‘অপসারিত’ থেকে ‘পলাতক’, ভারতের সংবাদমাধ্যমে শেখ হাসিনার পরিবর্তিত পরিচয়

ভারত ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ২০:১৩:৫২
‘অপসারিত’ থেকে ‘পলাতক’, ভারতের সংবাদমাধ্যমে শেখ হাসিনার পরিবর্তিত পরিচয়

বাংলাদেশে গত জুলাই বিপ্লবের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ঢাকা বিষয়ক আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে বাংলাদেশের খবর প্রায় সীমিত ছিল গুরুত্বপূর্ণ ঘটনা ও রাজনৈতিক ভাষ্য পর্যন্ত, এখন পরিস্থিতি বদলে গেছে। ৫ আগস্টের ঘটনার পর থেকে ভারতীয় সংবাদমাধ্যম শত শত প্রতিবেদন প্রকাশ করছে।

তবে এসব প্রতিবেদনের স্বরূপ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যম কিভাবে উপস্থাপন করছে, তা নিয়ে নজর ছিল সকলের।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেছেন, গত পাঁচ মাসে ভারতীয় প্রধান সংবাদপত্রগুলোতে শেখ হাসিনার প্রতি দৃষ্টিভঙ্গিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে।

তিনি জানান, আগের মতো ভারতের গণমাধ্যম শেখ হাসিনাকে ‘প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করত। পরবর্তীতে ‘অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী’ হিসেবে বর্ণনা শুরু হয়। কিন্তু বর্তমানে ভারতের শীর্ষ চারটি সংবাদপত্র — টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস — ধীরে ধীরে ‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করছে তাকে।

ফয়সাল মাহমুদ পোস্টের শেষাংশে উল্লেখ করেন, এই পরিবর্তনের ধারাটি নেতিবাচক নয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ