রুশ হামলায় ইউক্রেনের প্রশিক্ষণ ঘাঁটিতে ১২ সেনা নিহত, আহত ৬০

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০১ ১৮:১০:৪৮
রুশ হামলায় ইউক্রেনের প্রশিক্ষণ ঘাঁটিতে ১২ সেনা নিহত, আহত ৬০

ইউক্রেনের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রোববার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। ইউক্রেনীয় সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর বিবৃতিতে হামলার স্থান নির্দিষ্টভাবে উল্লেখ না করা হলেও জানানো হয়েছে, “১ জুন, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে শত্রুপক্ষ ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ ইউনিটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, হামলায় ১২ জন সেনা নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন।”

সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার সময় ঘাঁটিতে কোনো ‘গণসমাবেশ’ চলছিল না এবং অধিকাংশ সেনা সদস্য সুরক্ষিত অবস্থানে ছিলেন।

এই ঘটনায় ইউক্রেনে সেনা প্রশিক্ষণ ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে প্রশিক্ষণের সময় সেনা সদস্য হতাহতের ঘটনা বাড়তে থাকায় প্রশাসনের ওপর চাপ বাড়ছে। গত মাসেই সীমান্তবর্তী একটি এলাকায় প্রশিক্ষণরত ছয় সেনা রুশ হামলায় নিহত হন। ইউক্রেনের বিরোধী রাজনীতিকেরা তখন সেনা কমান্ডের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন।

এ বিষয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, “যদি কোনো কর্মকর্তা বা ব্যক্তির কার্যকলাপ বা নিষ্ক্রিয়তার কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে থাকে, তবে তাকে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা হবে।”

অন্যদিকে, একই দিনে রাশিয়া দাবি করেছে যে তারা ইউক্রেনের উত্তরের সুমি অঞ্চলের একটি গ্রাম দখল করেছে। মস্কো জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় তারা ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে এবং এর অংশ হিসেবে নতুন করে একটি বসতি তাদের নিয়ন্ত্রণে এসেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, সুমি অঞ্চল ঘিরে রাশিয়া অন্তত ৫০ হাজার সেনা মোতায়েন করেছে, যা একটি সম্ভাব্য নতুন স্থল অভিযানের ইঙ্গিত হতে পারে। বাড়তে থাকা গোলাবর্ষণ এবং হামলার আশঙ্কায় এখন পর্যন্ত ওই অঞ্চলের দুই শতাধিক গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।


বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করল কানাডা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৯ ২১:২৭:১২
বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করল কানাডা
ছবি: সংগৃহীত

কানাডা সরকার তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কানাডার সরকারি ওয়েবসাইটে ‘ভ্রমণ’ বিভাগে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুরো বাংলাদেশের জন্য হলুদ চিহ্ন অর্থাৎ ‘উচ্চমাত্রায় সতর্ক থাকার’ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে লাল চিহ্ন অর্থাৎ ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন এই সতর্কতা?

কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধের কারণে নিরাপত্তা পরিস্থিতির যেকোনো মুহূর্তে অবনতি ঘটতে পারে, যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। তাই কানাডীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কথা মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলতে হবে।


পাকিস্তান-সৌদি চুক্তি: নীরব সতর্কতা জারি করল ভারত

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৯:৫৮:১৫
পাকিস্তান-সৌদি চুক্তি: নীরব সতর্কতা জারি করল ভারত
ছবি: সংগৃহীত

পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত আশা করে রিয়াদ পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতাগুলো মনে রাখবে।

চুক্তির প্রভাব বিবেচনা করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের সঙ্গে তাদের কৌশলগত অংশীদারত্বের কথা তুলে ধরে বলেছে, এই সম্পর্ক গত কয়েক বছরে গভীর হয়েছে। রণধীর জয়সওয়াল বলেন, "আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের খবর দেখেছি। আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে।"

এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সব পদক্ষেপ নেবে।

ঐতিহাসিক চুক্তি

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে “উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন” হিসেবে গণ্য করা হবে এবং উভয় দেশ একসঙ্গে এর মোকাবিলা করবে।

এই চুক্তি এমন এক সময় স্বাক্ষরিত হলো, যখন কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। এটি দুই দেশের প্রায় আট দশকের দীর্ঘ ঐতিহাসিক অংশীদারত্বের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস


যুক্তরাষ্ট্রের ৫০ কোটি ডলারের থাড ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ইরান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৮:৫৩:৫৮
যুক্তরাষ্ট্রের ৫০ কোটি ডলারের থাড ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ইরান
ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত শেষে অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই সংঘাতে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এটিকে শুধু ইসরায়েলের পরাজয় হিসেবে নয়, যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয় হিসেবেও দেখা হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইসরায়েলকে সহায়তা দিতে গিয়ে উন্নত মানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (থাড) হারিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতি

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত নথি থেকে জানা যায়, ইসরায়েলকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র প্রায় ৫০ কোটি ডলারের উন্নত মানের থাড ক্ষেপণাস্ত্র হারিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ও দ্য ওয়ার জোন, বিজনেস ইনসাইডারের মতো মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও এই তথ্য উঠে এসেছে।

পেন্টাগনের নথি ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা

পেন্টাগনের সদ্য প্রকাশিত বাজেট নথিতে দেখা গেছে, গত জুনে ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপনের জন্য পেন্টাগন ৪৯৮ দশমিক ২৬৫ মিলিয়ন ডলারের জরুরি তহবিল চেয়েছে।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েলকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র ‘১০০ থেকে ১৫০টি থাড ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছিল। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপনের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।

সূত্র : মেহের নিউজ এজেন্সি


আইফোন ১৭-এর জন্য এমন উন্মাদনা? বিক্রি শুরুর দিনে মারামারি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৬:২৬:১৩
আইফোন ১৭-এর জন্য এমন উন্মাদনা? বিক্রি শুরুর দিনে মারামারি
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী নতুন আইফোন ১৭ সিরিজের বিক্রি শুরু হয়েছে। নতুন এই ফোনের প্রতি ক্রেতাদের উন্মাদনা এতটাই বেশি যে, ভারতের মুম্বাইয়ের একটি অ্যাপল স্টোরে এটি কিনতে গিয়ে ক্রেতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে। শুধু মুম্বাই নয়, দিল্লি ও বেঙ্গালুরুর অ্যাপল স্টোরগুলোতেও ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এনডিটিভি-র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের অ্যাপল স্টোরের সামনে অসংখ্য ক্রেতা ঠেলাঠেলি করছেন। তাদের মধ্যে অনেকেই ধৈর্য হারিয়ে ফেললে হঠাৎ একে অপরকে থাপ্পড় ও ঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে এক ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা টেনে বের করার চেষ্টা করলে তিনি তাদের একজনকে আঘাত করার চেষ্টা করেন।

ভিডিওতে আরও দেখা যায়, ভিড় সামলাতে নিরাপত্তাকর্মীরা হিমশিম খাচ্ছেন। ক্রেতাদের মারামারি শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এরপর সশস্ত্র নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপ করতে দেখা যায়।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত অ্যাপলের স্টোরে এই ঘটনা ঘটেছে। কয়েকজন ক্রেতা জানান, তারা ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু পরে কিছু লোক মাঝখান দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং কর্তৃপক্ষের দায়সারা আচরণেও পরিস্থিতি আরও খারাপ হয় বলে অভিযোগ করেন তারা।

আইফোন ১৭ সিরিজের আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেল দুটি অ্যালুমিনিয়ামের বডি, বড় ব্যাটারি ও নতুন ফুল-উইডথ ক্যামেরা প্ল্যাটোর জন্য ক্রেতাদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।


আফগানিস্তানে নারী লেখকদের বই নিষিদ্ধ করল তালেবান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৬:১৮:৫৪
আফগানিস্তানে নারী লেখকদের বই নিষিদ্ধ করল তালেবান
ছবি: বিবিসি

আফগানিস্তানের তালেবান সরকার বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম থেকে নারী লেখকদের লেখা বই এবং ১৮টি নির্দিষ্ট বিষয় নিষিদ্ধ করেছে। নতুন এই নিষেধাজ্ঞার ফলে দেশটিতে মানবধিকার ও যৌন হয়রানির মতো বিষয়গুলোও পড়ানো যাবে না। এটি তালেবানের ক্ষমতা গ্রহণের পর নারী ও মেয়েদের শিক্ষার ওপর জারি করা কঠোরতম বিধিনিষেধগুলোর একটি।

‘শরিয়া’ ও তালেবান নীতির সঙ্গে সাংঘর্ষিক

বিবিসি আফগান-এর কাছে আসা তথ্য অনুযায়ী, ৬৭০টি বইকে ‘শরিয়া ও তালেবান নীতির’ পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে নারী লেখকদের লেখা ১৪০টি বইও রয়েছে। এর মধ্যে ‘সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি’-এর মতো বিজ্ঞান বিষয়ক বইও আছে।

তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৮টি বিষয়ও নিষিদ্ধ করা হয়েছে কারণ সেগুলো ‘শরিয়া ও ব্যবস্থার নীতির সঙ্গে সাংঘর্ষিক’। এর মধ্যে ছয়টি বিষয় সরাসরি নারী বিষয়ক, যেমন: ‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট’, ‘দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন’, এবং ‘উইমেন’স সোসিওলজি’।

‘শিক্ষায় বিশাল শূন্যতা তৈরি হবে’

তালেবানের ক্ষমতা দখলের আগে সাবেক বিচার উপমন্ত্রী এবং নিষিদ্ধ হওয়া বইয়ের একজন লেখক জাকিয়া আদে‌লি বলেন, “তালেবানের নারীবিদ্বেষী মানসিকতা ও নীতির কারণে যখন নারীদের নিজেদেরই পড়াশোনা করার অনুমতি নেই, তখন তাদের চিন্তাভাবনা ও লেখালেখিও দমন করা হবে, এটা স্বাভাবিক।”

তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি একাডেমিক ডিরেক্টর জিয়াউর রহমান আরয়ুবির একটি চিঠি বিবিসি আফগান-এর হাতে এসেছে। চিঠিতে তিনি বলেন, ‘ধর্মীয় বিশেষজ্ঞ ও পণ্ডিতদের একটি প্যানেল’ এসব সিদ্ধান্ত নিয়েছে।

এই নিষেধাজ্ঞার কারণে শিক্ষাবিদদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একজন অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, ‘ইরানি লেখক ও অনুবাদকদের বইগুলো আফগান বিশ্ববিদ্যালয় এবং বৈশ্বিক একাডেমিক কমিউনিটির মধ্যে প্রাথমিক যোগসূত্র হিসেবে কাজ করে। এগুলো সরিয়ে দিলে উচ্চশিক্ষায় একটি বিশাল শূন্যতা তৈরি হবে, যা পূরণ করা প্রায় অসম্ভব।’

ইরানবিরোধী অবস্থান

নিষিদ্ধ বইয়ের ৫০ পৃষ্ঠার তালিকায় ৬৭৯টি বই রয়েছে, যার মধ্যে ৩১০টি বই ইরানের লেখক ও প্রকাশকদের। বই পর্যালোচনা কমিটির এক সদস্য বিবিসিকে বলেন, এই পদক্ষেপটি আফগান পাঠ্যক্রমে ‘ইরানি বিষয়বস্তুর অনুপ্রবেশ’ ঠেকানোর জন্য নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও আফগানিস্তানের মধ্যে পানি অধিকারের মতো বিষয়গুলো নিয়ে সম্পর্ক ভালো যাচ্ছে না। ইরান সম্প্রতি ১৫ লাখেরও বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে, যা দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি করেছে।

/আশিক

সূত্র: বিবিসি


মাদক ইস্যুতে এবার ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৯ ১১:৫৬:১৬
মাদক ইস্যুতে এবার ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী মাদক ফেন্টানিলের কাঁচামাল পাচারের অভিযোগে ভারতের কয়েকজন ব্যবসায়ী ও করপোরেট নেতার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, অভিযুক্তদের ভিসা কেবল বাতিলই করা হয়নি, বরং ভবিষ্যতে তাদের নতুন ভিসা আবেদনও প্রত্যাখ্যান করা হবে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

ফেন্টানিল কী?

ফেন্টানিল প্রিকার্সর বা কাঁচামাল হলো এক ধরনের রাসায়নিক উপাদান, যা থেকে প্রাণঘাতী সিন্থেটিক মাদক ফেন্টানিল তৈরি হয়। যুক্তরাষ্ট্রে মাদকজনিত কারণে অতিরিক্ত মৃত্যুর প্রধান কারণ এই ফেন্টানিল। মার্কিন দূতাবাস অভিযুক্ত ভারতীয় নাগরিকদের নাম প্রকাশ করেনি, তবে একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে তারা সবাই ভারতীয় নাগরিক।

দূতাবাস জানায়, মাদক পাচার প্রতিরোধে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ভারত থেকে আমদানিকৃত পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন, যা দুই দেশের সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করে। একই অভিযোগে তিনি চীন, মেক্সিকো ও কানাডা থেকেও আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন।

সম্প্রতি মার্কিন কংগ্রেসে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প ভারতকে ২৩টি প্রধান মাদক ট্রানজিট বা অবৈধ মাদক উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তবে তিনি বলেছেন, এই তালিকায় থাকা মানে এই নয় যে সংশ্লিষ্ট সরকার মাদকবিরোধী প্রচেষ্টায় অকার্যকর।


ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৯ ১১:৪৩:২৪
ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিস্ফোরকভর্তি একটি ড্রোন শহরের একটি হোটেলের প্রবেশপথে আঘাত হানে। এতে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার এক ঘণ্টা পর আরেকটি ড্রোন আটকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর রয়টার্সের।

সন্ধ্যার দিকে হুথিরা ইসরায়েলের কেন্দ্রীয় অংশের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে তেল আবিব এবং জেরুজালেমসহ বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশে ভূপাতিত করে।

হুথি বিদ্রোহীদের দাবি ও আইডিএফের সতর্কতা

হুথিরা দাবি করেছে, তারা তেল আবিবে একটি সংবেদনশীল সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পাশাপাশি এলাতে আরও তিনটি এবং বেয়ারশেভার দিকে একটি ড্রোন পাঠানো হয়েছিল। তাদের দাবি অনুযায়ী, কিছু ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এলাতের হোটেলে আঘাত হানা ড্রোনটি তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো সম্ভব হয়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হোটেলের বাইরে আগুন ধরে গিয়েছিল এবং ফায়ার সার্ভিস কর্মীরা তা নেভাতে ব্যস্ত ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজায় হামাসবিরোধী অভিযান পুনরায় শুরুর পর হুথিরা ইসরায়েলের দিকে অন্তত ৮৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে। দক্ষিণাঞ্চলীয় শহর এলাত বহুবার হুথিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। চলতি মাসের শুরুতে একটি ড্রোন শহরের রামোন বিমানবন্দরে আঘাত হেনেছিল, যাতে একজন আহত হন এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছিল।

ইসরায়েলের পাল্টা হামলা

হুথিদের এই আক্রমণের জবাবে ইসরায়েলও পাল্টা অভিযান চালাচ্ছে। গত মঙ্গলবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা বন্দরে হুথি-নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় তারা। এর আগে গত মাসে সানায়া ইসরায়েলি হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছিলেন। তখন ইসরায়েলি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল, হুথি নেতৃত্বের বিরুদ্ধে “এটি কেবল শুরু”।


নেপালে নির্বাচনের প্রস্তুতি, প্রবাসীরাও পাবেন ভোটের অধিকার

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৯ ১০:৫২:৪৭
নেপালে নির্বাচনের প্রস্তুতি, প্রবাসীরাও পাবেন ভোটের অধিকার
ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী নেপালি অভিবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আর্যাল। সম্প্রতি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, বিদেশে থাকা নেপালিদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এই উদ্যোগ শুরু করতে কিছু দেশকে চিহ্নিত করেছে এবং প্রয়োজনীয় কারিগরি ও আইনি বাধাগুলো দূর করতে প্রস্তুত। মন্ত্রীর এই উদ্যোগ সুপ্রিম কোর্টের একটি রায় বাস্তবায়নের অংশ, যা ২০১৭ সালে বিদেশিদের ভোটাধিকার নিশ্চিতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল।

নির্বাচন কমিশনের প্রস্তুতি

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত কমিশনার রামপ্রসাদ ভান্ডারী বলেন, সরকার উপযুক্ত পরিবেশ তৈরি করলে কমিশন ভোটাধিকার নিশ্চিত করতে প্রস্তুত। তবে এর জন্য সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রগুলোর সম্মতিও প্রয়োজন। কমিশন এরই মধ্যে একটি খসড়া বিল তৈরি করেছে, যেখানে বর্তমান নির্বাচনী আইনের ২৭টি সংশোধনী প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি হলো বিদেশে থাকা নেপালিদের আংশিক ভোটাধিকার দেওয়ার বিধান।

আইনি ও বাস্তব চ্যালেঞ্জ

তবে কমিশনের সব সদস্য এই প্রস্তাবে একমত নন। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রশ্ন তোলেন যে, যে দেশগুলোতে সবচেয়ে বেশি নেপালি অভিবাসী থাকে, সেগুলো নিজেরাই গণতান্ত্রিক নয়। তিনি বলেন, “তারা কি আমাদের নাগরিকদের ভোট দিতে দেবে, যখন নিজেদের জনগণই ভোট দিতে পারে না?” এই বাস্তব চ্যালেঞ্জগুলো এখনও অমীমাংসিত।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট


গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত: ত্রাণ সংগ্রহ করতে গিয়েও প্রাণহানি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৯ ১০:০২:২২
গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত: ত্রাণ সংগ্রহ করতে গিয়েও প্রাণহানি
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সামরিক হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৪১ জনে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ৭৯টি মরদেহ এবং ২২৮ জন আহতকে আনা হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জনে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।”

ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হতাহত

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৩ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় মোট ২ হাজার ৫১৩ জন নিহত এবং ১৮ হাজার ৪১৪ জনের বেশি আহত হয়েছেন।

দুর্ভিক্ষ ও অনাহারে মৃত্যু

গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ সীমিত করে দেওয়ায় সেখানকার ২৪ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শিশুসহ আরও চারজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৫ জনে, যাদের মধ্যে ১৪৭টি শিশু।

খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই দুর্ভিক্ষ সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য ও দক্ষিণের দেইর আল-বালাহ এবং খান ইউনিসেও ছড়িয়ে পড়বে।

এদিকে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানালেও হামলা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

পাঠকের মতামত: