যবিপ্রবিতে বরখাস্তদের ক্যাম্পাসে ‘নো এন্ট্রি’!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা রিজেন্ট বোর্ডের ১০৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, “কিছু বরখাস্তকৃত ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে ক্যাম্পাসে প্রবেশ, চলাচল এবং সভা-সেমিনারে অংশগ্রহণ করছেন। এটি বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী গুরুতর অনিয়ম।”
তিনি জানান, “যারা সাময়িক বরখাস্ত হয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে হলে যথাযথ কারণ উল্লেখ করে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন করতে হবে। অনুমোদন সাপেক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, বরখাস্তকৃত ব্যক্তিদের ক্যাম্পাসে চলাচল ও অংশগ্রহণ শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিনষ্ট করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৩ মে যবিপ্রবির টিএসসি মিলনায়তনে আয়োজিত ‘রোবো টেক অলিম্পিয়াড’–এ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাময়িক বরখাস্ত অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবের উপস্থিতি এবং অন্যান্য একাডেমিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠে। তার এ অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের নীতিমালার পরিপন্থী হিসেবে গণ্য করে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতিতে অটল রয়েছে যবিপ্রবি।
-সোহাগ, নিজস্ব প্রতিবেদক
সেই কালামের পরিবারকে দেওয়া অর্থ নিয়ে যা বলল মেট্রোরেল কর্তৃপক্ষ
গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দুর্ঘটনায় নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারকে দেওয়া ৫ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ। তিনি বলেছেন, “এটি জীবনের মূল্য নয়, তাৎক্ষণিক সাহায্য হিসেবে দেওয়া হয়েছে।”
আজ সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই ব্যাখ্যা দেন।
আবুল কালাম আজাদের পরিবারকে দেওয়া ৫ লাখ টাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছিল। এই বিষয়ে মো. ফারুক আহমেদ বলেন:
“অনেকে এটাকে জীবনের মূল্য বলছেন, আসলে এটা জীবনের মূল্য হিসেবে দেওয়া হয়নি। ওটা তাকে ইমিডিয়েট সাহায্য হিসেবে দেওয়া হয়েছে।”
তিনি জানান, দুর্ঘটনার পর মরদেহ হাসপাতাল নেওয়া থেকে শুরু করে জানাজা পর্যন্ত ডিএমটিসিএল এবং মন্ত্রণালয় উভয়ে মিলে সবকিছুর ব্যবস্থা করেছে। কিছু সাহায্য হিসেবে উপদেষ্টা স্যার মন্ত্রণালয় থেকে দিয়েছেন।
ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক জানান, তারা নিহতের পরিবারকে স্থায়ীভাবে সাহায্য করার জন্য দীর্ঘমেয়াদি সমাধান খুঁজেছেন।
চাকরির ব্যবস্থা মো. ফারুক আহমেদ বলেন, “ওনার ওয়াইফের সঙ্গে গত সপ্তাহে আমার মিটিং হয়েছে। ওনার যোগ্যতা অনুযায়ী ইমিডিয়েট একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে।” নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া বর্তমানে অনার্সে পড়ছেন।
ভবিষ্যৎ পদোন্নতি তিনি বলেন, “ওনার হয়ত আরও ছয় মাস লাগবে অনার্স কমপ্লিট করতে। অনার্স কমপ্লিট করলে, ওই যোগ্যতা অনুযায়ী যতটুকু চাকরিতে তাকে পদোন্নতি দেওয়া যায় বা করা যায়, ওই ব্যবস্থা রাখা হয়েছে, প্রভিশন রাখা হয়েছে।”
উল্লেখ্য, এর আগে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
পাবনায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন, তিন এসআই আহত
পাবনায় মাদকাসক্ত ছেলের হাতে তার বাবা নিজাম প্রামাণিক (৬০) নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। পুলিশের বরাতে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত ছেলেকে আটক করা হয়েছে, তবে তাকে গ্রেপ্তার করতে গিয়ে তিনজন থানার উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত নিজাম প্রামাণিক ওই গ্রামের মৃত ইন্তাজ প্রামাণিকের ছেলে এবং তিনি পেশায় কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিকও বাবার সঙ্গে কৃষি কাজ করতেন, তবে তিনি দীর্ঘদিন ধরে মাদকের অভ্যাসে আসক্ত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিজাম প্রামাণিক নতুন বাজার থেকে দুধ বিক্রি করে সন্ধ্যার পর বাড়ি ফেরেন। রাতের খাবার শেষে তিনি এশার নামাজের জন্য প্রস্তুতি নেন। সেই সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছেলে মোস্তফা ঘরে ওঁৎপেতে থাকা অবস্থায় দরজা বন্ধ করেন। এরপর ধারালো হাসুয়া দিয়ে বাবা নিজাম প্রামাণিককে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন এবং নিশ্চিত করার পর ঘর থেকে বের হন।
ঘাতক মোস্তফা পরে পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকেন। এরপর বাড়ির অন্যান্য লোক বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং মোস্তফাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় মোস্তফা ছুরিকাঘাত চালিয়ে সদর থানার তিনজন এসআই আবু বকর সিদ্দিক, জিয়াউর রহমান ও আবু রায়হানকে আহত করেন।
ওসি আব্দুস সালাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আহত তিনজন এসআইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
ঢাকার আজকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি এক নজরে
রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিদিন বিভিন্ন সরকারি দফতর, সংস্থা, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন নানা কর্মসূচি পরিচালনা করে থাকে। এই কর্মসূচিগুলোর কারণে অনেক গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে, যা সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও যানবাহনের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে। তাই সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে প্রতিদিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পর্কে জেনে নেওয়া জরুরি।
আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে বেশ কিছু উল্লেখযোগ্য রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি রয়েছে। বিএনপি মঙ্গলবারের দিনের জন্য গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেছে। সকাল ও দুপুরের অংশে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, যা দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টার মধ্যে শেষ হবে। এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় প্রার্থী মনোনয়ন সংক্রান্ত প্রস্তুতি বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই দিনে জাতীয় প্রেস ক্লাবে বেলা ১১টায় আব্দুস সালাম হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা করা হবে।
এছাড়া সমমনা আটটি দল ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে যৌথ আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজ দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এই আট দলের শীর্ষ নেতাদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরে একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রস্তাবিত কর্মসূচি এবং দাবিসমূহের বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।
-রাফসান
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায়
সিলেটের বিভিন্ন এলাকায় আজ সোমবার প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কারণে নেওয়া বিশেষ ব্যবস্থার অংশ। রবিবার (২ নভেম্বর) সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে ১১ কেভি শিবগঞ্জ ফিডার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ হবে না।
বিউবো সূত্রে জানানো হয়েছে, বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে গাছপালার শাখা-প্রশাখা কর্তন, বিতরণ লাইন সংস্কার এবং ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণসহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহের গুণগত মান বৃদ্ধি এবং অপ্রত্যাশিত বিদ্যুৎ বিভ্রাট কমানো সম্ভব হবে।
নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলাকালীন লাইনকে চালু বলেই গণ্য করতে হবে। এতে কেউ দুর্ঘটনার শিকার না হয়, সেই নিশ্চয়তা রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন।
-রফিক
জানুন আজ কোথায় কোন মার্কেট বন্ধ
রাজধানী ঢাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটার জন্য শহরের বিভিন্ন এলাকায় যাত্রা করেন। তবে অনেক সময় তারা সড়কে যানজট, ট্রাফিক জ্যাম এবং অন্যান্য ভোগান্তির মধ্যে পড়েন। এসব ঝামেলার পর যখন গন্তব্যে পৌঁছান, তখন দেখেন দোকানপাট ও মার্কেট বন্ধ। এর ফলে শুধু সময় নষ্ট হয় না, বরং দিনভর পরিকল্পিত কেনাকাটাও ব্যর্থ হয়ে যায়। বিশেষ করে সপ্তাহের শুরু সোমবারে এমন পরিস্থিতি ক্রেতাদের জন্য ঝামেলা বাড়ায়। তাই রাজধানীবাসীর সুবিধার্থে জানা জরুরি, সোমবার রাজধানীর কোন কোন এলাকা ও মার্কেট অর্ধদিবসের জন্য বন্ধ থাকবে।
ঢাকার বিভিন্ন এলাকায় অর্ধদিবসের জন্য দোকানপাট বন্ধ রাখার তালিকায় রয়েছে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পাঞ্চল। রাজধানীর প্রধান শপিং এবং ব্যবসায়িক এলাকা যেমন আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুরের বিভিন্ন সেকশন (মিরপুর-১০ থেকে মিরপুর-১৪), ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা এবং তেজগাঁও শিল্প এলাকা অন্তর্ভুক্ত। এছাড়া ক্যান্টনমেন্ট এলাকা, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের কিছু অংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের অংশ, যাত্রাবাড়ীর কিছু অংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ এবং সানারপাড়ও এই তালিকায় রয়েছে।
একইভাবে রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিং কমপ্লেক্সও অর্ধদিবসের জন্য বন্ধ থাকবে। এতে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।
ঢাকাবাসীর জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে তা জানা থাকলে তারা নিজেদের কেনাকাটার পরিকল্পনা আরও সুষ্ঠুভাবে করতে পারবেন। বিশেষ করে যারা কর্মব্যস্ত, সময়সীমা অনুযায়ী কেনাকাটার পরিকল্পনা করেন, তাদের জন্য এটি সহায়ক। স্থানীয় বাজার প্রশাসন ও দোকানপাট পরিচালকদের পক্ষ থেকেও অর্ধদিবস বন্ধ থাকার ঘোষণা দিয়ে ক্রেতাদের আগে থেকেই সতর্ক করা হয়, যাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতি বা সময় নষ্ট না হয়।
-শরিফুল
আলুর দাম ২৬ টাকা থেকে নেমে ৮ টাকায়, দিশেহারা ৬০ হাজার চাষি
মুন্সীগঞ্জের আলুচাষি ও ব্যবসায়ীরা বর্তমানে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছেন। জেলার হিমাগারগুলোতে সংরক্ষিত আলুর অর্ধেকেরও বেশি এখনো অবিক্রীত রয়ে গেছে। চুক্তি অনুযায়ী নভেম্বর মাসের মধ্যেই এসব আলু হিমাগার থেকে বের করে বিক্রি করার কথা থাকলেও, ইতিমধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে আগাম জাতের আলু বাজারজাত শুরু হওয়ায় পুরোনো সংরক্ষিত আলুর চাহিদা তীব্রভাবে কমে গেছে। এর ফলে আলু ব্যবসায়ী, হিমাগার মালিক এবং চাষিরা সবাই এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, কারণ সংরক্ষিত এসব আলুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
কৃষকদের হিসাব অনুযায়ী, জমিতে আলু উৎপাদন থেকে শুরু করে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজি আলুর খরচ পড়েছে ২৫ থেকে ২৬ টাকা। অথচ বর্তমানে বাজারে ভালো মানের আলু বিক্রি হচ্ছে মাত্র ৮ থেকে ১০ টাকায়। এতে উৎপাদন ব্যয়ের তুলনায় ভয়াবহ লোকসান গুনতে হচ্ছে। যদি সংরক্ষিত আলু বিক্রি না হয়, তবে মুন্সীগঞ্জের আলু চাষ ও বাণিজ্য খাতে এ বছর সাড়ে ৮০০ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফলে দেশের প্রধান আলু উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের প্রায় ৬০ হাজার আলুচাষির অনেকেই আসন্ন রবি মৌসুমে আলু আবাদ থেকে সরে যেতে বাধ্য হতে পারেন। এতে জেলার অনেক জমি অনাবাদি থাকার আশঙ্কা রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মুন্সীগঞ্জের ছয়টি উপজেলায় মোট ৩৪ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যার উৎপাদন দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ ৮২ হাজার ৫৫৮ টন। এটি গত বছরের তুলনায় প্রায় ১৯ হাজার ৬৯ টন বেশি। অধিক লাভের আশায় কৃষক ও ব্যবসায়ীরা জেলার ৬১টি হিমাগারে প্রায় পাঁচ লাখ ২৩ হাজার ৩৩৫ টন আলু সংরক্ষণ করেছিলেন। বর্তমানে সেই আলুর মধ্যে দুই লাখ ২৬ হাজার ২৩ টন খাবার আলু এবং এক লাখ ৬ হাজার ১৬১ টন বীজ আলু হিমাগারে মজুত রয়েছে, যা মিলে তিন লাখ ৩২ হাজার ১৮৪ টন আলু এখনো বিক্রি হয়নি। গত বছর একই সময়ে অবিক্রীত আলুর পরিমাণ ছিল এক লাখ ৬৪ হাজার ৯৩৫ টন, অর্থাৎ এ বছর প্রায় দ্বিগুণ পরিমাণ আলু হিমাগারে আটকে আছে।
কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা জানান, চলতি বছর দেশে আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি হয়েছে। পাশাপাশি বছরজুড়ে নানা ধরনের সবজির প্রাপ্যতা থাকায় আলুর বাজার চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এক সময় মুন্সীগঞ্জে উৎপাদিত আলুর দেশজুড়ে একক আধিপত্য থাকলেও এখন দেশের বিভিন্ন জেলাতেও ভালো মানের আলু উৎপাদন হচ্ছে, যা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ফেলছে। ফলে মুন্সীগঞ্জের আলুর প্রতি অন্য জেলাগুলোর চাহিদা হ্রাস পেয়েছে। তাছাড়া এ বছর বিদেশে আলু রপ্তানিও কমে গেছে, এবং জেলার দুটি পটেটো ফ্ল্যাক্স কারখানা বন্ধ থাকায় বৃহৎ পরিসরে আলু বিক্রির সুযোগও হারিয়ে গেছে। এসব কারণেই আলুর বাজারে ভয়াবহ মন্দা দেখা দিয়েছে।
সদর উপজেলার চাম্পাতলা গ্রামের অভিজ্ঞ আলুচাষি হারুন অর রশিদ বলেন, “এক বস্তা (৫০ কেজি) আলু সংরক্ষণে আমার খরচ হয়েছে প্রায় ১,২০০ থেকে ১,৪০০ টাকা, কিন্তু এখন বিক্রি করতে হচ্ছে মাত্র ৪০০ থেকে ৬০০ টাকায়। এতে আমরা পুরোপুরি দিশেহারা।” একই এলাকার অন্য এক কৃষক দিলদার হোসেন জানান, “পাঁচ দিন ধরে আলু বিক্রি করার চেষ্টা করছি, কিন্তু ক্রেতা নেই। বাড়িতে রাখা ১০০ বস্তা আলুর মধ্যে ইতোমধ্যে ১০ বস্তা পচে গেছে। যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে কৃষকরা আর আলু চাষে আগ্রহী থাকবে না।”
বিক্রমপুর মাল্টিপারপাস হিমাগারের ম্যানেজার আ. রশিদ বলেন, “সরকার কেজিপ্রতি আলুর দাম ২২ টাকা নির্ধারণ করার পর অনেক কৃষক আলু হিমাগারে আনতে আগ্রহ হারিয়েছেন। নভেম্বরের মধ্যে আলু বের করতে না পারলে আমাদেরও বড় ধরনের ক্ষতি হবে।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান জানান, আলু চাষিদের ক্ষতি কমাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ দফা প্রস্তাবনা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিতে আলু অন্তর্ভুক্ত করা, সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুত ৫০ হাজার টন আলু ক্রয় নিশ্চিত করা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ২০ কেজি করে আলু ক্রয় বাধ্যতামূলক করা এবং অভ্যন্তরীণ বাজারে আলুর ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত পদক্ষেপ নেওয়া। এসব প্রস্তাবনা বাস্তবায়ন হলে আলু বাজার কিছুটা স্থিতিশীল হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
-রফিক
উচ্চকক্ষ আর নিম্ন কক্ষের ব্যবধান করলে গরুর মতোই এমপিদের দরকষাকষি শুরু হবে: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মন্তব্য করেছেন, মুক্তির লড়াই কোনো আইন বা সংবিধান মেনে হয় না। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম কোনো আইন বা সংবিধানের ওপর ভিত্তি করে হয়নি, বরং দেশের আপামর জনসাধারণ মুক্তির লড়াইয়ে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, স্বাধীনতাপরবর্তী দুর্বৃত্তায়নের ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে জনসাধারণের অংশগ্রহণ না থাকায় সংকট বেড়েছে।
২০২৪ সালের আন্দোলন তিনি বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনেও কোনো আইন বা সংবিধান নিয়ে মানুষ মুক্তি অর্জন করেনি। মুক্তির লড়াইয়ে ছাত্র-জনতার পাশাপাশি জনসাধারণ অংশগ্রহণ করায় ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
অবদান তিনি মনে করেন, গণঅভ্যুত্থানে কারো একার ক্রেডিট নেই। রিকশাচালক, বৃদ্ধা মা, পথচারী, দারোয়ানসহ সব ধরনের মানুষেরই অবদান রয়েছে।
প্রশাসনের দুর্বলতা তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এমনভাবে দেশকে আগ্রাসন করেছে, যার জন্য দেশের প্রশাসনিক ও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা দেশ ছেড়ে শত্রু দেশে আশ্রয় নিয়েছে। তিনি মনে করেন, এদের অপতৎপরতার কারণে দেশ এখন হুমকির মুখে রয়েছে।
উচ্চকক্ষ নিয়ে শঙ্কা তিনি মনে করেন, উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ ব্যবধান করলে গরুর মতোই এমপিদের দরকষাকষি শুরু হবে।
এবি পার্টির সাধারণ সম্পাদক জানান, সারা দেশের ৩০০ আসনের মধ্যে ১০৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে দলীয় সরকারের অধীনে গণভোট হওয়া সম্ভব নয়। আসাদুজ্জামান ফুয়াদ জানান, এবি পার্টি আগামী সরকারের অংশীদার হবে না, বরং রাজনীতিই করবে। তারা সবাই মিলে বাংলাদেশ গড়তে চান।
মতবিনিময়কালে এবি পার্টির ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উত্তর বাড্ডার এক বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—সাইফুল ইসলাম (৩০) এবং তার স্ত্রী শাকিলা (২৮)। সাইফুল ছিলেন ওই ভবনের দারোয়ান; আর শাকিলা একই ভবনে রান্নার কাজ করতেন।
রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তীব্র দুর্গন্ধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ঘরের দরজা ভেঙে ভেতরে অর্ধগলিত অবস্থায় লাশ দুটি দেখতে পায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ঘটনাটি গত ২৫ অক্টোবরের পর কোনো এক সময়ে ঘটেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি; পুরো বিষয়টি নিয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।
শরীয়তপুরে আবারও দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২ নভেম্বর) ভোরে বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারিকান্দি এলাকায় অন্তত ৫০ থেকে ৬০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে; এতে বেশ কয়েকজন আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের আট সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এই সংঘর্ষের মূলে রয়েছেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারী এবং একই এলাকার তাইজুল ইসলাম ছৈয়াল। নাসির উদ্দিন বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারীর সমর্থক; অন্যদিকে তাইজুল স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল জলিল মাদবরের অনুসারী। গত শনিবার সন্ধ্যায় বুধাইরহাট এলাকায় তাদের সমর্থকদের মধ্যে ছোটখাট বাকবিতণ্ডার একপর্যায়ে হাতবোমার বিস্ফোরণ ঘটে; যা আজকের বড় সংঘর্ষের সূত্রপাত করে।
চলতি বছর ৫ এপ্রিলও বিলাসপুরে একই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল; সে সময় কুদ্দুস বেপারী ও আবদুল জলিল মাদবরের সমর্থকরা সংঘর্ষে জড়ান এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় উভয় নেতা কারাগারে যান। সম্প্রতি কুদ্দুস জামিনে মুক্তি পেলেও; আবদুল জলিল এখনো কারাগারে রয়েছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়; একদল তরুণ ও যুবক হাতে লাল রঙের বালতি নিয়ে দৌড়াচ্ছেন; তারা কিছু একটা তুলে ছুড়ে মারছেন এবং মুহূর্তের মধ্যেই বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটছে। বিস্ফোরণের ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে যায়; এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের বেশ কিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়।
সংঘর্ষে যুবদল কর্মী সালাউদ্দিন ও কামালসহ কয়েকজন আহত হন; আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ও র্যাবের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িত সন্দেহে দুজনকে আটক করে। নাসির উদ্দিন বেপারী ও তাইজুল ইসলাম ছৈয়াল আত্মগোপনে আছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, বিলাসপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষ নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে আসছিল। তিনি নিশ্চিত করেন, ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে; যারা এই ধরনের নাশকতার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনার অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত:
- রুহুল কবির রিজভীর নাম নেই বিএনপির ২৩৭ প্রার্থীর প্রাথমিক তালিকায়
- নতুন ব্যবসা শুরু করতে চান? সফল উদ্যোক্তা হওয়ার পথে ৫টি কার্যকর পদক্ষেপ
- ০৪ নভেম্বর বাংলাদেশের প্রধান অঞ্চলের নামাজের সময়সূচি
- বোনের কোরআন পাঠে হার মানল দম্ভ; হজরত ওমর (রা.) এর ইসলাম গ্রহণের বিস্তারিত ঘটনা
- সুদানের সংঘাতে ইসরায়েল ও আরব আমিরাতের গভীর সম্পৃক্ততা: বিশ্লেষকের বিস্ফোরক দাবি
- বিএনপির প্রার্থীর তালিকায় নেই রুমিন ফারহানা; নেত্রীকে নিয়ে জল্পনা
- ঠোঁট কোমল ও ফাটামুক্ত রাখতে আজ থেকেই শুরু করুন ৪টি সহজ যত্ন
- বিএনপির শীর্ষ নেতারা কে কোন আসনে লড়ছেন?
- ২ শতাধিক আসনে বিএনপির প্রার্থী: দেখে নিন জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর পুরো তালিকা
- বিএনপির প্রার্থী তালিকায় বাবর
- ৪ ডিগ্রিতে নামবে পারদ: আসছে হাড় কাঁপানো তীব্র শীত
- আসন্ন নির্বাচনে তারেক রহমানের আসন ঘোষণা করল বিএনপি
- খালেদা জিয়ার আসন ঘোষণা করলেন মির্জা ফখরুল
- ২৩৭ আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করল বিএনপি
- সুদানে রক্তপাত বন্ধে মুসলিম বিশ্বের প্রতি তুরস্কের এরদোয়ানের জরুরি আহ্বান
- ‘দেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, গণতন্ত্রের পথ নির্বাচনে’-সিইসি
- রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা বাড়াচ্ছে ইরান
- হালকা গ্যাস্ট্রিকও হতে পারে মারাত্মক ক্যানসারের ইঙ্গিত: প্রাথমিক উপসর্গ চিনুন ও সতর্ক হন
- বাণিজ্য ঘাটতি মোকাবিলায় নতুন উদ্যোগ: প্রতি টন ৩০২ ডলারে মার্কিন গম
- ডিএসই ৩০ শেয়ার সূচক: আজ শেয়ারবাজারে ওঠাপড়ার বিশ্লেষণ
- যে শেয়ারের লেনদেন রেকর্ড ডেটের পর পুনরায় শুরু
- ০৪ ও ০৫ নভেম্বর লেনদেন স্থগিত যে শেয়ারের
- নগদ লভ্যাংশ নিয়ে আজকের বড় সিদ্ধান্ত
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে অনলাইন কোর্স: দ্রুত আবেদন করুন
- নতুন পদে পুরোনো বিতর্ক:প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাবে না সংগীত শিক্ষক
- ডিএসইতে আজ অপ্রত্যাশিত পরিবর্তন, বিস্তারিত জানুন ভেতরে
- ডিএসইতে আজ অপ্রত্যাশিত পরিবর্তন, বিস্তারিত জানুন ভেতরে
- নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার আদালতে মামলা
- সংষ্কারের নামে বিরাজনীতিকরণ: বিএনপির বাস্তববাদী অবস্থান ও এন্টি পলিটিক্সের ফাঁদ
- ০৩ নভেম্বর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ০৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ০৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- এবার ভোট দিতে পারবেন কারাবন্দী ও নির্বাচন পরিচালনায় যুক্ত ১০ লাখ কর্মীও
- গাজা শান্তি উদ্যোগে মুসলিম ঐক্যের ডাক, ইস্তাম্বুলে ছয় দেশের বৈঠক
- জুলাই সনদের আদেশ জারিসহ ৫ দাবিতে জামায়াত ও সমমনা দলগুলোর নতুন গণমিছিল
- বন্ড মার্কেটে নীরবতা, মাত্র পাঁচ ইস্যুতে লেনদেন কার্যক্রম
- এনসিপি’র সংসদে যাওয়া নির্ভর করবে বিএনপির ওপর: নুরু
- ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
- সেই কালামের পরিবারকে দেওয়া অর্থ নিয়ে যা বলল মেট্রোরেল কর্তৃপক্ষ
- গণভোটের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোকে আল্টিমেটাম দিলো সরকার
- উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে আসিফ নজরুলের ব্রিফিং
- তালেবান ও আইএসআই: সীমান্ত থেকে কাবুল পর্যন্ত ইতিহাসের প্রথম সংযোগ
- তওবার সঠিক প্রক্রিয়া: আল্লাহর কাছে ফিরে আসার ৫টি শর্ত
- জেনারেশন জেড থেকে পরবর্তী প্রজন্মের জন্য ধূমপান নিষিদ্ধ
- জোহরান মামদানির প্রকাশ্যে আরবিতে ভোটের আবেদন
- ফোন হারালেন? ৫ মিনিটে ব্লক করার সহজ উপায়
- চ্যাম্পিয়ন ভারতীয় নারী ক্রিকেটারদের পুরস্কারে বাজিমাত
- মার্কিন বাজারে বড় ধাক্কা! ভারতের রপ্তানি কেন হঠাৎ কমল?
- জানুন দীর্ঘমেয়াদি ঘুমের ওষুধ খাওয়ার প্রভাব
- অর্জুন কাপুরের পরে মালাইকার নতুন প্রেম, ভাইরাল ভিডিও
- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংলাপ: জ্ঞানচর্চায় উপনিবেশের ছায়া কাটাতে আহ্বান বিশিষ্ট সমাজবিজ্ঞানীর
- রাজনীতি, নির্বাসন ও নৈতিকতা: শেখ হাসিনার সাক্ষাৎকার দক্ষিণ এশিয়ার বাস্তবতাকে কোথায় নিচ্ছে
- ধ্বংসস্তূপ থেকে মহাশক্তি: চীনের পুনর্জন্মের বিস্ময়গাঁথা
- IFIC ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- পূবালী ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ইতিহাসের পাতায় আজ: ৩০ অক্টোবর - বিজয়, বিপ্লব আর বেদনার দিন
- চঞ্চল চৌধুরীর সঙ্গে আবারও পর্দায় পূজা চেরি
- ২৮ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- শেয়ারবাজারে শীর্ষ বিশ শেয়ারের তালিকা প্রকাশ
- ২৯ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ০৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- ঘূর্ণিঝড় ‘মন্থা’ প্রভাবে ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারের সেরা এবং খারাপ পারফরমার: লাভের সম্ভাবনা কোথায়?
- GSP ফাইন্যান্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ








