কনকনে শীতে বিপর্যস্ত তেঁতুলিয়া: শৈত্যপ্রবাহের কবলে জনজীবন বিপর্যস্ত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৩ ০৯:৫৮:১৩
 কনকনে শীতে বিপর্যস্ত তেঁতুলিয়া: শৈত্যপ্রবাহের কবলে জনজীবন বিপর্যস্ত
ছবি : সংগৃহীত

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে তেঁতুলিয়া উপজেলায় এখন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে ওইদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে।

তীব্র শীত ও টানা কুয়াশার কারণে পঞ্চগড়ে শিশু ও বৃদ্ধদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি চরম আকার ধারণ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়কাঁপানো ঠান্ডার কারণে ঘরে ঘরে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে। পঞ্চগড়ের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এই পরিস্থিতির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হিমেল বাতাস ও কনকনে ঠান্ডার কারণে তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ থেকে এখন মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, “আজকের তাপমাত্রা অনুযায়ী এখানে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। তবে বাতাসের গতিবেগ ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।”


আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৩ ০৯:১৫:১২
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী আজ মঙ্গলবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার দোকানপাট বন্ধ থাকবে। আজ ১৩ জানুয়ারি ২০২৬ তারিখের এই তালিকায় রয়েছে কাঁঠালবাগান, হাতিরপুল এবং মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার সব ধরণের ব্যবসায়িক প্রতিষ্ঠান।

একই সঙ্গে রাজাবাজার, মনিপুরীপাড়া, তেজকুনীপাড়া এবং ফার্মগেট এলাকার বাসিন্দারাও আজ স্থানীয় মার্কেটগুলো বন্ধ পাবেন। এছাড়া কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন এবং এলিফ্যান্ট রোডের মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলোতেও আজ সাপ্তাহিক ছুটির কারণে কোনো বেচাকেনা হবে না। মূলত রাজধানীবাসীর যাতায়াত ও কেনাকাটার সুবিধার্থেই এই এলাকাভিত্তিক ছুটির সূচি নির্ধারণ করা হয়েছে যা মেনে চলা প্রতিটি সচেতন নাগরিকের জন্য অত্যন্ত জরুরি।

শপিংমলের দিকে নজর দিলে দেখা যায় যে রাজধানীর অন্যতম জনপ্রিয় কেন্দ্র বসুন্ধরা সিটি শপিং মল আজ মঙ্গলবার বন্ধ থাকবে। এর পাশাপাশি নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট এবং গাউছিয়া মার্কেটসহ ধানমন্ডি হকার্স মার্কেট এলাকায় আজ কোনো ক্রেতা সমাগম হবে না। মোতালিব প্লাজা, সেজান পয়েন্ট এবং ধানমন্ডির রাইফেলস স্কয়ার কিংবা মেট্রো শপিং মলের গেটগুলোতেও আজ তালা ঝুলবে।

রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট ও রাপা প্লাজার মতো বড় বিপণিবিতানগুলো আজ তাদের সাপ্তাহিক ছুটি পালন করছে। কেনাকাটার জন্য বের হওয়ার আগে এই তালিকার কথা মাথায় রেখে গন্তব্য নির্ধারণ না করলে আপনাকে ঘর থেকে বের হয়ে মহাবিপাকে পড়তে হতে পারে।


আজ ঢাকায় কোথায় কোন কর্মসূচি, দেখে নিন এক নজরে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৩ ০৮:৫৭:২৭
আজ ঢাকায় কোথায় কোন কর্মসূচি, দেখে নিন এক নজরে
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ সকাল থেকেই শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ সব কর্মকাণ্ড। প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু করে রাজনৈতিক দরকষাকষি—সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকছে আজকের এই মঙ্গলবার। দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

গ্যাস সংকটসহ বিভিন্ন দাবিতে রেস্তোরাঁ মালিকদের এই কর্মসূচি থেকে কঠোর কোনো ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এরপর সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে অর্থ উপদেষ্টার উপস্থিতিতে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে যেখানে দেশের চলমান আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বিকেলের দিকে কর্মসূচির কেন্দ্রবিন্দু সরে আসবে নারী প্রার্থীদের দিকে। দুপুর ৩টায় বাংলাদেশ শিশু একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারী প্রার্থীদের নিয়ে ‘সংসদ নির্বাচন ও গণভোট’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এই সভায় সভাপতিত্ব করবেন যেখানে নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে। আজকের দিনের সবথেকে আলোচিত কর্মসূচিটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকেল ৫টায় নির্বাচন কমিশন অফিসে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। নির্বাচনের রোডম্যাপ এবং অন্যান্য রাজনৈতিক দাবি নিয়ে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রকল্পের নামে গণহারে বৃক্ষনিধন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১২ ১৭:০৯:৩৪
পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রকল্পের নামে গণহারে বৃক্ষনিধন
কেটে ফেলা গাছের একাংশ। ছবি: ইত্তেফাক

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইক্ষু খামারে গত ১৫ থেকে ২০ দিন ধরে চলছে ব্যাপক গাছ কাটার মহোৎসব। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বা বিএডিসির পানাসি (পাবনা–নাটোর–সিরাজগঞ্জ সেচ প্রকল্প) এর আওতায় ভ্যালি ইরিগেশন নামক একটি প্রকল্প বাস্তবায়নের দোহাই দিয়ে এই বৃক্ষনিধন চালানো হচ্ছে। ক্যানালের দুই পাশে থাকা কয়েক দশকের পুরনো মেহগনি ও শিশু থেকে শুরু করে খয়ের এবং রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ৩ হাজারেরও বেশি মূল্যবান গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। অবাক করার বিষয় হলো এই বিশাল পরিমাণ বনজ সম্পদ কাটার আগে বন বিভাগের কোনো অনুমতি নেওয়া হয়নি এবং সরকারের প্রচলিত নিয়মানুযায়ী কোনো নিলাম বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি।

খামারের ইনচার্জ আনোয়ারুল ইসলাম আমিন এই বিপুল সংখ্যক গাছ কাটার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন যে গাছগুলো নর্থ বেঙ্গল সুগার মিলের জ্বালানি হিসেবে পাঠানো হচ্ছে। তাঁর দাবি সেচ প্রকল্পটি কৃষকদের উপকারে আসবে। তবে বন বিভাগ জানিয়েছে গাছ কাটার বিষয়ে তাঁদের পক্ষ থেকে কোনো বৈধ অনুমোদন দেওয়া হয়নি। উপজেলা বন কর্মকর্তা ফসিউর রহমান স্পষ্ট জানিয়েছেন যে দরপত্র ছাড়া এত বিপুল সংখ্যক গাছ কাটা সম্পূর্ণ বেআইনি এবং এ বিষয়ে সুগার মিল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে। গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা জানিয়েছেন তাঁদেরকে এই বিষয়ে মুখ খুলতে নিষেধ করা হয়েছে।

পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী এই ঘটনাকে একটি পরিকল্পিত অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। তাঁদের মতে একটি সেচ প্রকল্পের জন্য কোনো রকম পরিকল্পনা ছাড়াই হাজার হাজার গাছ কেটে ফেলা প্রাকৃতিক পরিবেশের ওপর বড় ধরণের আঘাত। ঘটনার জানাজানি হওয়ার পর থেকে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাই পলাতক রয়েছেন অথবা মন্তব্য করতে রাজি হচ্ছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে পুরো বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ৩ হাজার গাছের এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক দশক সময় লাগবে বলে আশঙ্কা করছেন স্থানীয় পরিবেশকর্মীরা।


হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ: তীব্র শীতে কর্মহীন হাজারো মানুষ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১২ ১০:০৩:৩৬
হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ: তীব্র শীতে কর্মহীন হাজারো মানুষ
ছবি : সংগৃহীত

দেশের সর্বউত্তরের হিমালয় সংলগ্ন জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা এখন চরমে। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪°C। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, আজকের এই তাপমাত্রা অনুযায়ী জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এবং সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ভোর থেকে সকাল এমনকি কোনো কোনো স্থানে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। সড়ক ও মহাসড়কে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।

হিমেল বাতাস আর কুয়াশার কারণে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ সকালে রেকর্ডকৃত ৮.৪ ডিগ্রি তাপমাত্রা তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার প্রমাণ দিচ্ছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন পঞ্চগড়ের পাথর শ্রমিক, চা শ্রমিক এবং সাধারণ দিনমজুরেরা। কনকনে ঠান্ডার কারণে ভোরে কাজে যেতে পারছেন না তাঁরা, যার ফলে দৈনন্দিন আয় কমে যাওয়ায় অনেক পরিবার খাদ্য সংকটে পড়েছে। অন্যদিকে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধরা দলে দলে হাসপাতালে ভর্তি হচ্ছে। সর্দি, কাশি, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয় ক্লিনিক ও হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শুরু হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা।


জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১২ ০৯:২৬:২৮
জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার জনজীবনে আজ শীতের এক স্থিতিশীল রূপ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ সোমবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় যখন নগরবাসী ঘুম থেকে উঠছিলেন, তখন থার্মোমিটারে তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৭২ শতাংশ থাকায় এবং উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে চলায় শীতের অনুভূতি বেশ জোরালো ছিল।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। যারা সকালের কাজে ঘর থেকে বের হয়েছেন, তাঁদের জন্য সুখবর হলো—দিনের তাপমাত্রা গতকালের তুলনায় খুব একটা হেরফের হবে না। রোদের তেজ খুব বেশি না থাকলেও তীব্র শীতের কামড় আজ কিছুটা সহনীয় পর্যায়ে থাকতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের গতিবেগ নিয়মিত থাকায় ভোরের দিকে কুয়াশার দেখা মিলছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গিয়ে রোদ উঁকি দিতে পারে। শুষ্ক আবহাওয়ার কারণে ধুলিকণার পরিমাণ বাড়তে পারে, তাই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে আজকের দিনটি ঢাকাবাসীর জন্য একটি নাতিশীতোষ্ণ অনুভূতির দিন হতে যাচ্ছে।


আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১২ ০৯:০৯:১১
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
ছবি : সংগৃহীত

ঢাকার উত্তরাঞ্চল থেকে শুরু করে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের বড় একটি অংশে আজ বাণিজ্যিক কার্যক্রম সীমিত থাকবে। এলাকাগুলো হলো:

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী ও মিরপুর ১০ থেকে ১৪ পর্যন্ত সব এলাকা।

ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল ও নাখালপাড়া।

মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী এবং তেজগাঁও শিল্প এলাকা।

ক্যান্টনমেন্ট ও তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা।

গুলশান-১, ২, বনানী এবং মহাখালী কমার্শিয়াল এরিয়া।

রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান ও মালিবাগের একাংশ।

বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক ও মুগদা।

কমলাপুর, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

যেসব প্রধান মার্কেট আজ অর্ধদিবস বন্ধ থাকবে

নির্দিষ্ট কিছু জনপ্রিয় শপিং মল ও সুপার মার্কেট আজ খোলা পাওয়া যাবে না।

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি)

ল্যাপটপ বা কম্পিউটার সামগ্রীর জন্য বিখ্যাত এই মার্কেটটি আজ বন্ধ থাকবে।

মিরপুর ও পল্লবী এলাকা

পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার ও রজনীগন্ধা মার্কেট।

গুলশান ও বনানী এলাকা

ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২ এবং গুলশান পিংক সিটি।

রামপুরা ও মালিবাগ এলাকা

মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট এবং মালিবাগ সুপার মার্কেট।

অন্যান্য গুরুত্বপূর্ণ মার্কেট

তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশাররফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

সাধারণত এসব এলাকার দোকানপাট ও মার্কেট সোমবার দুপুর ১২টা বা ১টার পর থেকে বন্ধ হয়ে যায়। তবে নিত্যপ্রয়োজনীয় ওষুধের দোকান ও কাঁচাবাজারের কিছু অংশ খোলা থাকতে পারে।


আজ ঢাকায় কোথায় কোন কর্মসূচি, দেখে নিন এক নজরে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১২ ০৯:০৪:৫০
আজ ঢাকায় কোথায় কোন কর্মসূচি, দেখে নিন এক নজরে
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার রাজপথে আজ সোমবার সকাল থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। রাজনৈতিক মহলে আজ সবথেকে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক। দুপুর সাড়ে ১২টায় বসুন্ধরা কার্যালয়ে ইইউ’র প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিএনপির পক্ষ থেকে আজ দুটি প্রধান কর্মসূচি পালন করা হবে। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়া বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী) আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেবেন ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। ফলে প্রেস ক্লাব ও আগারগাঁও এলাকায় সকালে কিছুটা যানজটের আশঙ্কা রয়েছে।

নাগরিক সমাজ ও সুশাসনের পক্ষে আজ সোচ্চার থাকবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা’ শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সরকারের সংস্কার কার্যক্রমের ওপর তাদের বিশেষ পর্যবেক্ষণ তুলে ধরবেন। এদিকে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে দুপুর আড়াইটায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি এই ব্রিফিং করবেন। ঢাকার এই ব্যস্ততম এলাকাগুলোতে চলাচলের সময় বাড়তি সময় হাতে নিয়ে বের হওয়া বুদ্ধিমানের কাজ হবে।


বোয়ালখালী'র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
চট্টগ্রাম প্রতিবেদক
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১১ ২০:২৪:৪৮
বোয়ালখালী'র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন
ছবি : সংগৃহীত

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ও ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশনের সহযোগিতায় আজ ১০ জানুয়ারি, শনিবার, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাধীন শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপে বদিউল আলম কোম্পানির বাড়িতে স্থানীয় দুঃস্থ, অসহায় ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুগ্ম মহাসচিব ফারহানা আফরোজ, সাংবাদিক নজিব চৌধুরী, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, মোঃ মুজিবুর রহমান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য ইয়াছমিন আক্তার, প্রিয়া বেগম, নিলুফার ইয়াছমিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মানুষ মানু‌ষের জন‌্য মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এবং ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশন বোয়ালখালীর সামাজিক উন্নয়ন ও মানুষের মানবিক কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

এর ধারাবাহিকতায় আজ বোয়ালখালীর খরণদ্বীপে শীতার্ত, দুঃস্থ, অসহায় ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের আয়োজনের শীতার্ত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রম বোয়ালখালীর বিভিন্ন অঞ্চলেও চলমান থাকবে বলে প্রত্যাশা রাখেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ব‌লেন, লন্ড‌নের বি‌শিষ্ট আইনজীবী, বোয়ালখালী কধুরখীলের কৃ‌তি সন্তান ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রবাসে বাস করেও দেশের এই শীত মৌসুমে গরিব-দুঃখী মানুষের কথা স্মরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আমরা ধন্যবাদ জানাচ্ছি।


বোয়ালখালী'র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
প্রতি‌বেদক
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১১ ২০:২৪:৪৮
বোয়ালখালী'র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন
ছবি : সংগৃহীত

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ও ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশনের সহযোগিতায় আজ ১০ জানুয়ারি, শনিবার, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাধীন শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপে বদিউল আলম কোম্পানির বাড়িতে স্থানীয় দুঃস্থ, অসহায় ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুগ্ম মহাসচিব ফারহানা আফরোজ, সাংবাদিক নজিব চৌধুরী, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, মোঃ মুজিবুর রহমান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য ইয়াছমিন আক্তার, প্রিয়া বেগম, নিলুফার ইয়াছমিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মানুষ মানু‌ষের জন‌্য মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এবং ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশন বোয়ালখালীর সামাজিক উন্নয়ন ও মানুষের মানবিক কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

এর ধারাবাহিকতায় আজ বোয়ালখালীর খরণদ্বীপে শীতার্ত, দুঃস্থ, অসহায় ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের আয়োজনের শীতার্ত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রম বোয়ালখালীর বিভিন্ন অঞ্চলেও চলমান থাকবে বলে প্রত্যাশা রাখেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ব‌লেন, লন্ড‌নের বি‌শিষ্ট আইনজীবী, বোয়ালখালী কধুরখীলের কৃ‌তি সন্তান ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রবাসে বাস করেও দেশের এই শীত মৌসুমে গরিব-দুঃখী মানুষের কথা স্মরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আমরা ধন্যবাদ জানাচ্ছি।

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত