জুলাই আন্দোলনের বর্ষপূর্তি, নুরের নেতৃত্বে কর্মসূচির ঘোষণা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ৩০ ২০:৩০:০৮
জুলাই আন্দোলনের বর্ষপূর্তি, নুরের নেতৃত্বে কর্মসূচির ঘোষণা

‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এবং কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) উদ্‌যাপন কেন্দ্র করে জুলাই মাসজুড়ে বিভিন্ন আয়োজন থাকবে। আলোচনায় থাকবে শহিদদের স্মরণ, রাষ্ট্র সংস্কার, প্রবাসীদের ভূমিকা, কোটা আন্দোলন এবং পেশাজীবীদের অংশগ্রহণের ইতিহাস।

ঘোষিত কর্মসূচির তালিকা:

১ জুলাই: “কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার (২০১৮–২০২৪)” শীর্ষক আলোচনা সভা।

১৬ জুলাই: জেলা পর্যায়ে পদযাত্রা; দাবি থাকবে ‘জুলাই শহিদ দিবসে গণহত্যার বিচার’।

১৮ জুলাই: “কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

২০ জুলাই: “কারাবন্দি ও আহত যোদ্ধাদের স্মৃতিচারণ” নিয়ে আলোচনা সভা।

২৫ জুলাই: শহিদদের স্মরণে উপজেলা পর্যায়ে আলোচনা ও দোয়া মাহফিল।

২৬ জুলাই: “জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা।

৩১ জুলাই: “গণঅভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা” নিয়ে বিশেষ আলোচনা।

১ আগস্ট: শহিদ মিনারে ‘ঐক্য ও সংহতি সমাবেশ’।

৫ আগস্ট: ‘গণঅভ্যুত্থান দিবস’ কেন্দ্রীয়ভাবে উদ্‌যাপন।

৮ আগস্ট: “জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক সমাপনী আলোচনা সভা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, ও মাহফুজুর রহমান প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচির মাধ্যমে তারা গণতন্ত্র, বিচার ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চান। জুলাই আন্দোলনের ‘শহিদ, সংগ্রামী ও প্রত্যাশা’—এই তিন স্তম্ভকে কেন্দ্র করেই তারা জনগণের সঙ্গে সংলাপে যেতে চান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ