রাজনীতি

ন্যায়, সংস্কার ও নতুন সংবিধানেই হবে নতুন বাংলাদেশের ভিত্তি: নাহিদ ইসলাম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ০৯:৫৭:০৭
ন্যায়, সংস্কার ও নতুন সংবিধানেই হবে নতুন বাংলাদেশের ভিত্তি: নাহিদ ইসলাম

বিচার, কাঠামোগত সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৫ জুলাই) রাতের বৃষ্টিমুখর সন্ধ্যায় নওগাঁ শহরের নবজোয়ান মাঠে “জুলাই মিছিল: জাতি গঠনের প্রত্যয়” শীর্ষক কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এক বছর পেরিয়ে গেলেও আমরা এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না। সেজন্যই আমরা তিনটি বিষয় জোর দিয়ে বলছি—বিচার, সংস্কার এবং নতুন সংবিধান। এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ নির্মাণ হবে।”

সভায় জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের এক বছরপূর্তিতে এনসিপি ‘জুলাই মিছিল’ শুরু করেছে—এটি ৬৪ জেলা ঘুরে জাতির কাছে বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। আমরা শুধু বক্তৃতা দিচ্ছি না, শহীদ পরিবার ও সাধারণ মানুষের কণ্ঠও শুনছি।”

বর্তমান সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে নাহিদ বলেন, “গত ১৫ বছরে উন্নয়নের নামে সরকার শুধু মানুষকে ধোঁকা দিয়েছে। নওগাঁর রাস্তাঘাটই এর প্রমাণ—এখানে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। এই প্রতারণার দিন শেষ। আমরা মিথ্যা প্রতিশ্রুতি দেব না। আমরা একটি বিশ্বাসযোগ্য বিকল্প নেতৃত্ব ও আদর্শ আপনাদের সামনে তুলে ধরছি।”

তিনি আরও বলেন, “জনতার জাগরণে তরুণ সমাজ ও সাধারণ জনগণ আজ বিকল্প নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশের আগামী পথ কোন দিকে যাবে—সেই সিদ্ধান্ত এখন আপনাদের হাতে। ১৫ বছর ধরে মানুষ নিপীড়িত। এই নওগাঁ থেকেই অনেকে নির্বাসনে গেছেন, অনেকেই আহত বা শহীদ হয়েছেন।”

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করলেও তার সুফল ভোগ করতে পারিনি। সেই স্বাধীনতা হারিয়ে গেছে। জুলাই ২০২৪-এর গণজাগরণ যেন ব্যর্থ না হয়, এটাই আমাদের শপথ। আমরা শুধু মুক্তির লড়াই করিনি, সংস্কারের লড়াইও করবো—যে সংস্কার আমাদের স্বাধীনতাকে সুরক্ষা দেবে এবং শহীদদের সম্মান নিশ্চিত করবে।”

সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা ইউনিটের প্রধান সমন্বয়ক মুনিরা শারমিন। তিনি সবাইকে এনসিপির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা নিজের চোখে আমাদের ভাইকে শহীদ হতে দেখেছি। এতগুলো সাক্ষী থাকা সত্ত্বেও আজও ন্যায়বিচার হয়নি। মানুষের মনে শান্তি আনতে হলে যারা এই গণহত্যার জন্য দায়ী—আওয়ামী লীগ ও শেখ হাসিনার মতো নেতৃত্বকে বাংলাদেশের মাটিতে বিচারের সম্মুখীন করতে হবে।”

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র চিফ কো-অর্ডিনেটর আবদুল হান্নান মাসুদ, চিফ কো-অর্ডিনেটর নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

-সুত্র ইউ এন বি

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ