জাতীয় স্বার্থে সংবেদনশীলতা এড়ানোর আহ্বান জামায়াত আমিরের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ১২:৫৮:২৭
জাতীয় স্বার্থে সংবেদনশীলতা এড়ানোর আহ্বান জামায়াত আমিরের

সত্য নিউজ: জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয় এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ২২ মে (বৃহস্পতিবার) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।”এই মন্তব্যটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে বর্তমানে বিভিন্ন দল ও গোষ্ঠী নির্বাচনী ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে দ্বিধান্বিত পরিস্থিতিতে রয়েছে।

এরই মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে আইনি বাধা দূর হয়েছে। হাইকোর্ট গত ২২ মে তার বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে, যা ইশরাকের শপথ গ্রহণের পথ সুগম করেছে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন।

ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “এই আদেশের ফলে তার শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই। নির্ধারিত সময়ের মধ্যে শপথ না করালে আদালত অবমাননার বিষয়টিও বিবেচনায় আসবে।”

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ইশরাক হোসেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ইশরাক মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর চলতি বছরের মার্চে আদালত ওই নির্বাচন বাতিল করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দেয়। এরপর নির্বাচন কমিশন গত এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে।

এই প্রেক্ষাপটে জামায়াত আমিরের ‘সংবেদনশীলতা এড়িয়ে চলা’ বার্তা দেশের রাজনৈতিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে। রাজনৈতিক সংঘাতের উত্তপ্ত প্রেক্ষাপটে এই ধরনের আহ্বান ইতিবাচক রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ