ভোলায় নারীনেত্রী নির্যাতন: বহিষ্কৃত নেতার সমর্থনে বিক্ষোভ, বিএনপির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ২১:৫৪:৩৬
ভোলায় নারীনেত্রী নির্যাতন: বহিষ্কৃত নেতার সমর্থনে বিক্ষোভ, বিএনপির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সম্পাদক ইব্রাহিম হাওলাদারের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন তার সমর্থকেরা। সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভে বক্তারা দাবি করেন, ইব্রাহিম হাওলাদার নারীনেত্রী নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন না। তাকে ষড়যন্ত্রমূলকভাবে দোষী করা হয়েছে। বিএনপির ইউনিয়ন কমিটির সহসভাপতি কুট্টি মিয়া, সদস্য ফজলুল হক, যুবদল নেতা মোফাজ্জল হোসেন, নোমান পঞ্চায়েত, ছাত্রদলের সভাপতি রুবল মির্জা ও সম্পাদক সবুজ তালুকদারসহ কয়েকজন নেতাকর্মী বক্তব্য দেন।

তারা বলেন, ইব্রাহিম হাওলাদার একজন জনপ্রিয় নেতা। তার বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে গত ৪ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ইব্রাহিম হাওলাদারকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। চিঠিতে জানানো হয়, "নৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে" এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দলের সঙ্গে তার সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১ জুন ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম চলাকালে অনিয়মের অভিযোগ তোলেন এক নারী। অভিযোগ রয়েছে, তখন ইব্রাহিম হাওলাদারের নির্দেশে তার অনুসারীরা ওই নারীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে মারধর করেন। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ