চট্টগ্রামে করোনা শনাক্তের হার উদ্বেগজনক, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ২০:১৫:৩৫
চট্টগ্রামে করোনা শনাক্তের হার উদ্বেগজনক, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

চট্টগ্রামে করোনা সংক্রমণ আবারও উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে নতুন করে আরও ১৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এই নিয়ে গত ২২ দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে, জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, বর্তমানে চট্টগ্রামের ১২টি পরীক্ষাগারে করোনা শনাক্তকরণ পরীক্ষা চলছে, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবসহ বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

চিকিৎসাধীন আক্রান্তদের মধ্যে বর্তমানে ৮৪ জন বিভিন্ন করোনা নির্ধারিত হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্ত ১৫৮ জনের মধ্যে ১৪৩ জন নগরবাসী এবং ১৫ জন জেলার বিভিন্ন উপজেলা থেকে এসেছেন। এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে।

সিভিল সার্জন জানান, সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে। তবে জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “করোনা প্রতিরোধে জনসাধারণকে মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা এবং নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য অসতর্কতা আবারও বড় সংকট ডেকে আনতে পারে।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার বর্তমান পরিস্থিতি অবহেলা করলে তা দ্রুত মহামারি রূপ নিতে পারে। বিশেষ করে যেসব এলাকায় জনসমাগম বেশি, সেখানেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা সবচেয়ে বেশি।

-এম জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ