্য সংরক্ষণবিধি অনুসরণ না করেই আবাসিক ভবনের আশপাশে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে রেখেছেন, যা স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অভিযানকালে একসত্যাপাড়া এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে মিনহা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মামুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বড়ডলু এলাকায় একই অপরাধে মেসার্স হাফিজা ট্রেডার্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিলাররা বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ সংক্রান্ত বিদ্যমান বিধিমালা লঙ্ঘন করে গুদাম পরিচালনা করছিলেন। এ ধরনের অনিয়ম যেকোনো সময় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো গুরুতর দুর্ঘটনার কারণ হতে পারে বলে আদালত মত প্রকাশ করেন।

এ বিষয়ে মানিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, আবাসিক এলাকায় অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখা অত্যন্ত বিপজ্জনক। জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্টদের এসব অবৈধ গুদাম দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ গ্যাস গুদাম ও ঝুঁকিপূর্ণ মজুদকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের জীবন ও সম্পদ সুরক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানানো হয়েছে।

-শরিফুল


আজ ঢাকায় বন্ধ থাকবে যেসব মার্কেট ও দর্শনীয় স্থান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ১০:৫৩:৫৭
আজ ঢাকায় বন্ধ থাকবে যেসব মার্কেট ও দর্শনীয় স্থান
ছবি: সংগৃহীত

দৈনন্দিন প্রয়োজন কিংবা অবসর কাটানোর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন মার্কেট ও দর্শনীয় স্থানে মানুষজন যাতায়াত করেন। তবে শুক্রবারের মতো ছুটির দিনে তীব্র যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় দোকানপাট বা দর্শনীয় স্থান বন্ধ, তাহলে সময় ও শ্রম দুটোই ব্যর্থ হয়ে যায়। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে আজ শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় শপিং সেন্টার ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে, তা আগেভাগেই জেনে নেওয়া জরুরি।

আজ বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার ও বাজার

আজ শুক্রবার রাজধানীর পুরান ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার ও শপিং এলাকা বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট এবং শ্যামবাজারের পাইকারি দোকানপাট। পাশাপাশি সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার ও দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেটেও আজ কেনাবেচা বন্ধ থাকবে।

এ ছাড়া চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট এবং ইসলামপুরের কাপড়ের দোকানগুলোও আজ খোলা থাকবে না। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ছোট কাটরা ও বড় কাটরার হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেটও শুক্রবার বন্ধ থাকার তালিকায় রয়েছে।

আজ বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান

শুক্রবার রাজধানীর কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থানেও সাপ্তাহিক ছুটি কার্যকর রয়েছে।

বাংলাদেশ সামরিক জাদুঘর

বিজয় সরণিতে অবস্থিত এই জাদুঘর সাধারণত সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার এটি সাপ্তাহিক বন্ধ থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

আগারগাঁওয়ে অবস্থিত এই জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। বিশেষভাবে শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের সুযোগও থাকে।

শিশু একাডেমি জাদুঘর

এই জাদুঘর প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার বন্ধ থাকে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে।

শুক্রবারে রাজধানীর উল্লেখযোগ্য সংখ্যক বাজার ও দর্শনীয় স্থানে সাপ্তাহিক ছুটি থাকায় বাইরে বেরোনোর আগে গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া বুদ্ধিমানের কাজ। এতে যানজটের ঝামেলা এড়িয়ে সময় ও শ্রম দুটোই সাশ্রয় করা সম্ভব।

-রাফসান

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত