প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়েও

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ০৭:৪৫:৩০
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়েও

সত্য নিউজ:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং রোগটি ইতিমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। ৮২ বছর বয়সী এই রাজনীতিকের স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের মধ্যে এই খবর সামনে এসেছে। রোববার তাঁর কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেন বাইডেন। শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। পরীক্ষায় দেখা যায়, তাঁর গ্লিসন স্কোর ৯, যা ক্যানসার রিসার্চ ইউকের মতে অত্যন্ত ‘উচ্চ-গ্রেড’ এবং আক্রমণাত্মক ধরনের ক্যানসার হিসেবে বিবেচিত হয়। এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং জটিল চিকিৎসা প্রয়োজন হয়।

তবে আশার খবর হচ্ছে, বাইডেনের ক্যানসারটি হরমোন-সংবেদনশীল, অর্থাৎ হরমোন-ভিত্তিক চিকিৎসায় কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা। বর্তমানে তাঁর পরিবার সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে চিন্তা-ভাবনা করছেন।

বাইডেনের অসুস্থতার খবর সামনে আসার পর দেশটির রাজনীতিকদের মধ্যে ব্যাপক সহানুভূতির ঢল নামে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমরা বাইডেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রো খান্না বলেন, “বাইডেন সব সময় সাহসের সঙ্গে লড়েছেন। এবারও করবেন বলে বিশ্বাস করি।”

বয়স ও স্বাস্থ্যগত কারণে বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে আগেই সরে দাঁড়ান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। হোয়াইট হাউস ছাড়ার পর তিনি সীমিতভাবে জনসমক্ষে এসেছেন—এপ্রিল মাসে একটি সম্মেলনে বক্তৃতা দেন এবং মে মাসে দুটি সাক্ষাৎকারে অংশ নেন।

প্রসঙ্গত, বাইডেন দীর্ঘদিন ধরেই যগবেষণার পক্ষে সোচ্চার। ২০১৫ সালে তাঁর বড় ছেলে বাউ বাইডেন মারা যান মস্তিষ্কের ক্যানসারে। এরপর থেকেই তিনি 'ক্যানসার মুনশট' উদ্যোগ পুনরায় শুরু করেন, যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখ ক্যানসারজনিত মৃত্যু রোধ করা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (CDC) জানায়, দেশটিতে প্রতি ১০০ পুরুষের মধ্যে ১৩ জন জীবনের কোনো এক সময় প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ