জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট পরীক্ষার চিত্র, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কবে?

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ২১:২৭:৫৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট পরীক্ষার চিত্র, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কবে?
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের পরীক্ষায় ৮৬ দশমিক ৮৮ শতাংশ ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। ‘ডি’ ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ২৫ হাজার ৮২৬টি। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২২ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী, যা সামাজিক বিজ্ঞান অনুষদের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের স্পষ্ট প্রতিফলন।

ভর্তি পরীক্ষা আয়োজন করা হয় মোট ছয়টি কেন্দ্রে। কেন্দ্রগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, মহানগর মহিলা কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।

পরীক্ষা চলাকালে উপাচার্য মো. রেজাউল করিম বিভিন্ন কেন্দ্র ও হল পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট ১০০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ৭২ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন ছিল, যেখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অথবা গাণিতিক বুদ্ধিমত্তা বিষয় অন্তর্ভুক্ত ছিল। অবশিষ্ট ২৮ নম্বর নির্ধারণ করা হবে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএর ভিত্তিতে, যা শিক্ষার্থীদের একাডেমিক ধারাবাহিকতার মূল্যায়ন নিশ্চিত করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই সমন্বিত মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের সামগ্রিক মেধা ও প্রস্তুতির যথাযথ প্রতিফলন ঘটায়।

উল্লেখ্য, চলতি ভর্তি মৌসুমে এর আগে গত ২৭ ডিসেম্বর বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ৩০ জানুয়ারি কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফলাফল প্রকাশ ও পরবর্তী ধাপের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

-রাফসান


এসএসসি পরীক্ষায় বড় পরিবর্তন, চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ১৩:১৫:৪৩
এসএসসি পরীক্ষায় বড় পরিবর্তন, চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনিক জটিলতা ও পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এবার ১৭টি পরীক্ষা কেন্দ্র এবং সংশ্লিষ্ট ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, সংশোধিত তালিকা অনুযায়ী ২০২৬ সালে ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ৫০৭টি কেন্দ্রে। এর মধ্যে দেশের বাইরে অবস্থিত ৭টি বিদেশি কেন্দ্রও অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্র পুনর্গঠনের এই সিদ্ধান্ত মূলত পরীক্ষা ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং বাস্তবসম্মত পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ২০২৬ সালের চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সহজেই হালনাগাদ তথ্য জানতে পারেন।

এর আগে, গত ৫ জানুয়ারি জারি করা পৃথক এক আদেশে বোর্ড জানায়, কিছু কেন্দ্রের ক্ষেত্রে প্রশাসনিক প্রতিবন্ধকতা এবং পরীক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় সেসব কেন্দ্র ২০২৬ সাল থেকে স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব গুরুত্বপূর্ণ কেন্দ্র বাতিল করা হয়েছে

বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-

ঢাকা-৬৯ হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়,

ঢাকা-৭৮ হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়,

শিবালয়-২ রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ,

জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়,

কামারখালী উচ্চ বিদ্যালয় এবং

মির্জাপুর ক্যাডেট কলেজ।

এছাড়া করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন, রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ঢাকা-৩০ আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয়সহ আরও কয়েকটি কেন্দ্র বাতিলের তালিকায় রয়েছে।

বিদেশি কেন্দ্রেও পরিবর্তন

পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় বালিয়াকান্দি-২ কেন্দ্রের অধীন লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ বাতিল করা হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থিত এ্যাথেন্স (গ্রিস) কেন্দ্রের বাংলাদেশ দোয়েল একাডেমিকে সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি পরামর্শ

ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ কেন্দ্র তালিকা যাচাই করে নেয়। এতে করে পরীক্ষার সময় কেন্দ্র সংক্রান্ত কোনো ধরনের বিভ্রান্তি বা ভোগান্তি এড়ানো সম্ভব হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

-রফিক


নবম পে-স্কেলে সর্বনিম্ন বেতন নিয়ে তিন প্রস্তাব

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ১১:২৮:৪৪
নবম পে-স্কেলে সর্বনিম্ন বেতন নিয়ে তিন প্রস্তাব
ছবি: সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে শেষ ধাপের প্রস্তুতিতে প্রবেশ করেছে পে-কমিশন। কমিশনের সুপারিশ চূড়ান্ত করতে আগামী ২১ জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ সভার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। এই সভাতেই নবম পে-স্কেল সংক্রান্ত অধিকাংশ সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় অংশ নেওয়া কমিশনের একাধিক সদস্যের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত তারিখে অনুষ্ঠিত বৈঠকটিই পে-স্কেল বিষয়ে কমিশনের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা হতে যাচ্ছে। যদিও প্রয়োজনে এর আগে আরও একটি পূর্ণ কমিশনের সভা আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে পে-কমিশন–এর এক সদস্য জানান, কমিশনের হাতে সময় খুবই সীমিত। নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ চূড়ান্ত করে জমা দিতে হবে বলে কমিশন দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিচ্ছে। এজন্য একাধিক বিষয় একসঙ্গে নিষ্পত্তির চেষ্টা চলছে।

এদিকে নবম পে-স্কেলে বেতনের অনুপাত (সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান) ১:৮ নির্ধারণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই অনুপাত চূড়ান্ত করা হয়। এর আগে কমিশনের সামনে ১:৮, ১:১০ ও ১:১২ এই তিনটি বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। আলোচনার পর তুলনামূলকভাবে বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ বিবেচনায় ১:৮ অনুপাতেই একমত হয় কমিশন।

তবে সর্বনিম্ন বেতন কাঠামো নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে তিনটি ভিন্ন প্রস্তাব কমিশনের আলোচনায় রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরবর্তী সভায় এই বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হতে পারে।

সর্বোচ্চ বেতন স্কেল কত নির্ধারিত হবে এ প্রশ্নে কমিশনের অবস্থান এখনো স্পষ্ট নয়। কমিশনের এক সদস্য জানিয়েছেন, মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধার কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয়ের ওপর নির্ভর করেই সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হবে। ফলে এ মুহূর্তে এ বিষয়ে কোনো নির্দিষ্ট অঙ্ক বা প্রস্তাব চূড়ান্ত করা সম্ভব হয়নি।

বিশেষজ্ঞদের মতে, নবম পে-স্কেলে বেতন অনুপাত ১:৮ নির্ধারণ করা হলে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হতে পারেন। তবে ভাতা কাঠামো কীভাবে পুনর্গঠন করা হয়, তার ওপরই পুরো পে-স্কেলের বাস্তব প্রভাব নির্ভর করবে।

সূত্র : ডেইলি ক্যাম্পাস


জবির ডি ইউনিটে তীব্র প্রতিযোগিতা, পরীক্ষা আজ

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ১০:৩৬:৫৭
জবির ডি ইউনিটে তীব্র প্রতিযোগিতা, পরীক্ষা আজ
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সীমিত সংখ্যক আসনের বিপরীতে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় এ ইউনিটে প্রতিযোগিতা এবারও অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘ডি’ ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৫ হাজার ৮২৬টি। এর ফলে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে প্রায় ৪৩ জন শিক্ষার্থী, যা সামাজিক বিজ্ঞান অনুষদের প্রতি শিক্ষার্থীদের বাড়তি আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সানজিদা ফারহানা বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, ভর্তি পরীক্ষা আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ডিন আরও জানান, এবারের ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার মোট ৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ ইউজার আইডি ব্যবহার করে লগইন করলে কেন্দ্র ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

-রফিক


দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির চিঠি, নেপথ্যে কী

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ১০:৩০:০৫
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির চিঠি, নেপথ্যে কী
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপনের পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়–এর জারি করা স্মারকের আলোকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট স্মারকের অনুলিপি চিঠির সঙ্গে সংযুক্ত করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে জারি করা স্মারকে বলা হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসরণ করে প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে প্রতিদিনের কর্মসূচি ও অগ্রগতির তথ্য নির্ধারিত ই-মেইল ঠিকানায় ([email protected]) পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্মারকে আরও জানানো হয়েছে, শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হবে। এর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন ক্যাটাগরি। এসব তথ্য যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে হবে।

-রফিক


শিক্ষা মন্ত্রণালয়ের নতুন গণবিজ্ঞপ্তি জারি, বেসরকারি স্কুল-কলেজের জন্য বড় সুখবর

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৭ ২১:২৫:২০
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন গণবিজ্ঞপ্তি জারি, বেসরকারি স্কুল-কলেজের জন্য বড় সুখবর
ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার লক্ষ্যে নতুন করে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির জন্য আবেদন করতে পারবে। এই আবেদন প্রক্রিয়া চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আবেদন সম্পন্ন করতে হবে। ২০২৫ সালে জারি হওয়া সংশোধিত ‘স্কুল-কলেজ এমপিও নীতিমালা’-এর আলোকে এবারের এমপিওভুক্তি কার্যক্রম পরিচালিত হবে। যারা শর্ত পূরণ করতে পারবে, কেবল তারাই এই তালিকায় স্থান পাবে।

সবথেকে বড় সুখবর হলো, চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারি সুযোগ-সুবিধা ও আর্থিক সুবিধা ভোগ করতে পারবে। ইতিপূর্বে দীর্ঘ সময় ধরে এমপিওভুক্তি বন্ধ থাকায় অনেক নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছিলেন। সরকারের এই নতুন উদ্যোগের ফলে কয়েক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ভাগ্য খুলতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবেদন করার জন্য হাতে মাত্র ১১ দিন সময় থাকায় দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সংগ্রহ করার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


এইচএসসি ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন, জানুন নতুন সময়সূচি

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৬ ১৮:০৪:৩৭
এইচএসসি ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
ছবি : সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের তারিখ তৃতীয়বারের মতো পরিবর্তন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এইচএসসি ২০২৬ পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে।

নতুন এই নির্দেশনার ফলে গত ৪ জানুয়ারি প্রকাশিত আগের বিজ্ঞপ্তিটি বাতিল ঘোষণা করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট পরীক্ষা) যথাসময়ে সম্পন্ন করে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের পর ১ মার্চ থেকে শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের সুযোগ পাবেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে যে, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি, ফি-এর হার এবং অন্যান্য নিয়মাবলী সংবলিত একটি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য যে, এর আগেও দুইবার ফরম পূরণের তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন প্রশাসনিক ও বাস্তব পরিস্থিতির কারণে তা পরিবর্তন করতে হয়েছে। বারবার তারিখ পরিবর্তন হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি থাকলেও নতুন এই বিজ্ঞপ্তির মাধ্যমে সব সংশয় দূর হবে বলে আশা করছে বোর্ড কর্তৃপক্ষ।


পাঠ্যবইয়ে এমন কী বদলালো, যা নিয়ে শুরু আলোচনা

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৬ ১২:০৬:৩৪
পাঠ্যবইয়ে এমন কী বদলালো, যা নিয়ে শুরু আলোচনা
ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষ ২০২৬ সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিতরণকৃত পাঠ্যবইয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ সংস্করণে ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র জনতার আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রথমবারের মতো পাঠ্যবইয়ের ইতিহাস অংশে স্থান পেল।

সূত্র অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং **জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি**র সুপারিশের ভিত্তিতে পাঠ্যবইগুলো পুনর্গঠন করেছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এই পরিবর্তনের লক্ষ্য হলো শিক্ষার্থীদের সামনে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি বাস্তবভিত্তিক ও বহুমাত্রিক চিত্র উপস্থাপন করা।

নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে **শেখ হাসিনা**র শাসনামলকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী রূপে চিহ্নিত করা হয়েছে। বইয়ের ‘বাংলাদেশের স্বাধীনতা’ অধ্যায়ে বলা হয়েছে, ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকার ধীরে ধীরে ক্ষমতা কেন্দ্রীভূত করতে থাকে। পাঠ্যবইয়ের ভাষ্য অনুযায়ী, বিরোধী দল ও ভিন্নমতাবলম্বীদের ওপর দমনপীড়ন, দুর্নীতির বিস্তার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করার মাধ্যমে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার অভিযোগ তুলে ধরা হয়েছে।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইয়ে ধাপে ধাপে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত ছাত্র জনতার অভ্যুত্থানের পটভূমি, বিস্তার ও পরিণতি তুলে ধরা হয়েছে। নবম ও দশম শ্রেণির পাঠে জাতিসংঘ–এর তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে, টানা ৩৬ দিনের আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন, যাদের একটি বড় অংশ ছিল শিশু ও কিশোর।

২০২৬ সালের পাঠ্যবই সংস্কারের অন্যতম আলোচিত সিদ্ধান্ত হলো অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা বই থেকে শেখ মুজিবুর রহমান–এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া। পূর্ববর্তী সংস্করণে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শিরোনামে ভাষণটি পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত থাকলেও নতুন সংস্করণে সেটি আর নেই।

ষষ্ঠ শ্রেণির চারুপাঠ বইয়ের ‘কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা’ অধ্যায়ে রাষ্ট্রীয় দমনপীড়নের প্রতীক হিসেবে একটি নতুন কার্টুন সংযোজন করা হয়েছে। এতে আকাশপথ থেকে গুলি ছোড়ার দৃশ্য ব্যবহার করে ক্ষমতা প্রয়োগ ও সহিংসতার ইঙ্গিত তুলে ধরা হয়েছে, যা শিক্ষার্থীদের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়ক হবে বলে পাঠ্যবই প্রণেতাদের ধারণা।

-রাফসান


ছুটির দিনেও ছুটি গণনা? প্রাথমিকের আজব তালিকা নিয়ে তোলপাড় ফেসবুক

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৬ ১১:১৪:১৩
ছুটির দিনেও ছুটি গণনা? প্রাথমিকের আজব তালিকা নিয়ে তোলপাড় ফেসবুক
ছবি : সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের বাৎসরিক ছুটির তালিকায় নানা অসংগতি ও ত্রুটির অভিযোগ তুলে তা দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। সংগঠনটির মতে, বর্তমান তালিকায় শুক্র ও শনিবারের ছুটি গণনায় যেমন অসামঞ্জস্য রয়েছে, তেমনি পবিত্র রমজান মাসে রোজা রেখে পাঠদান পরিচালনা করা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অমানবিক।

পরিষদের আহ্বায়ক মো. আবুল কাসেম ও অন্যান্য নেতাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছুটির তালিকায় দেখা গেছে যে, কিছু জায়গায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারকে ‘শূন্য দিন’ ধরা হলেও অন্য জায়গায় তা মোট ছুটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে ৮ মার্চ থেকে ২৬ মার্চ এবং ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বরের ছুটিতে মোট ৬টি শুক্র ও শনিবারকে সাধারণ ছুটি হিসেবে দেখানো হয়েছে, যা গতানুগতিক নিয়মের পরিপন্থী। এই বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ তালিকার কারণে সাধারণ শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

বিবৃতিতে শিক্ষকরা আরও উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই নারী। রোজা রেখে দিনভর পাঠদান শেষে বাসায় ফিরে ইফতারের প্রস্তুতি নেওয়া তাঁদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। একইসঙ্গে কোমলমতি অনেক শিশুও রোজা রাখে, যাদের জন্য প্রখর রোদে বা দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকা শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ। তাই বাস্তবসম্মত ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখা এবং ছুটির তালিকার ভুলগুলো সংশোধন করে পুনরায় প্রকাশের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষকরা।


৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ, শিক্ষক নিয়োগে বড় সুযোগ

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৫ ১৮:৩৬:৪০
৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ, শিক্ষক নিয়োগে বড় সুযোগ
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য বড় সুখবর দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটি আজ সোমবার (৫ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজ্ঞপ্তিটি খুব শিগগিরই এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের এমপিওভুক্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি এবং ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এনটিআরসিএ জানিয়েছে, বৈধ শিক্ষক নিবন্ধন সনদধারী যোগ্য প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসা পর্যায়ে ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৩৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে এই গণবিজ্ঞপ্তির আওতায় ৬৭ হাজারেরও বেশি শিক্ষক পদ পূরণ করা হবে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় নিয়োগ উদ্যোগগুলোর একটি।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, e-Application ফরম পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনকারীর বয়স ও নিবন্ধন সনদ সংক্রান্ত শর্তাবলীও স্পষ্টভাবে জানানো হয়েছে। ০৪ জুন ২০২৫ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর। একই সঙ্গে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ গণনা করা হবে নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে আবেদন করতে পারবেন না।

শূন্য পদের বিস্তারিত তালিকা, আবেদন পদ্ধতি, ফি সংক্রান্ত তথ্য এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত পোর্টাল ngi.teletalk.com.bd–এ পাওয়া যাবে।

-রফিক

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত