বিতর্কের কেন্দ্রে চীনের ইন্টারঅ্যাকটিভ গেম, নারীবিদ্বেষের অভিযোগ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৮:১২:৪৫
বিতর্কের কেন্দ্রে চীনের ইন্টারঅ্যাকটিভ গেম, নারীবিদ্বেষের অভিযোগ

চীনে সদ্য মুক্তিপ্রাপ্ত একটি ভিডিও গেম নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ‘রিভেঞ্জ অন গোল্ড ডিগার্স’ নামের এই ইন্টারঅ্যাকটিভ লাইভ অ্যাকশন গেমের কাহিনি গড়ে উঠেছে প্রেমঘটিত প্রতারণা ও অর্থলোভী নারীদের ঘিরে। গেমটির গল্প খেলোয়াড়ের সিদ্ধান্ত অনুযায়ী বদলাতে পারে, যা এটিকে আরও বাস্তবঘনিষ্ঠ করে তোলে।

গেমটি প্রকাশের পরপরই গেমিং প্ল্যাটফর্ম ‘স্টিম’-এ বিক্রির শীর্ষে উঠে আসে। কিন্তু এর সঙ্গে সঙ্গেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই এটিকে নারীবিদ্বেষী ও লিঙ্গ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ছড়ানোর অভিযোগ তুলেছেন।

প্রকাশের একদিন পরই বিতর্ক সামাল দিতে গেমটির নাম বদলে রাখা হয় ‘ইমোশনাল অ্যান্টি-ফ্রড সিমুলেটর’। তবুও বিতর্ক থামেনি। গেমের পরিচালক, হংকংয়ের চলচ্চিত্র নির্মাতা মার্ক হু-কে চীনের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

‘উদ্দেশ্য ছিল প্রতারণার বিরুদ্ধে বার্তা’

পরিচালক মার্ক হু দাবি করেছেন, তাঁর লক্ষ্য নারীদের অবমাননা নয়, বরং আধুনিক প্রেম-সম্পর্কে আবেগভিত্তিক প্রতারণার বিষয়ে সচেতনতা তৈরি করা। তবে অনেক নারী এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন।

সিউ ইকুন নামের একজন নারী খেলোয়াড় বলেন, “এই গেম ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করে বিক্রি বাড়াতে চাচ্ছে। গোল্ড ডিগার শব্দটাই নারীদের হেয় করার জন্য ব্যবহৃত হয়।”

তাঁর মতে, “একজন নারী যদি ধনী প্রেমিক বেছে নেন বা নিজেকে আকর্ষণীয় করে তোলেন, তাতেই তাকে ‘গোল্ড ডিগার’ বলা হয়—এটি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি।”

অন্যদিকে কিছু গেমার এটিকে অতিমাত্রায় সমালোচনার শিকার মনে করছেন। ৩১ বছর বয়সী ঝুয়াং মেংশেং বলেন, “গেমটি তো বলেনি সব নারী এমন। অর্থের প্রতি আকর্ষণ নারী-পুরুষ উভয়েরই থাকতে পারে।”

তবে সমালোচকেরা যুক্তি দেন, গেমে শুধু নারীদেরই প্রতারক হিসেবে দেখানো হয়েছে, যা একপেশে উপস্থাপন।

মতবিরোধ গণমাধ্যমেও

চীনের স্থানীয় সংবাদমাধ্যমেও এ নিয়ে মতপার্থক্য দেখা গেছে। হুবেই প্রদেশের একটি সংবাদপত্র গেমটিকে স্পষ্টভাবে নারীবিদ্বেষী বলে উল্লেখ করেছে, অন্যদিকে ‘বেইজিং ইয়ুথ ডেইলি’ গেমটির ‘সৃজনশীলতা’ এবং প্রতারণাবিরোধী বার্তার প্রশংসা করেছে।

চীনের জাতীয় প্রতারণা প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রেমের ফাঁদে ফেলে প্রায় ২ বিলিয়ন ইউয়ান আত্মসাৎ করা হয়।

আত্মহত্যা ও অনুপ্রেরণার অভিযোগ

কিছু বিশ্লেষকের ধারণা, গেমটির অনুপ্রেরণা এসেছে 'ফ্যাট ক্যাট' নামে পরিচিত এক ব্যক্তির বাস্তব জীবনের ঘটনা থেকে, যিনি প্রেমে প্রতারণার অভিযোগ তুলে আত্মহত্যা করেন। যদিও পরবর্তী তদন্তে তাঁর প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ মেলেনি।

নারী অধিকারকর্মীদের আশঙ্কা, এই গেম চীনের প্রচলিত পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে আরও পুষ্টি দিচ্ছে। তাঁদের মতে, এটি নারীদের দুর্বল, অর্থলোভী এবং নির্ভরশীল হিসেবে উপস্থাপন করে বিদ্বেষ উসকে দিচ্ছে।

এক নারী, নাম প্রকাশে অনিচ্ছুক, বিবিসিকে বলেন, “এই গেম লিঙ্গভিত্তিক বিদ্বেষ আরও বাড়াবে। নারীদের আবারও দুর্বল চরিত্রে দেখানো হচ্ছে।”

সব বিতর্ক সত্ত্বেও গেমটির জনপ্রিয়তা কমেনি। এটি এখন চীনের উইন্ডোজ ডেস্কটপ গেমগুলোর মধ্যে শীর্ষ দশে অবস্থান করছে, এবং বিক্রিতে ছাড়িয়ে গেছে ‘ব্ল্যাক মিথ: য়ুকোং’-এর মতো হাই-প্রোফাইল গেমকেও।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ