অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গৃহিণী ঐশীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজধানী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৪:০৫:১০
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গৃহিণী ঐশীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধভাবে সম্পদ অর্জন ও তা বৈধ করার অভিযোগে গৃহিণী ওয়াজেফু তাবাসসুম ঐশীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে মামলায় তাঁর স্বামীকেও আসামি করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর। এর আগে বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন।

এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ মার্চ দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ঐশী ৬৩ লাখ ১১ হাজার ২২২ টাকার অস্থাবর সম্পদের তথ্য দেন। দাবি করেন, এই অর্থ তিনি পেয়েছেন তাঁর পিতা মো. ওয়াজেদ আলীর কাছ থেকে। তবে দুদকের অনুসন্ধানে দেখা যায়, ওয়াজেদ আলী ছিলেন কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের অবসরপ্রাপ্ত ফোরম্যান। অবসরের সময় তিনি সর্বমোট ২৭ লাখ ৯৪ হাজার ৪৫১ টাকা পান।

তাঁর আয়ের পরিমাণ বিবেচনায় ঐশীকে উল্লেখিত অর্থ দান বা ঋণ দেওয়ার মতো সক্ষমতার কোনো লিখিত বা আর্থিক প্রমাণ পাওয়া যায়নি। এমনকি ঐশীর বড় ভাই ওয়াহেদুস সাবা মিথুনের কাছেও কোনো সম্পদ হস্তান্তরের নজির মেলেনি।

দুদকের অনুসন্ধানে আরও উঠে এসেছে, ঐশী একজন গৃহিণী এবং তাঁর কোনো স্বতন্ত্র আয়ের উৎস নেই। যদিও তিনি ২০২২ সালে আয়কর নিবন্ধন নেন, তবে এখনো পর্যন্ত কোনো রিটার্ন দাখিল করেননি।

দুদকের মতে, ঐশী ও তাঁর স্বামী অবৈধভাবে অর্জিত সম্পদ গোপন করে তা বৈধ দেখানোর চেষ্টা করেছেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ