মণিপুরে জাতিগত সংঘাতের পর কেন্দ্রীয় বাহিনীর ওপর প্রথম হামলা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১৯:৫৯:৩৪
মণিপুরে জাতিগত সংঘাতের পর কেন্দ্রীয় বাহিনীর ওপর প্রথম হামলা
আহত সেনা সদস্যদের হাসপাতালে আনা হয়। ছবি: সমকাল

ভারতের মণিপুর রাজ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুর জেলায় আসাম রাইফেলসের (এআর) সদস্যদের ওপর অতর্কিত হামলায় দুই সেনা নিহত হয়েছেন। এই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন। এই হামলার জন্য ইম্ফল উপত্যকাভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে।

হামলার বিস্তারিত

ঘটনাটি নম্বল পুলিশ স্টেশনের আওতাধীন নম্বল সাবল লেইকাই এলাকায় ঘটেছে। আসাম রাইফেলসের একটি গাড়ি ইম্ফলের দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল, তখন অজ্ঞাত বন্দুকধারীরা অতর্কিতভাবে হামলা চালায় এবং গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, একজন সেনাসদস্য ঘটনাস্থলেই মারা যান এবং আহত অন্যদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। নিহতরা হলেন নায়েব সুবেদার শ্যাম গুরুং এবং রাইফেলম্যান রঞ্জিত সিং কাশ্যপ।

হামলাকারী কারা?

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ‘দ্য ওয়্যার’ পত্রিকাকে জানিয়েছেন, এই হামলার পেছনে উপত্যকাভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো জড়িত। তিনি আরও বলেন, “সম্ভবত পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) এই হামলা চালিয়েছে।” তবে, এই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

আসাম রাইফেলসের অতিরিক্ত মহাপরিচালক আশুতোষ কুমার সিনহা এক বিবৃতিতে বলেন, “সব নিরাপত্তা বাহিনীর শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীর ওপর এই হামলা হয়েছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ দিন আগেই আসামে প্রায় ৬,৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। এর ছয় দিন পরই এই হামলার ঘটনা ঘটলো।

সংঘাত ও সহিংসতা

২০২৩ সালের মে মাসে কুকি-জো এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত শুরুর পর মণিপুরে মোতায়েন করা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ওপর এটিই প্রথম বড় হামলা। ২০২৩ সালের ৩ মে থেকে মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৬০ জনের বেশি নিহত হয়েছেন এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে ব্যাপক অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটপাটের ঘটনাও ঘটেছে।

বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।


‘নান্দো’ এবার সুপার টাইফুনে পরিণত হচ্ছে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১৯:৩০:৩৫
‘নান্দো’ এবার সুপার টাইফুনে পরিণত হচ্ছে
প্রতীকী ছবি

ফিলিপাইন সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘নান্দো’ সোমবার (২২ সেপ্টেম্বর) ‘সুপার টাইফুনে’ পরিণত হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো। এমন আশঙ্কায় দেশটির অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) একটি জরুরি নির্দেশনা জারি করেছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ফিলিপাইন নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জনগণকে নিরাপদ রাখতে জরুরি নির্দেশনা

প্রেসিডেন্ট মার্কোসের নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে এই জরুরি নির্দেশনাগুলো জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা।

আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট নৌকা বা মাছ ধরার ট্রলার সমুদ্রে যেতে পারবে না।

ঝড়ের সময় মদ্যপান করা যাবে না।

স্থানীয় প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিদ্যুৎ সরবরাহ এবং মানবিক সহায়তা দিয়ে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্র ঝড়ে বাস্তুচ্যুত মানুষ এবং যারা নৌযান চালাতে পারেন না, তাদের জন্য ব্যবহার করা হবে। এছাড়া, স্বাস্থ্য বিভাগ ও উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা এবং সম্ভাব্য বিপদ এড়াতে জলপথ পরিষ্কার রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

যেসব এলাকায় সতর্কতা জারি

ঝড়টি সুপার টাইফুনে পরিণত হলে বাতাঁনেস-বাবুয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে অতিক্রম করবে। এ অবস্থায় বাতাঁনেস, কাগায়ান, ইলোকোস নর্তে, ইলোকোস সুর এবং কাগায়ানের সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে।


কলকাতায় চড়া দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ, তবুও ক্রেতাদের ভিড়

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১৮:৫৭:২২
কলকাতায় চড়া দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ, তবুও ক্রেতাদের ভিড়
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান ভারতের বাজারে এলেও উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাই হতাশ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলকাতার বাজারে এই মাছ পৌঁছানোর পর কিছুক্ষণের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। তবে প্রত্যাশার তুলনায় দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাই খালি হাতে ফিরে গেছেন। তবে ব্যবসায়ীরা আশা করছেন, সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।

বাজারে ইলিশের চড়া দাম

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, মানিকতলা ও লেক মার্কেটের মতো জনপ্রিয় বাজারগুলোতে এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২০০০ রুপিতে বিক্রি হয়েছে। অন্যদিকে, ১.৫ কেজির বেশি ওজনের বড় মাছের দাম ছিল কেজিপ্রতি ২৫০০ রুপি। এরপরও দুর্গাপূজা উদযাপনের জন্য ক্রেতারা এই দামেই ইলিশ কেনেন।

কসবার মাছ বিক্রেতা অতুল দাস বলেন, “কিছু ক্রেতা যেকোনো মূল্যে ইলিশ কিনতে চেয়েছিলেন, তবে অনেকের কাছে এক কেজি আকারের মাছের দাম বেশি মনে হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, শুক্রবার থেকে সরবরাহ বাড়লে পরিস্থিতি বদলে যাবে।

সরবরাহ ও দামের কারণ

হাওড়ার পাইকারি ডিপোতে, যেখানে বাংলাদেশের মাছ প্রথম প্রবেশ করে, সেখানে এক কেজির বেশি ওজনের ইলিশ ১,৫০০ থেকে ১,৮০০ রুপিতে বিক্রি হয়েছে। বৃহস্পতিবারের নিলামে বড় ইলিশ ২,০০০ রুপিতে বিক্রি হয়। বুধবার বিশ্বকর্মা পূজার কারণে সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটে এবং বৃহস্পতিবার অনেক বাজার বন্ধ থাকায় শ্রমিক ও পরিবহন সংকট দেখা দেয়। গড়িয়াহাটের মতো এলাকার মাছের দোকানগুলোও বন্ধ ছিল।

ত্রিপুরা ও বেনাপোল দিয়ে রপ্তানি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার ৩৭ জন রপ্তানিকারককে মোট ১,২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১২.৫০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৫২৫ টাকা। আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ ত্রিপুরায় পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ছয়টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রপ্তানি করে।

রপ্তানিকারকরা বলছেন, ইলিশ রপ্তানি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে। তবে বাংলাদেশের সাধারণ ক্রেতারা আশঙ্কা করছেন, রপ্তানির কারণে দেশীয় বাজারে ইলিশের দাম আরও বেড়ে যাবে।


স্বামীর প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিতে গৃহবধূকে গরম তেলে হাত চুবাতে বাধ্য করা হলো

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১৮:০২:১২
স্বামীর প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিতে গৃহবধূকে গরম তেলে হাত চুবাতে বাধ্য করা হলো
প্রতীকী ছবি।

স্বামীর প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূ। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাকে জোর করে ফুটন্ত তেলের মধ্যে হাত ডোবাতে বাধ্য করে। এতে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুজরাটে ভয়াবহ নির্যাতন

ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, বিয়ের পর থেকেই ওই গৃহবধূর চরিত্র নিয়ে সন্দেহ করত শ্বশুরবাড়ির সদস্যরা। এ নিয়ে প্রায়ই তাকে মানসিক ও শারীরিক হেনস্তার শিকার হতে হতো।

গত ১৬ সেপ্টেম্বর পরিস্থিতি চরমে ওঠে। অভিযোগ অনুযায়ী, গৃহবধূর ননদ যমুনা ঠাকুর, ননদাই মনুভাই ঠাকুর এবং পরিবারের আরও দুজন সদস্য তাকে জোর করে ফুটন্ত তেলের মধ্যে হাত ডোবাতে বাধ্য করে। তারা বলে, যদি তিনি সত্যিই স্বামীর প্রতি বিশ্বস্ত হন, তাহলে গরম তেলে হাত দিলেও কিছুই হবে না।

প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার

গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ননদ, ননদাইসহ মোট চারজনকে গ্রেপ্তার করে।

স্থানীয় সমাজকর্মীরা এই ঘটনাকে শুধু কুসংস্কার নয়, বরং নারীর প্রতি ভয়াবহ নির্যাতন বলে অভিহিত করেছেন। তারা মনে করেন, এ ধরনের মানসিকতা ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও অনেক নারী নির্যাতিত হবেন।

সূত্র : আনন্দবাজার


ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে ইসরায়েলিদের পিটিশন

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১৭:২৯:১৯
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে ইসরায়েলিদের পিটিশন
ছবি: সংগৃহীত

আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন প্রায় ৯ হাজার ইসরায়েলি নাগরিক। এই সম্মেলনে ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া এবং বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে।

ইসরায়েলি নাগরিকদের আবেদন

‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদন অনুসারে, ইহুদি-আরবদের ইসরায়েলি সংগঠন ‘জাজিম - কমিউনিটি অ্যাকশন’ এই পিটিশনটি শুরু করে। ‘যুদ্ধকে না - স্বীকৃতিকে হ্যাঁ’ শিরোনামের এই আবেদনে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ৮ হাজার ৮৬৬ জন সই করেছেন।

আবেদনে বলা হয়েছে, “আমরা ইসরায়েলের সেই সব নাগরিক, যারা গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার বিরোধী এবং শান্তিতে বিশ্বাস করি। আমরা বিশ্বের সকল জাতির প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাই।” এতে আরও বলা হয়েছে, “আমাদের বেছে নিতে হবে যে, আমরা বিশ্বের সঙ্গে যোগ দেব, নাকি নেতানিয়াহু, স্মোট্রিচের পক্ষ নেব – যারা স্বীকৃতির বিরোধিতা করে।”

আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষ্য

পিটিশনের আয়োজকরা বলছেন, এর মূল লক্ষ্য হলো বিশ্বকে দেখানো যে, ইসরায়েলি সমাজের একটি বড় অংশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইসরায়েলের নিজেদের স্বার্থেও প্রয়োজনীয় বলে মনে করে। একইসঙ্গে, জার্মানি ও যুক্তরাষ্ট্রের মতো যেসব রাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে রাজি হয়নি, তাদের ওপর চাপ সৃষ্টি করাও এই উদ্যোগের উদ্দেশ্য।

সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রালুকা গানেয়া বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য ফরাসি-সৌদি উদ্যোগটি একটি “অসাধারণ সুযোগ”। তিনি মনে করেন, “দুই জনগণের জন্য দুটি রাষ্ট্রের রাজনৈতিক সমাধান, যেখানে প্রত্যেকের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি থাকবে—এটাই একমাত্র বিকল্প।”

পিটিশনের আয়োজকরা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ১০ হাজার ইসরায়েলির সই উপস্থাপনের লক্ষ্যে কাজ করছেন।


গাজা যুদ্ধের মাঝেই ইসরায়েলের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১২:৫৯:৪১
গাজা যুদ্ধের মাঝেই ইসরায়েলের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক মহলের আহ্বান সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের কাছে ৬৪০ কোটি ডলারের নতুন অস্ত্র চালানের সিদ্ধান্ত নিয়েছে। এই চালানটি এমন এক সময়ে অনুমোদন করা হলো, যখন ইসরায়েলি বাহিনী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা দখলের অভিযানে নেমেছে।

নতুন অস্ত্র চালানের বিস্তারিত

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই চালানে শুধু নিয়মিত গোলাবারুদই নয়, হামলায় ব্যবহারের উপযোগী ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংকও রয়েছে।

হেলিকপ্টার ও ট্যাংক: এই সামরিক সরঞ্জামগুলোর মূল্য যথাক্রমে ৩৮০ কোটি ডলার ও ১৯০ কোটি ডলার।

অন্যান্য: বাকি ৭০ কোটি ডলার যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য ধরা হয়েছে।

ট্রাম্প প্রশাসন এবং পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত এই অস্ত্রসম্ভার ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করা হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামলার পর ইসরায়েলি বাহিনী যে সামরিক অভিযান শুরু করে, তাতে এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আন্তর্জাতিক চাপ উপেক্ষা

গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত দুই বছরে ছয়বার প্রস্তাব উত্থাপন করা হলেও প্রতিবারই যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে তা বাতিল করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে। অন্যদিকে, ফ্রান্স ও সৌদি আরব আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে, যা ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়াতে পারে।


গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বাড়ছে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১২:০৪:৫৪
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বাড়ছে
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৭৪ জনে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ৩৩টি মরদেহ এবং ১৪৬ জন আহতকে আনা হয়েছে। এতে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা এখন ১ লাখ ৬৬ হাজার ৭১ জনে পৌঁছেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এখনও অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

ত্রাণ সংগ্রহ করতে গিয়েও প্রাণহানি

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও একজন ফিলিস্তিনি নিহত ও ১৭ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে মোট ২ হাজার ৫১৪ জন নিহত এবং ১৮ হাজার ৪৩১ জনের বেশি আহত হয়েছেন।

দুর্ভিক্ষের শিকার গাজা

গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে শিশুসহ আরও চারজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার ও দুর্ভিক্ষ-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যার মধ্যে ১৪৭টি শিশু।

চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে, যার কারণে উপত্যকাটির প্রায় ২৪ লাখ বাসিন্দা দুর্ভিক্ষের মুখে পড়েছে। খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এটি সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য ও দক্ষিণাঞ্চলের দেইর আল-বালাহ ও খান ইউনিসে ছড়িয়ে পড়বে।

এদিকে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বারবার আহ্বান জানালেও কোনো ফল পাওয়া যায়নি। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


ইসরায়েলের জন্য ৬.৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১১:১৩:১১
ইসরায়েলের জন্য ৬.৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের জন্য ৬.৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ সামরিক সরঞ্জাম ও অস্ত্র বিক্রির প্রস্তাব কংগ্রেসে অনুমোদনের জন্য পাঠিয়েছে। প্রস্তাবিত প্যাকেজের মধ্যে রয়েছে আক্রমণ হেলিকপ্টার, সেনা পরিবহন যান, সাঁজোয়া যান এবং সহায়ক যন্ত্রাংশ।

মার্কিন প্রশাসনের সূত্র জানায়, প্রস্তাবিত বিক্রির মধ্যে ৩.৮ বিলিয়ন ডলারের ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি আক্রমণ হেলিকপ্টার, ১.৯ বিলিয়ন ডলারের ৩,২৫০টি পদাতিক সাঁজোয়া যান, এবং প্রায় ৭৫০ মিলিয়ন ডলারের সাঁজোয়া যান মেরামত ও বিদ্যুৎ সরবরাহের যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাবটি বর্তমানে অনুমোদনের বিভিন্ন ধাপ পেরোচ্ছে।

এমন সময়ে এই প্রস্তাব এল যখন ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার গাজা সিটিতে তাদের সামরিক অভিযান আরও বিস্তৃত করেছে। তারা হামাসের ঘাঁটি লক্ষ্য করে তীব্র গোলাবর্ষণ চালায়। এদিকে গাজা থেকে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি জানিয়েছেন, তারা ভয়াবহ মানসিক চাপের মধ্যে রয়েছেন এবং পালানোর কোনো পথ নেই।

এই বিক্রয় প্রস্তাব বিশ্ব নেতাদের বার্ষিক জাতিসংঘ সাধারণ পরিষদে সমবেত হওয়ার মাত্র কয়েক দিন আগে প্রকাশ পেল। আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এই সভায় গাজা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও উচ্চ পর্যায়ের বৈঠক করবে। ফলে প্রস্তাবিত অস্ত্র বিক্রিকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের ইসরায়েলকে প্রকাশ্য ও দৃঢ় সমর্থন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কারণ ডেমোক্র্যাটদের একাংশ ক্রমশ ইসরায়েলের গাজা অভিযান নিয়ে অস্বস্তি প্রকাশ করছে। গত সপ্তাহে মার্কিন সিনেটের একদল সেনেটর ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে একটি প্রস্তাব উত্থাপন করেন এবং ডেমোক্র্যাটদের অর্ধেকের বেশি সম্প্রতি ইসরায়েলের জন্য অতিরিক্ত অস্ত্র বিক্রির বিরোধিতা করে ভোট দেন।

হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ খবর প্রকাশ করে।

-সুত্রঃ রয়টার্স


“এস্তোনিয়ার আকাশে রুশ মিগ-৩১: ন্যাটোর জরুরি বৈঠক ডাকার ঘোষণা”

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১০:২১:১৪
“এস্তোনিয়ার আকাশে রুশ মিগ-৩১: ন্যাটোর জরুরি বৈঠক ডাকার ঘোষণা”
ছবিঃ সংগৃহীত

বাল্টিক অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এস্তোনিয়া অভিযোগ করেছে, শুক্রবার তিনটি রুশ মিগ-৩১ যুদ্ধবিমান অনুমতি ছাড়াই তাদের আকাশসীমায় প্রবেশ করে। ঘটনাটি ঘটে ভায়ন্দলো দ্বীপের কাছে এবং বিমানগুলো প্রায় ১২ মিনিট এস্তোনিয়ার আকাশে ছিল। এসময় তাদের ট্রান্সপন্ডার বন্ধ ছিল এবং এস্তোনিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।

ঘটনার পর ন্যাটোর অংশ হিসেবে বাল্টিক অঞ্চলে অবস্থান করা ইতালির এফ-৩৫ যুদ্ধবিমান দ্রুত উড়ে যায় এবং রুশ বিমানগুলোকে সরে যেতে সতর্ক করে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে এই পদক্ষেপকে “দ্রুত ও দৃঢ় প্রতিক্রিয়া” বলে প্রশংসা করেছেন। সুইডেন ও ফিনল্যান্ডও তাদের যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি সামলায়।

এস্তোনিয়া এই ঘটনার পর ন্যাটো মিত্রদের সঙ্গে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছে। ন্যাটোর অনুচ্ছেদ ৪ অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্র যদি মনে করে তার নিরাপত্তা বা সীমান্ত হুমকির মুখে, তবে সে জরুরি বৈঠক ডাকতে পারে। এর আগে পোল্যান্ড একই অভিযোগে ন্যাটোর সঙ্গে জরুরি বৈঠক করেছিল।

রাশিয়া অভিযোগ অস্বীকার করেছে। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মিগ-৩১ বিমানগুলো কারেলিয়া অঞ্চল থেকে ক্যালিনিনগ্রাদে যাচ্ছিল এবং তারা এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি। মন্ত্রণালয় বলেছে, বিমানগুলো বাল্টিক সাগরের নিরপেক্ষ আকাশসীমায় ছিল এবং দ্বীপ থেকে অন্তত তিন কিলোমিটার দূরে উড়েছে।

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস ছাখনা বলেছেন, রাশিয়া এ বছর চারবার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি মনে করেন, রাশিয়ার এই বাড়তে থাকা উসকানি রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে মোকাবিলা করতে হবে।

উক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইচ্ছে করে ইউরোপীয় দেশগুলোর আকাশসীমায় ঢুকে পরিস্থিতি অস্থিতিশীল করছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, “হুমকি যত বাড়বে, চাপও তত বাড়বে।” তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব উপস্থাপন করেছেন।

ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের নেতৃত্ব এখন ইতালির হাতে, যারা এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে আকাশ নজরদারি করছে। সাম্প্রতিক উত্তেজনার পর যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সও পূর্ব ইউরোপে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে।

-নাজমুল হাসান


পাকিস্তানের পারমাণবিক সুরক্ষায় সৌদি আরব, চুক্তিতে কী আছে?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ০৯:৫৭:২৮
পাকিস্তানের পারমাণবিক সুরক্ষায় সৌদি আরব, চুক্তিতে কী আছে?
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে নিজেদের নিরাপত্তা জোরদার করতে সৌদি আরব ও পাকিস্তান একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করেছে। বুধবার সই হওয়া এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের বিশাল অর্থনৈতিক ক্ষমতা আর পাকিস্তানের পারমাণবিক শক্তিধর সামরিক বাহিনী এক সুতোয় বাঁধা পড়েছে।

সৌদি আরবের লক্ষ্য কি পারমাণবিক সুরক্ষা?

চুক্তির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ না হলেও বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মাধ্যমে সৌদি আরব পরোক্ষভাবে পারমাণবিক সুরক্ষা পেতে চাইছে। পাকিস্তান বরাবরই বলে এসেছে, তাদের পারমাণবিক অস্ত্রগুলো শুধু তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভারতের জন্য তৈরি করা হয়েছে। এই চুক্তির ওপর মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ইসরায়েল কড়া নজর রাখছে।

পাকিস্তানের অবস্থান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রয়টার্সকে বলেছেন, চুক্তিতে পারমাণবিক অস্ত্রের বিষয়টি ‘চিন্তাভাবনার মধ্যে নেই’। তবে এটি অন্যান্য উপসাগরীয় দেশের জন্যও সম্প্রসারিত হতে পারে। তিনি আরও বলেন, এই চুক্তিকে কোনো আগ্রাসনের জন্য ব্যবহার করার উদ্দেশ্য নেই, কিন্তু চুক্তির কোনো পক্ষ হুমকির মুখে পড়লে এই ব্যবস্থা সক্রিয় হবে।

যুক্তরাষ্ট্রের ওপর আস্থার অভাব

উপসাগরীয় দেশগুলো মনে করে, কাতার ও অন্যান্য আরব দেশের ওপর ইসরায়েলের নজিরবিহীন হামলা প্রমাণ করে, তারা এখন সরাসরি হুমকির মুখে আছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আস্থার অভাবকে আরও স্পষ্ট করেছে। লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক হাসান আল হাসান বলেন, “সৌদি আরবের দৃষ্টিকোণ থেকে, পারমাণবিক শক্তিধর ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত ও প্রচলিত প্রতিরোধে যে ঘাটতি রয়েছে, এই চুক্তি তা পূরণের উদ্দেশ্যে করা হয়েছে।”

পাকিস্তানের সামরিক ও অর্থনৈতিক লাভ

এই চুক্তির মাধ্যমে পাকিস্তানও বেশ কিছু সুবিধা পাবে। ভারতের চেয়ে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট সাত গুণ কম। তাই সৌদি আরবের অর্থনৈতিক সহায়তা পাকিস্তানকে প্রতিরক্ষা খাতে ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। এই চুক্তির প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছে, তারা এই চুক্তির প্রভাব তাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর কীভাবে পড়তে পারে, তা খতিয়ে দেখবে।

পাঠকের মতামত: