যবিপ্রবিতে বরখাস্তদের ক্যাম্পাসে ‘নো এন্ট্রি’!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ১১:৪২:১৮
যবিপ্রবিতে বরখাস্তদের ক্যাম্পাসে ‘নো এন্ট্রি’!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা রিজেন্ট বোর্ডের ১০৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, “কিছু বরখাস্তকৃত ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে ক্যাম্পাসে প্রবেশ, চলাচল এবং সভা-সেমিনারে অংশগ্রহণ করছেন। এটি বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী গুরুতর অনিয়ম।”

তিনি জানান, “যারা সাময়িক বরখাস্ত হয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে হলে যথাযথ কারণ উল্লেখ করে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন করতে হবে। অনুমোদন সাপেক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, বরখাস্তকৃত ব্যক্তিদের ক্যাম্পাসে চলাচল ও অংশগ্রহণ শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিনষ্ট করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৩ মে যবিপ্রবির টিএসসি মিলনায়তনে আয়োজিত ‘রোবো টেক অলিম্পিয়াড’–এ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাময়িক বরখাস্ত অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবের উপস্থিতি এবং অন্যান্য একাডেমিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠে। তার এ অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের নীতিমালার পরিপন্থী হিসেবে গণ্য করে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতিতে অটল রয়েছে যবিপ্রবি।

-সোহাগ, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ