ট্রাম্পের হুঁশিয়ারি: ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ২১:৪৮:৫৬
ট্রাম্পের হুঁশিয়ারি: ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে

টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত তার ব্যয় পরিকল্পনার সমালোচনা করায় মাস্ককে দেশ ছাড়তে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মঙ্গলবার (১ জুলাই) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি নিশ্চিত নই, তবে ব্যাপারটা বিবেচনা করতে হতে পারে।” পরে হাস্যরসাত্মক ভঙ্গিতে যোগ করেন, “আমরা হয়তো ডোজকে (DOGE) ইলনের পেছনে লাগিয়ে দিতে পারি। জানো ডোজ কী? সেই দানব, যে ইলনকে গিলে ফেলবে!”

উল্লেখ্য, ডোজ বা “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” যুক্তরাষ্ট্র সরকারের একটি সংস্থা, যার নেতৃত্বে কিছুদিন আগেও ছিলেন মাস্ক। গত মে মাসে তিনি পদত্যাগ করেন।

মুলত ট্রাম্পের বিলটি যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক যানবাহন শিল্পের জন্য প্রদত্ত ভর্তুকি বাতিলের প্রস্তাব করে। ইলন মাস্ক সেই বিলের কড়া সমালোচক। ট্রাম্প অভিযোগ করে বলেন, “সে (মাস্ক) খুব ক্ষুব্ধ, কারণ সে ইভি ম্যান্ডেট হারাচ্ছে। তবে আমি বলব, সে আরও অনেক কিছু হারাতে পারে।”

ট্রাম্প আরও বলেন, “সরকারি ভর্তুকি ছাড়া ইলন হয়তো দোকান গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবে।”

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্ক ছিলেন ট্রাম্পের অন্যতম বড় দাতা ও সমর্থক। কিন্তু সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বিল ঘিরে তাদের সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। মাস্ক রিপাবলিকানদেরও সমালোচনা করে বলেন, তারা যুক্তরাষ্ট্রকে পরিচ্ছন্ন জ্বালানি বিপ্লবের দৌড়ে পিছিয়ে দিচ্ছে।

সবশেষে মাস্ক জানান, পরিস্থিতি অনুযায়ী তিনি নতুন একটি রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের কথাও ভাবছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ