পরিকল্পিত ফাঁদে ড. ইউনূসকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা: কনক সারোয়ার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৩ ১০:০১:২০
পরিকল্পিত ফাঁদে ড. ইউনূসকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা: কনক সারোয়ার

সত্য নিউজ: নোবেল বিজয়ী ও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার। সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে তিনি বলেন, এই পদত্যাগের মাধ্যমে "জুলাই বিপ্লব" কার্যত ভেঙে পড়বে এবং যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন বা এখনো কারাগারে আছেন, তাঁদের আত্মত্যাগ বৃথা যাবে।

সারোয়ার দাবি করেন, আহত আন্দোলনকারীদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুলে এনে কারাগারে পাঠানো হচ্ছে এবং এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। তিনি সেনাপ্রধানের সাম্প্রতিক আচরণকে কেন্দ্র করে বলেন, “গতকালের মিটিংয়ে সেনাপ্রধান যে ধৃষ্টতা ও বেয়াদবি করেছেন, তা ড. ইউনূসের পক্ষে সহ্য করা কঠিন। একজন ১২তম গ্রেডের কর্মকর্তা হয়ে তিনি এমন আচরণ করতে পারেন না।”

তিনি আরও অভিযোগ করেন, সেনাপ্রধানের এই ভূমিকা পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষায়, “ওয়াকার বরং বরখাস্ত হয়ে জেলে থাকার কথা, কারণ তিনি সশস্ত্র বাহিনীকে উসকে দিয়েছেন এবং রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের অগ্রাহ্য করেছেন।” কনক বলেন, “আপনি (সেনাপ্রধান) কেন বলবেন ‘আমার কথা না শুনলে আমি চলে যাবো’? এটা কোনো প্রেমের খেলা নয়।”

সারোয়ার জানান, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে দুইজন সিনিয়র উপদেষ্টা ড. ইউনূসকে বোঝানোর চেষ্টা করেছেন কেন তাঁর দায়িত্বে থাকা জরুরি। “আমি যতটুকু জানি, ড. ইউনূস তা বুঝতে পেরেছেন এবং কিছুটা সন্তুষ্টও হয়েছেন,” বলেন তিনি।

তবে পরিস্থিতির মধ্যে ছড়িয়েছে গুঞ্জন—ড. ইউনূস পদত্যাগের চিন্তা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে নাহিদ ইসলামকে দেওয়া এক সাক্ষাৎকারে বলা হয়েছে, তিনি চলমান পরিস্থিতিতে দায়িত্ব পালন নিয়ে শঙ্কিত।

ভিডিওর শেষে কনক সারোয়ার বলেন, “ড. ইউনূস, আপনার সঙ্গে দেশের সাধারণ মানুষ আছেন। কে আপনাকে কাজ করতে দেবে বা দেবে না, সেটা নিয়ে ভাবার কিছু নেই। বরং যাঁরা আপনাকে ফাঁদে ফেলেছে, তাদের চিহ্নিত করা জরুরি।” তিনি আরও অভিযোগ করেন, ড. ইউনূস শুরু থেকেই কিছু ‘অপদার্থ’ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, যা এই সংকটের মূল। “আমরা বহু আগেই বলেছি সমস্যা কোথায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি সেটা গুরুত্ব দেননি,” বলেন কনক।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ