খুলনার রূপসায় গ্রেনেড বাবু গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক যুবকের

খুলনা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৭ ১০:৫৭:১৬
খুলনার রূপসায় গ্রেনেড বাবু গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক যুবকের

খুলনার রূপসায় সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় নিহত হয়েছেন সাব্বির নামে এক যুবক। আহত হয়েছেন আরও দুইজন, যাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ বলছে, নিহত ও আহতরা খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবু চক্রের সদস্য।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে খুলনা জেলার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকায় সোহাগ নামে এক ব্যক্তির বাড়িতে এ ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ওই বাড়ির ভেতর হঠাৎ গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর তারা একটি মরদেহ দেখতে পান এবং পুলিশের খবর দেন। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহত সাব্বির নগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে। গুরুতর আহত সাদ্দাম হোসেন, সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসিন্দা নুর ইসলামের ছেলে। আরেক গুলিবিদ্ধ ব্যক্তি মিরাজ, যিনি স্থানীয়ভাবে ‘কাউয়া মিরাজ’ নামে পরিচিত, হাসপাতালে ভর্তি না হয়ে পালিয়ে যান।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার সময় ৫-৭ জন সশস্ত্র হামলাকারী ওই বাড়িতে ঢুকে গুলি চালায়। সাব্বিরের মাথার পেছন থেকে গুলি ঢুকে সামনের চোখ ভেদ করে বেরিয়ে যায়। সাদ্দামের মাথার পেছনেও একটি গুলি লাগে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬টি গুলির খোসা, ৪ রাউন্ড তাজা গুলি, কিছু ইয়াবা এবং গ্রেনেড সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুই সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের। বাড়ির মালিক সোহাগও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনিসুজ্জামান জানিয়েছেন, নিহত সাব্বির সম্প্রতি রূপসায় নিহত কালা রনি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ বলছে, হামলাকারী ও ভুক্তভোগী—উভয় পক্ষই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। বর্তমানে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

প্রেস সচিবের বক্তব্যে বাকস্বাধীনতা, মব কালচার ও সাংবাদিকতার দ্বন্দ্ব: পাঠবিশ্লেষণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি এক দীর্ঘ বক্তব্যে দেশের সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত... বিস্তারিত