আশুরা উপলক্ষে তারেক রহমানের বার্তা: ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ২০:৪৪:২৯
আশুরা উপলক্ষে তারেক রহমানের বার্তা: ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশুরা উপলক্ষে দেওয়া এক বার্তায় কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন (রাঃ)-এর আত্মত্যাগ স্মরণ করেছেন এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত “নিরন্তর সংগ্রাম” চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “১০ মহররম মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় একটি দিন। পবিত্র আশুরায় হযরত ইমাম হোসেন (রাঃ) জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেন—যা আজও বিশ্বব্যাপী ন্যায় ও মানবতার সংগ্রামে অনুপ্রেরণার উৎস।”

তারেক রহমান বলেন, “এই দিন শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের প্রতীক। হযরত হোসেন (রাঃ)-এর আদর্শ, আত্মত্যাগ ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম সব যুগেই অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে মানুষের প্রতিরোধকে জাগিয়ে তুলেছে।”

তিনি মন্তব্য করেন, “কারবালার ঘটনা মানবতার চরম নিদর্শন এবং সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার অনন্য উদাহরণ। হযরত হোসেন (রাঃ)-এর আত্মত্যাগ তাকওয়া, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ।”

বার্তায় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৬ বছরে দেশে দমন-পীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্বাচনী প্রহসন ও রাষ্ট্রীয় সম্পদ লোপাটের মাধ্যমে আওয়ামী শাসন এক নির্দয় শাসনব্যবস্থায় পরিণত হয়েছে। খালেদা জিয়াকে কারাবন্দি রাখা এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করার ঘটনাকে তিনি 'এজিদ বাহিনীর নিষ্ঠুরতার সঙ্গে তুলনীয়' বলে অভিহিত করেন।”

তিনি বলেন, “ইমাম হোসেন (রাঃ) ও তাঁর অনুসারীদের আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে, যাতে দেশে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত হয়।”

বার্তার শেষে তারেক রহমান শহীদ ইমাম হোসেন (রাঃ), তাঁর পরিবার ও সঙ্গীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ