টাইগারদের লজ্জাজনক সিরিজ হার!

সত্য নিউজ:বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটি একটি দুঃস্বপ্নের দিন ছিল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ৩ উইকেটে পরাজিত হয়ে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। এই পরাজয় বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক লজ্জা, কারণ এটি আমিরাতের বিরুদ্ধে তাদের প্রথম সিরিজ হার।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৬২ রানে অলআউট হয়। জাকার আলী ও টেলএন্ডারদের দৃঢ়তা কিছুটা প্রতিরোধ গড়ে তোলে, তবে তা যথেষ্ট ছিল না। জবাবে, আমিরাতের ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন এবং শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন।
এই পরাজয় বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। দলের পারফরম্যান্সের দুর্বলতা, কৌশলগত ভুল এবং মানসিক দৃঢ়তার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিরিজ হার বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি জাগরণ সংকেত হতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক আহ্বান করেছে। দলের ভবিষ্যৎ পরিকল্পনা, কোচিং স্টাফের ভূমিকা এবং খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে, মনে করেন প্রধান নির্বাচক
আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের হট ফেবারিট ভারত। গত ১৬ আসরের মধ্যে রেকর্ড ৮বারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ৬ বার শ্রীলংকা আর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। বাংলাদেশ তিনবার ফাইনালে খেললেও শিরোপার স্বাদ এখনো পায়নি।
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
শনিবার এশিয়া কাপের দল নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আমাদের আবেগ জড়িত। আবেগাক্রান্ত হলে আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে। আবেগের ওই জায়গা থেকে এবং ইতিবাচক চিন্তা থেকে আমিও আশা করি, বাংলাদেশ (এশিয়া কাপের) চ্যাম্পিয়ন হবে। তবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং যুক্তি দিয়ে চিন্তা করে দেখতে হবে, কোথায় দাঁড়িয়ে আছি। সেটা অর্জন করার জন্য পথ কতটা সুগম বা দুর্গম। যেখানে কতটা চ্যালেঞ্জ আছে।’
লিপু আরও বলেন, ‘বিশ্বকাপে আমরা শ্রীলংকাকে হারিয়েছি। আবার আফগানিস্তানের সঙ্গে পারিনি। এ দুটো দলই এশিয়া কাপে আমাদের গ্রুপে আছে। আবেগ দিয়ে কথা না বলে যুক্তি দিয়ে কথা বলা উচিত। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না।’
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ ও ১৬ তারিখ মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে।
/আশিক
ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সাকিবের চমক: জয় পেল অ্যান্টিগা ফ্যালকনস
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ঘরের মাঠ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তারা ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে পরাজিত করেছে। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে অ্যান্টিগা।
এই ম্যাচে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব। ১৩ বল খেলে তিনি মাত্র ৭ রান করেন। তবে বল হাতে নিজের একমাত্র ওভারে তিনি দারুণ সফল ছিলেন। মাত্র ২ রান খরচ করে তিনি ত্রিনবাগোর অভিজ্ঞ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে প্যাভিলিয়নে ফেরান। ব্রাভো উড়িয়ে মারতে গিয়ে ওয়াইড লং অনে ক্যাচ দিয়েছিলেন।
প্রথমে ব্যাট করে অ্যান্টিগা ৬ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে ত্রিনবাগো এক সময় জয়ের পথে থাকলেও শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচটি জমে ওঠে। তাদের ঝড়ো ব্যাটিংয়ের পরেও শেষ পর্যন্ত ১৫৯ রানে থেমে যায় ত্রিনবাগো।
ম্যাচটিতে দারুণ বোলিং করে ৪ উইকেট শিকার করেন অ্যান্টিগার পেসার ওবেদ ম্যাকয়, যার জন্য তিনি ম্যাচসেরার পুরস্কার পান। শেষ ওভারে কাইরন পোলার্ডের মতো মারকুটে ব্যাটসম্যানকে আটকে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামার স্প্রিঙ্গার।
এই জয়ের মধ্য দিয়ে চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেল সাকিবের দল। আপাতত তারা পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে।
/আশিক
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের পাশে মুশফিকুর রহিম-তামিমরা
আগে থেকেই বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। এই অঙ্গনের উন্নয়নে তার পাশাপাশি খালেদ মাসুদ পাইলট, সানোয়ার হোসেন ও হাবিবুল বাশাররাও কাজ করে যাচ্ছেন।
এবার সেই কার্যক্রমে যুক্ত হলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বুধবার (২০ আগস্ট) বসুন্ধরা কমপ্লেক্সে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল ও সিলেকশন ক্যাম্পে সরাসরি উপস্থিত হয়ে তিনি ক্রিকেটারদের উৎসাহিত করেন।
বুধবার ছিল ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল ও সিলেকশনের দ্বিতীয় দিন। এই দিনে মুশফিকুর রহিমের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য জাভেদ ওমর বেলিম।
‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ন্যাশনাল প্যারা অলিম্পিকে আয়োজিত দুই দিনব্যাপী এই ট্রায়াল ও সিলেকশন ক্যাম্পের দ্বিতীয় দিনে চারটি বিভাগ থেকে প্রায় শতাধিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান আকরাম খান এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন। এর আগে প্রথম দিন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, হাবিবুল বাশার সুমন, আতাহার আলী খান ও খালেদ মাসুদ পাইলট।
/আশিক
বিসিবির দুর্নীতি দমনে নতুন পরামর্শক অ্যালেক্স মার্শাল, দায়িত্ব নিয়েই হুঙ্কার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্যের দুর্নীতি দমন বিশেষজ্ঞ অ্যালেক্স মার্শাল। দায়িত্ব নিয়েই তিনি ক্রিকেটের দুর্নীতিবাজদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আইসিসির সাবেক এই দুর্নীতিবিরোধী কর্মকর্তা বলেন, ‘আমরা একটা নৈতিকতা বিভাগ তৈরি করব, যারা সবাইকে এ বিষয়ে সচেতন করবে। আমরা নিশ্চিত করব দুর্নীতিবাজেরা যেন ছাড় না পায়। আমরা তাদের বাংলাদেশে চাই না, তাদের দেশছাড়া করব।’
এদিন সকালে মার্শাল বিসিবির মানবসম্পদ পুনর্গঠনের জন্য নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বিসিবির পরিচালক এবং কর্মকর্তাদের সঙ্গেও সভা করে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন। তার পরামর্শ অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে নতুন করে সাজানো হবে।
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এর পেছনে দুর্বল ‘নিরাপত্তা কাঠামো’কে দায়ী করে মার্শাল বলেন, ‘যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই বড় হুমকি হচ্ছে যখন তাতে দুর্বলতা দেখা যায়। ফ্র্যাঞ্চাইজি লিগ পেশাদারভাবে না চললে ও যথেষ্ট নিরাপত্তাবেষ্টিত না হলে এটাকে দুর্নীতিবাজেরা লক্ষ্য বানাবেই।’
আইসিসিতে একসময় ডোপিং-বিরোধী কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন মার্শাল। বাংলাদেশে তার কাজের পরিধির মধ্যে সেটাও থাকবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু) না জানানোর কারণে ২০১৯ সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। সেই সময়ে আকসুর জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন অ্যালেক্স মার্শাল।
/আশিক
পাকিস্তান সরে যাওয়ায় ভাগ্য খুলল বাংলাদেশ হকি দলের
নিরাপত্তাজনিত কারণে হকির এশিয়া কাপ থেকে পাকিস্তান সরে দাঁড়ানোয় ভাগ্য খুলে গেল বাংলাদেশ হকি দলের। ২৯ আগস্ট ভারতের রাজগিরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে পাকিস্তানের জায়গায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
খবরটির বিস্তারিতসোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.) এই খবর নিশ্চিত করে বলেন, “আমরা আজ দুপুরে এশিয়ান হকি ফেডারেশন থেকে আমন্ত্রণ পেয়েছি। ইনশাআল্লাহ, আমরা এশিয়া কাপে অংশ নেব। আমাদের প্রস্তুতিও চলছে।”
বাংলাদেশ ১৯৮২ সাল থেকে এশিয়া কাপে নিয়মিত অংশ নিচ্ছে। তবে এবার সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। পাকিস্তান নাম প্রত্যাহার করায় তাদের জায়গায় সুযোগ পেল বাংলাদেশ। এবারের এশিয়া কাপে মোট ৮টি দল অংশ নেবে: ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং বাংলাদেশ। টুর্নামেন্ট চলবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সবচেয়ে সফল দল দক্ষিণ কোরিয়া, যারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে।
এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ জাতীয় দল ইতিমধ্যেই ১৪ আগস্ট থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। কোচ মশিউর রহমানের তত্ত্বাবধানে চলছে শেষ প্রস্তুতি।
এক পোস্টে শেষ সব সম্ভাবনা? সাকিবের জন্য বন্ধ হলো জাতীয় দলের দরজা
ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলে নেওয়ার জন্য ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ টেবিলে আলোচনা চলছিল। সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক থেকে শুরু করে প্রায় সব ক্রিকেটার বিভিন্ন গণমাধ্যমে জাতীয় দলে সাকিবের প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন। এমনকি বিসিবির সভাপতি থাকাকালীন ফারুক আহমেদও সাকিবের প্রয়োজনীয়তার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পরও সাকিবের কথা বলেছেন। খালেদ মাহমুদ সুজন বারবার বলেছেন, সাকিবের রাজনৈতিক বিষয়টি বাদ দিয়ে তার ১৭ বছরের অবদানের কথা যেন বিবেচনা করা হয়।
গত ১৫ আগস্ট সাকিব তার ফেসবুক পোস্টে জাতীয় শোক জানিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব সদস্যের ছবি দিয়ে তিনি লিখেছেন, তার পরিবারের সব শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই একটি পোস্টের পর সাকিবের দেশে ফেরার ক্ষীণ সম্ভাবনা নষ্ট হয়ে গেল কিনা, তা নিয়ে দেশের ক্রিকেট মহলে আলোচনা-সমালোচনা চলছে। দেশের প্রয়োজনে সাকিবকে ফিরিয়ে আনার সম্ভাবনা উড়িয়েও দেয়নি কেউ। ১৫ আগস্ট শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সাকিব কি তার দেশে ফেরার দুয়ার স্থায়ীভাবে বন্ধ করে দিলেন?
সাকিবের এই ফেসবুক পোস্ট সরকারের নজরে এসেছে। ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন তারা সাকিবের ব্যাপারে আগ্রহ দেখাতে রাজি না। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যতটুকু সম্ভাবনা ছিল, তা শেষ হয়ে গেছে। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, "২০২৪ পরবর্তী যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি কিংবা গোষ্ঠী তারা কেউ ২০২৪ পরবর্তী সরকারের সঙ্গে যায় না। সাধারণ মানুষের উপলব্ধি তারা বুঝতে পারছেন না।"
মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র আরও মনে করে, "সাকিব নিজের সুযোগ নিজেই নষ্ট করলো। শেষ সম্ভাবনা যতটুকু ছিল, তা নষ্ট করলো। তাকে সহযোগিতা করার কোনো স্কোপ নেই।"
পাকিস্তানের হারের হতাশা কাটিয়ে: নেপালকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
নর্দান অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ অ্যান্ড টি–২০ সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩২ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। এর আগে পাকিস্তানের কাছে হারের হতাশা কাটিয়ে ব্যাটে–বলে দুর্দান্ত পারফরম্যান্সে এই জয়ে সিরিজে ফিরে এসেছে বাংলাদেশের দ্বিতীয় সারির দলটি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নাঈম শেখ (১৮ বলে ২৫) ও জিসান আলম (৪৬ বলে ৭৩) আগ্রাসী শুরু করেন। মাত্র ৬.৩ ওভারে ৬০ রানের জুটি গড়েন তারা। জিসানের ৭৩ রানের ঝলমলে ইনিংসের পর চারে নামা আফিফ হোসেন ২৩ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। তবে শেষদিকে অধিনায়ক সোহান (১১) ও মাহিদুল অঙ্কনরা (৭) প্রত্যাশিত ঝড় তুলতে না পারায় ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
জবাবে নেপালও শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। ওপেনার আসিফ শেখ ২৪ বলে ২৮ রান করেন। এরপর পাঁচে নামা অভিজ্ঞ ব্যাটার কুশল মাল্লা ৪৭ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস খেললেও দলের হারের ব্যবধান কমাতে পারেন। নেপাল শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৪ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। পেসার হাসান মাহমুদ ২টি, রিপন ও তোফায়েল একটি করে উইকেট নেন।
টাইগারদের পাওয়ার হিটিংয়ে দুর্বলতা: সমাধান নিয়ে এসেছেন জুলিয়ান উড
প্রাথমিক দলের বেশ কয়েকজন ক্রিকেটার ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে থাকায় সবাইকে একসঙ্গে পেলেন না বাংলাদেশ জাতীয় দলের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। নুরুল হাসান সোহানদের ছাড়াই জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাটিংয়ের বিশেষ কৌশল শেখানো শুরু করেছেন তিনি। প্রধান কোচ ফিল সিমন্সের নেতৃত্বে বাকি কোচিং স্টাফরাও মিরপুরের রুদ্ধদ্বার অনুশীলনে উডের ছাত্র হিসেবে যোগ দিয়েছেন।
রুদ্ধদ্বার অনুশীলন প্রধান কোচ ফিল সিমন্সের খুব পছন্দ। তাই সাংবাদিকদের দেখতে দেওয়া হয়নি। উডের পাওয়ার হিটিং ক্লাসকে গোপন রাখতে চান তিনি। আশা করা হচ্ছে, লিটনরা পাওয়ার হিটিং শিখে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপে ভালো খেলবেন। সিমন্সের অনুরোধেই বিসিবি এই পাওয়ার হিটিং কোচকে এনেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন উড। ৩ সেপ্টেম্বর তিনি ইংল্যান্ড ফিরে যাবেন।
আইপিএল-এর আদলে বিপিএল পরিচালনার নতুন পথচলা
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই লিগে খেলা মানেই কোটি টাকার মালিক হওয়া। তাই এ লিগে খেলতে চায় সারা বিশ্বের বহু ক্রিকেটার।
বাংলাদেশেও আইপিএলের আদলে ২০১২ সালে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতোমধ্যে এর ১১টি আসর সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে শুরু থেকেই বিপিএলের ব্যবস্থাপনা নিয়ে নানা সমালোচনা শোনা গেছে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর বিপিএলের মান উন্নয়নের উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় এবার প্রথমবার বিপিএল আয়োজনের দায়িত্ব দেয়া হবে প্রতিষ্ঠিত কোনো ফার্মকে।
কোন প্রতিষ্ঠান এই দায়িত্ব পাবে, তা সময়ের মধ্যে স্পষ্ট হবে। তবে বিপিএলকে নতুন ধারায় আকর্ষণীয় ও জনপ্রিয় করার জন্য যারা ভালো ভূমিকা রাখতে পারবে, বিসিবি তাদেরকেই বেছে নেবে।
এ জন্য বিসিবি পাঁচটি ফার্মের কাছ থেকে আগ্রহের চিঠি পায়। এদের মধ্যে রয়েছে আইপিএল ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এছাড়া আরব আমিরাতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ এবং লিজেন্ডস লিগেও কাজ করা প্রতিষ্ঠানগুলোও রয়েছে।
এছাড়া পাঁচটি ফার্মের মধ্যে মাত্র একটি স্থানীয় প্রতিষ্ঠান রয়েছে। এই ফার্মগুলোকে মার্কেটিং, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরামর্শদাতা হিসেবে বিবেচনা করা হবে। আগ্রহ প্রকাশের শেষ দিন ছিল ২৬ জুলাই।
বিপিএলের ১২তম আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে শুরু হয়ে জানুয়ারিতে শেষ হবে। এতে পুরনো ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি নতুন এক বা একাধিক দলও অংশ নিতে পারে।
/আশিক
পাঠকের মতামত:
- মাহাথির মোহাম্মদ ও মালয়েশিয়ার অর্থনৈতিক রূপান্তর: নীতি, সংস্কার ও উত্তরাধিকার
- অমীমাংসিত ইস্যু সরকারের বিষয়, মুসলিম বিশ্বের ঐক্য শক্তিশালী করার আহ্বান জামায়াতের
- পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুনভাবে ভাবতে চায় এনসিপি, ৭১-এর অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান
- বিএনপি থেকে নির্বাচন করবেন মাহফুজ? যা বললেন বাবা
- কুকুরকে খাবার দেওয়ায় নারীকে বেধড়ক মারধর, ভিডিও ভাইরাল
- প্রকৃতিবিরোধী কোনো উন্নয়ন প্রকল্প বরদাশত করা হবে না: রিজওয়ানা হাসান
- ম্যানসিটি বনাম টটেনহাম: ইতিহাদে ফের বিধ্বস্ত সিটিজেনরা
- মওলানা ভাসানী সেতু: ৫ লাখ ১০ হাজার টাকার তার চুরি
- যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য নেতানিয়াহু আলোচনা ভণ্ডুল করছেন: হামাস
- বিশ্বে এমন মার্কিন প্রেসিডেন্ট আগে দেখা যায়নি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে, মনে করেন প্রধান নির্বাচক
- জনগণের আকাঙ্ক্ষা যে দল বুঝবে না, তার ভবিষ্যৎ নেই: আমীর খসরু
- বঙ্গোপসাগরে নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল 'আরাকান আর্মি
- দেশের সিস্টেমটাই হয়ে গেছে দখলের: মির্জা ফখরুল
- খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবনে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
- ঢাকার অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত দুটি এলাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনের প্রস্তুতি: ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব চাইল ইসি
- ১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
- শিশুদের সুরক্ষায় নতুন নোকিয়া ফোন: 'নগ্ন ছবি' ব্লক করবে এআই
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: গ্রুপ কল শিডিউল করার সুযোগ!
- মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ৩৩ দিন পর মৃত্যুর কাছে হার মানল দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া
- খুলনায় ডুমুরিয়ায়া বাড়িতে ঢুকে যুবদল নেতাকে হত্যা
- ডিজিএফআই ও বসুন্ধরা গ্রুপের প্রভাবে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
- কোনো কেন্দ্র দখল করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল:সিইসি
- আমদানি ব্যয় ৮০ টাকা, খুচরায় ৩০০: কাঁচা মরিচের দাম নিয়ে চলছে কারসাজি
- ‘মোদির বিরুদ্ধে মিছিল করা বাহার এখন মেয়েকে নিয়ে কলকাতায়’
- বেশি ভিউয়ের লোভে তরুণী সেজে ভিডিও বানাতেন টিকটকার, গ্রেপ্তার
- ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- হৃদপিণ্ডের দুর্বলতার লক্ষণ: জেনে নিন ৩টি গুরুত্বপূর্ণ লক্ষণ
- জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর: এক ভরি স্বর্ণ কিনতে কত টাকা লাগবে?
- ‘ক্রাশের’ স্বামীকে হত্যা করতে গুগলের সাহায্য নিয়ে বোমা বানালেন প্রেমিক!
- ‘সীমিত আয়ের মানুষ খাবেটা কী?’: ইলিশের পর পটোলের দামও আকাশছোঁয়া
- সামিট গ্রুপ: কালো টাকা সাদা করার আন্তর্জাতিক কৌশল
- গভীর সংকটে দেশের ব্যাংক খাত: মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ
- গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সৌদি আরব
- টিভিতে আজকের খেলা: এক নজরে ক্রিকেট ও ফুটবলের সূচি
- দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, অতি ভারি বর্ষণেরও সম্ভাবনা
- দেশের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি: চরমোনাই পীর
- গাজায় ইসরাইলের হামলা বৃদ্ধি, গত একদিনে আরও ৭১ ফিলিস্তিনি নিহত
- মেঘনার বুকে ভেসে উঠল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ, স্তব্ধ পরিবার-সহকর্মীরা
- শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করল অন্তর্বর্তী সরকার
- আওয়ামী লীগ থেকে একসঙ্গে ৮ নেতার পদত্যাগ
- সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য সুখবর!
- ইছাপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে জয়ী মাহফুজ আলমের বাবা
- বিএসএফের হাতে বিজিবি সদস্য আটক
- বাউফলে এএসপির বাসায় চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেপ্তার
- রাজধানীর বাজারে সবজির আগুন, খালি হাতে ফিরছেন অনেকে
- জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলনের উদ্যোগে ইউনূস
- গাজা শহর দখলের চূড়ান্ত নির্দেশ নেতানিয়াহুর
- আগে গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার হোসেন
- একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ হলো,যেভাবে দেখবেন
- ফেসবুক পোস্টে রনির বিরুদ্ধে জুলকারনাইন সায়েরের ক্ষোভ
- ১৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- শেয়ারবাজারে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের সর্বশেষ দর-বদলের চিত্র
- আল্লাহ আমাকে পাকিস্তানের অভিভাবক বানিয়েছেন,প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা নেই: মুনির
- আলবার্ট আইনস্টাইনের শেষ মুহূর্ত: এক ছবিতে ধরা পড়ল এক যুগের অবসান
- আখেরি চাহার শোম্বা: সফর মাসের শেষ বুধবারের ইতিহাস ও তাৎপর্য
- দেশের স্বর্ণের বাজার স্থিতিশীল, জানুন ভরি প্রতি দাম
- জিআইবি জানালো আইপিও অর্থ ব্যবহারে প্রতিবন্ধকতার কারণ
- খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- রহিমা ফুডসের শেয়ার মালিকানা বদল
- সপ্তাহ শুরুতেই ডিএসইতে উত্থান, সূচক ও লেনদেনে চাঙ্গাভাব
- পিকাসো থেকে নিকোলস: প্রতিভা, সংগ্রাম আর অর্থপূর্ণ জীবনের দিশা
- ১৮ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ১৮ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার