যেকোনো কেন্দ্রে কারচুপি হলে পুরো আসনের ভোট স্থগিত: সিইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:০০:৪৮
যেকোনো কেন্দ্রে কারচুপি হলে পুরো আসনের ভোট স্থগিত: সিইসি
ছবি: সংগৃহীত

নির্বাচনী আসনের যেকোনো কেন্দ্রে কারচুপির অভিযোগ বা বিশৃঙ্খলা হলে, সেই আসনের ভোট স্থগিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এই ঘোষণা দেন।

সিইসি মন্তব্য করেন, নির্বাচন ঘিরে আয়োজিত এই সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সুষ্ঠু নির্বাচন আয়োজনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভোটাধিকার ও সংস্কার

প্রধান নির্বাচন কমিশনার জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কমিশন (ইসি) বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আরপিও সংশোধনসহ ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে।

তিনি বলেন, পূর্বে নির্বাচনে সংশ্লিষ্টরা (কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইত্যাদি) ভোট দিতে পারতেন না। তবে এবার নির্বাচনের সঙ্গে জড়িত প্রায় ১০ লাখ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, আইনে পোস্টাল ব্যালটের কথা থাকলেও এর প্রয়োগ ছিল না। বর্তমান কমিশন এ নিয়ে কাজ করেছে।

অন্যদিকে, সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণই এখন নির্বাচন কমিশনের মূল চ্যালেঞ্জ। ইসি আশা করছে, এক থেকে দেড় মাসের মধ্যে বিভিন্ন মহলের সঙ্গে এই সংলাপ শেষ হবে।


হজ ২০২৬: তিনটি প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়াও কমল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৮:২৭:৪৬
হজ ২০২৬: তিনটি প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়াও কমল
ছবি: সংগৃহীত

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মন্ত্রণালয়ের সভা কক্ষে এই প্যাকেজগুলো ঘোষণা করেন।

এবারের হজ পালনের খরচ সামান্য কমেছে। সর্বনিম্ন প্যাকেজ ৩-এর মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। প্যাকেজ ২-এর মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, এবং সর্বোচ্চ প্যাকেজ ১-এর মূল্য ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্যাকেজ ও বিমান ভাড়ার বিবরণ

ধর্ম উপদেষ্টা জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়াও কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্যাকেজ ১: হজ পালনকারীরা পবিত্র মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে থাকবেন।

প্যাকেজ ২: হজ পালনকারীরা মসজিদুল হারামের ১.৭ কিলোমিটারের মধ্যে থাকবেন।

প্যাকেজ ৩: হজ পালনকারীরা আজিজিয়া এলাকার মধ্যে থাকবেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। এছাড়া, সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজ পালন করতে যেতে পারবেন না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে, ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। হজ নিবন্ধন ২৭ জুলাই শুরু হয়েছে এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত।


উপদেষ্টার পদ নিয়ে অনিশ্চয়তায় মাহফুজ আলম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৬:৩৩:১৩
উপদেষ্টার পদ নিয়ে অনিশ্চয়তায় মাহফুজ আলম
ছবি: সংগৃহীত

গত দুই মাস ধরে তিনি উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেছেন, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানাচ্ছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপটির আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস), সহযোগিতায় ছিল যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন।

অনিশ্চয়তার কারণ

তথ্য উপদেষ্টা বলেন, “আমি জানি না কখন পদত্যাগ করব। দুই মাস ধরে এ অনিশ্চয়তার মধ্যে আছি।” তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, যারা এই কাজে নিয়োজিত তারা কিভাবে কাজ করতে পারবে, কারা বাধা দেবেন না।” মাহফুজ আলম জানান, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি শুরু করে এবং এ সংক্রান্ত স্লোগান তিনি তার সরকারি বাসভবন থেকেও শুনেছেন।

সাংবাদিকতা সুরক্ষা আইন

সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রসঙ্গে তিনি বলেন, খসড়া থেকে শুরু করে বিল আকারে পাশ পর্যন্ত মোট ১৮টি ধাপ রয়েছে। দুই মাস আগে তিনি প্রক্রিয়া দ্রুততর করার নির্দেশ দিলেও, তা এখনো দ্বিতীয় ধাপেই রয়েছে।

অন্যান্য উপদেষ্টারা গত বছর আগস্টে দায়িত্ব নিলেও কী করবেন বুঝে উঠতে পারেননি উল্লেখ করে মাহফুজ আলম বলেন, তার ক্ষেত্রেও দায়িত্ব নেওয়ার পর পরই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবুও তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়িত হবে।


শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৬:০৮:২৩
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারোটায় এ মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। খবর বিবিবির।

মামলার আসামি ও সাক্ষী

এ মামলার পলাতক আসামি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রাখা হয়েছে। এ মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী (অ্যাপ্রুভার) পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও আদালতে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই অন্যান্য সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

এর আগে, এ মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণঅভ্যুত্থানে নিহতদের স্বজন এবং আহত ব্যক্তিরা সাক্ষ্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু করে।

এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে—একটি গুমের মামলা এবং অন্যটি মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা।


কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরেন না সিইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৬:০২:৪৮
কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরেন না সিইসি

কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এই তথ্য জানান।

সিইসি বলেন, “ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে তিনি ফোনে আলোচনা এড়িয়ে চলেন। অনেকে তাই মনে করেন সিইসি ফোনে কথা বলেন না।”

সরাসরি কথা বলার আহ্বান

নাসির উদ্দিন সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “আপনারা সরাসরি আমার কাছে এসে কথা বলুন। আমার দরজা সবসময় খোলা। প্রয়োজনে লিখিত প্রস্তাবও দিতে পারেন, কিন্তু ফোনে আলোচনা করি না।” তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও কমিশন সচেতন এবং এটি মোকাবিলায় সিরিয়াসভাবে কাজ করছে।

তিনি বলেন, “আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই, যাতে সবাই দেখতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাব এবং দেশীয় পর্যবেক্ষকদের যতটা সম্ভব নিবন্ধন দেওয়ার চেষ্টা করব।”

সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার

সিইসি বলেন, “আমরা চেষ্টা করব আপনারা যে পরামর্শ দেবেন, তা বাস্তবায়ন করতে। অতীতের মতো হবে না।” তিনি বলেন, “আমরা ফেরত আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা।”

তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মানুষকে নির্বাচনে আসতে বলুন। আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করব। আমাদের সকলের সহযোগিতায় নির্বাচন আয়োজন করতে হবে।”


উজবেকিস্তানে দক্ষ জনশক্তি পাঠাতে উদ্যোগী বাংলাদেশ 

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১২:২৫:১৭
উজবেকিস্তানে দক্ষ জনশক্তি পাঠাতে উদ্যোগী বাংলাদেশ 
ছবিঃ বি এস এস

বাংলাদেশ ও উজবেকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে একমত হয়েছে। বিশেষ করে উজবেকিস্তানে বাংলাদেশ থেকে অর্ধদক্ষ ও দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) উচ্চপর্যায়ের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং উজবেক পররাষ্ট্রমন্ত্রী বাখতিয়র সাইদভের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের অন্যতম বড় অর্জন হলো দুই দেশের মধ্যে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত চুক্তি স্বাক্ষর। কর্মকর্তারা মনে করছেন, এই পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে।

আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উজবেকিস্তানের ক্রমবর্ধমান অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের ভূমিকার সম্ভাবনা তুলে ধরেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উজবেক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

উভয় দেশ তাদের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু রাজনৈতিক কূটনীতি নয়, অর্থনৈতিক ও মানবসম্পদ সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

-নাজমুল হোসেন


দোহা কর্মসূচির দ্রুত বাস্তবায়নে জোর দিলেন তৌহিদ হোসেন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১১:৫২:১৬
দোহা কর্মসূচির দ্রুত বাস্তবায়নে জোর দিলেন তৌহিদ হোসেন
ছবিঃ সংগৃহীত

বিশ্বজুড়ে চলমান বহুমুখী সংকটের মধ্যে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দোহা কর্মসূচির (Doha Programme of Action-DPOA) দ্রুত ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের ফাঁকে অনুষ্ঠিত এলডিসি দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

তৌহিদ হোসেন বলেন, আজকের বিশ্বে এলডিসিগুলো একাধিক সংকটের চাপ একসঙ্গে মোকাবিলা করছে। অর্থনৈতিক আঘাত, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীল ঋণের বোঝা—সব মিলিয়ে সবচেয়ে দুর্বল দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রেক্ষাপটে দোহা কর্মসূচির সময়োপযোগী ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, এটি কেবল সংকট মোকাবিলার হাতিয়ার নয়, বরং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের পথপ্রদর্শক।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, এলডিসিগুলোর জন্য আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার ত্বরান্বিত করতে, জলবায়ু অর্থায়ন বাড়াতে এবং এমন কাঠামো গড়ে তুলতে যা তাদের স্থায়ীভাবে এলডিসি থেকে উত্তরণের পথ সহজ করবে।

তৌহিদ হোসেন পুনর্ব্যক্ত করেন যে বাংলাদেশ দোহা কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে অন্যান্য এলডিসি দেশ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু উচ্চাকাঙ্ক্ষী ঘোষণাপত্র নয়; আমরা চাই এই কর্মসূচি লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক।”

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ইতিমধ্যে এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় রয়েছে। এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে দোহা কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অর্থনৈতিক বৈষম্য হ্রাস, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

-নাজমুল হাসান


বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঐক্যবদ্ধ হোন: প্রবাসীদের উদ্দেশে মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১১:২০:২৫
বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঐক্যবদ্ধ হোন: প্রবাসীদের উদ্দেশে মির্জা ফখরুল
ছবিঃ বি এস এস

বাংলাদেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "আজ আমাদের একটিই সংকল্প হওয়া উচিত—বাংলাদেশ নিয়ে ঐক্যবদ্ধ হওয়া।"

শনিবার নিউইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত ম্যারিয়ট মার্কুইস হোটেলে (১৫৩৫ ব্রডওয়ে) অনুষ্ঠিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস” শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে এগিয়ে নিতে হবে। তিনি নোবেলজয়ী ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, "আমাদের মনের ভেতরে স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে এবং সেটিকে বাস্তবায়নের পথে নিয়ে যেতে হবে।"

তিনি অভিযোগ করেন, অতীতের শাসনব্যবস্থা মানুষের আত্মবিশ্বাস নষ্ট করেছে এবং দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখবে। "যে কাজগুলো বাংলাদেশের জনগণের কল্যাণে আসবে, বিএনপি সেটিতেই ভূমিকা রাখবে," বলেন তিনি।

বিএনপি মহাসচিব তরুণ প্রজন্মের মুক্তচিন্তা ও আধুনিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলেন, "আমরা সেই আধুনিক চিন্তাকে গ্রহণ করার মানসিকতা রাখি।" তিনি আশা প্রকাশ করেন, দেশের নারীসমাজ আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নায়েবে আমীর সায়েদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ন্যাশনাল সিটিজেন পার্টির (এন সি পি) সদস্যসচিব আখতার হোসেনও বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

-নাজমুল হাসান


খাগড়াছড়িতে সহিংসতা: সেনা পাহারায় সাজেক থেকে ফিরলেন পর্যটকরা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১১:০৯:৪৭
খাগড়াছড়িতে সহিংসতা: সেনা পাহারায় সাজেক থেকে ফিরলেন পর্যটকরা
ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়ির সাজেক উপত্যকায় হঠাৎ সহিংসতা ছড়িয়ে পড়ায় আটকে পড়া প্রায় দুই হাজার পর্যটককে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সেনা পাহারায় নিরাপদে খাগড়াছড়ি শহরে নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা প্রথমে পর্যটকদের দীঘিনালা সেনানিবাসে নিয়ে যান এবং পরে শহরের শাপলা স্কোয়ারে পৌঁছে দেন।

স্থানীয় প্রশাসন জানায়, শনিবার দুপুরে পর্যটকদের সাজেক থেকে ফেরার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকে খাগড়াছড়ি জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তারা আটকে পড়েন। ‘জুম্ম ছাত্র জনতা’ নামে একটি সংগঠন এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকায় এবং গুইমারা উপজেলায় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, বিক্ষোভ ও সংঘর্ষ হয়।

সহিংসতা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুপুরেই ১৪৪ ধারা জারি করে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। ৩২ ব্যাটালিয়নের বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কামরান কবির উদ্দিন জানান, সাত প্লাটুন বিজিবি সদস্যকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয় এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়। বিকেল চারটার দিকে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে নেয়া সম্ভব হয়।

খাগড়াছড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষে অন্তত ২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন গুলিবিদ্ধ, দুইজন বিস্ফোরকদগ্ধ এবং বাকিরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল আঘাতে জখম হন।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এক মারমা স্কুলছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় একটি মাঠ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনজন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে মামলা হয়। পরে পুলিশ ১৯ বছর বয়সী শয়ন শীলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে এবং তাকে ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়।

এই ঘটনাকে কেন্দ্র করেই পাহাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সহিংসতা সংঘটিত হয়। নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এসেছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

-নাজমুল হাসান


প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন অ্যাপ ‘শুভেচ্ছা’ উদ্বোধন করলেন ড. ইউনূস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১০:৫৭:৪৪
প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন অ্যাপ ‘শুভেচ্ছা’ উদ্বোধন করলেন ড. ইউনূস
নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস । ছবি: সংগৃহীত

দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা এবং সক্রিয় অবদান রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, তারা নিজ নিজ সামর্থ্যে অবদান রেখে জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

দেশ পুনর্গঠন ও অংশগ্রহণের তাগিদ

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এখন দেশের পুনর্গঠনের কাজ চলছে।” তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, “দর্শক সারি থেকে কথা বলা খুব সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে আমাদের সঙ্গে যোগ দিন এবং একসঙ্গে খেলুন।”

তিনি আরও বলেন, “আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি। আপনাদের দেখে আমরা নতুন সংকল্প নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই।” তিনি উল্লেখ করেন, রাজনৈতিক নেতারা এই সফরে তার সঙ্গে যোগ দেওয়ায় তার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।

প্রধান উপদেষ্টা রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন এবং বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপও তুলে ধরেন।

নতুন অ্যাপ ‘শুভেচ্ছা’ উদ্বোধন

প্রধান উপদেষ্টা প্রবাসীদের প্রয়োজনীয় সেবা, দিকনির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন ‘শুভেচ্ছা’ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়াও বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাসহ প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: