রেকর্ড ডেট শেষে শেয়ারবাজারে ফিরলো দুই জায়ান্ট

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১০:৫১:০৪
রেকর্ড ডেট শেষে শেয়ারবাজারে ফিরলো দুই জায়ান্ট

রেকর্ড ডেট হলো সেই নির্দিষ্ট তারিখ, যেদিন কোম্পানির শেয়ারহোল্ডার তালিকা নির্ধারণ করা হয়। ওইদিন যার নামে শেয়ার থাকবে, তিনিই কোম্পানির ঘোষিত লভ্যাংশ, বোনাস শেয়ার বা অধিকার সংক্রান্ত যেকোনো সুবিধা পাওয়ার অধিকারী হন।

ডেল্টা লাইফ ও সোস্যাল ইসলামী ব্যাংক তাদের ২০২৪ সালের ব্যবসায়িক পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে যে লভ্যাংশ ঘোষণা করেছে, তার প্রাপ্যতা নির্ধারণে এই রেকর্ড ডেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রেকর্ড ডেট শেষে, কোম্পানিগুলোর শেয়ার বুধবার থেকে আবার স্বাভাবিক নিয়মে সাধারণ লেনদেনে ফিরে এসেছে।

এই ধরনের রেকর্ড ডেট-সংক্রান্ত লেনদেন বিরতি সাধারণত স্বল্পমেয়াদী হলেও বিনিয়োগকারীদের জন্য তা তাৎপর্যপূর্ণ। কারণ, এটি ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সরাসরি প্রভাব ফেলে। অনেক বিনিয়োগকারী কৌশলগতভাবে শেয়ার ধারণ করেন শুধু ডিভিডেন্ড পাওয়ার জন্য, যাকে বলা হয় ‘ডিভিডেন্ড ক্যাপচার স্ট্র্যাটেজি’।

ডেল্টা লাইফ ও এসআইবিএল এই দুটি প্রতিষ্ঠানই দেশের বীমা ও ব্যাংক খাতের গুরুত্বপূর্ণ প্লেয়ার। রেকর্ড ডেট-পরবর্তী বাজার প্রতিক্রিয়া ও লেনদেন প্রবণতা তাই বিনিয়োগকারীদের নজরে থাকবে।

ডেল্টা লাইফ ও সোস্যাল ইসলামী ব্যাংকের রেকর্ড ডেট-পরবর্তী শেয়ার লেনদেন পুনরায় চালুর মধ্য দিয়ে বাজারে স্বাভাবিক গতি ফিরেছে। এ ধরনের রুটিন ডেটের পেছনে যে কর্পোরেট কাঠামোগত স্বচ্ছতা ও শেয়ারহোল্ডার স্বার্থ রক্ষার দৃষ্টিভঙ্গি কাজ করে, তা বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ