গাজায় ইসরাইলি হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক নিহত

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ০৯:০৭:১৮
গাজায় ইসরাইলি হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান সুলতান। গাজার সিটির নিজ বাসভবনে সোমবার চালানো এক হামলায় তিনি প্রাণ হারান। তার পরিবারের আরও কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডা. সুলতান যুদ্ধাবস্থায় গাজার স্বাস্থ্যসেবা খাতে মানবিক ভূমিকা পালন করছিলেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে “মানবিকতার প্রতীক” হিসেবে অভিহিত করে বলেছে, “এ হত্যাকাণ্ড চিকিৎসা খাতের বিরুদ্ধে একটি বর্বরোচিত অপরাধ।”

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজার সিটিতে হামাসের এক “গুরুত্বপূর্ণ সন্ত্রাসী লক্ষ্যবস্তু” করে হামলা চালায়। বেসামরিক নাগরিক হতাহত হয়েছে কি না, তা তারা খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

তবে নিহত ডা. সুলতানের মেয়ে লুবনা আল-সুলতান জানিয়েছেন, “একটি এফ-১৬ যুদ্ধবিমান সরাসরি তার ঘরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আশেপাশের সব ঘর অক্ষত থাকলেও কেবল আমার বাবার ঘরটিই সম্পূর্ণ ধ্বংস হয়েছে।”তিনি বলেন, “আমার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। যুদ্ধের সময় তিনি শুধু রোগীদের পাশে দাঁড়াতেন।”

এছাড়া, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকার আল-মাওয়াসির নামক কথিত “নিরাপদ অঞ্চলে” ইসরাইলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে শিশুরাও।

নিহতদের স্বজন মাহা আবু রিজক বলেন, “তারা ভেবেছিল এখানে নিরাপদে থাকবে। কিন্তু তারা মারা গেল। তারা কী দোষ করেছিল?”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ