চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে ৩ প্রতারক গ্রেপ্তার

অনলাইনে ভুয়া চাকরির প্রলোভন এবং টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁও সীমান্তঘেঁষা একটি গ্রাম এবং দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) এবং তাদের সহযোগী আসাদ (৩০)। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এই প্রতারক চক্র সাধারণ মানুষকে ভুয়া খণ্ডকালীন চাকরির প্রলোভন দিতো। পাশাপাশি টেলিগ্রাম অ্যাপে বিনিয়োগের প্রস্তাব দিয়ে অল্প সময়ে কয়েকগুণ মুনাফা দেওয়ার আশ্বাস দেখাতো। তাদের টোপে পড়ে অনেকেই লাখ লাখ টাকা বিনিয়োগ করেছে, আর এর মাধ্যমেই চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সিআইডির ধারণা, এই চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেক ব্যক্তি জড়িত থাকতে পারে। গ্রেপ্তারদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন ও ছদ্মনামে নিবন্ধিত একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জানা গেছে, গত ২৬ মার্চ ঢাকার ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার সূত্র ধরেই এই অভিযানে চক্রের মূল সদস্যদের আটক করা সম্ভব হয়েছে।
-রফিক
স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল বহিষ্কার, মালিবাগ হামলায় মামলা
রাজধানীর মালিবাগে বুধবার দিবাগত রাতে সোহাগ পরিবহনের মালিকের ভাইসহ অন্তত সাতজনকে কুপিয়ে গুরুতরভাবে আহত করেছে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা এ সময় সোহাগ পরিবহনের কার্যালয় ও মালিকের বাসায় ভাঙচুর চালায়। এ ঘটনায় বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে অভিযুক্ত করে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাত ১১টা ৭ মিনিটে কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির দিকে কয়েকজন চাপাতি, ছুরি ও রড নিয়ে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কেউ কেউ হাততালি দিয়ে উল্লাস করছিলেন এবং পরে তারা কার্যালয়ের ভেতরে ঢুকে কর্মচারীদের মারধর ও টিকিট বিক্রির অর্থ লুট করেন।
সোহাগ পরিবহনের মালিক মো. ফারুক তালুকদার বলেন, সেদিন রাতে একটি বাস কার্যালয়ের সামনে পৌঁছালে যাত্রীরা নামছিলেন। এ সময় দুই ব্যক্তি যাত্রী নামার পথেই ধূমপান করছিলেন। কর্মীরা তাঁদের সরে যেতে বললে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কিছুক্ষণের মধ্যেই প্রায় ৫০ জন অস্ত্রধারী এসে হামলা চালায়। এতে তাঁর ভাই আলী হাসান তালুকদারসহ কয়েকজন গুরুতর আহত হন। তিনি অভিযোগ করেন, হামলার নেতৃত্ব দিয়েছেন রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন।
ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন জানান, বিল্লালকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় সোহাগ গ্রুপের নিরাপত্তা কর্মকর্তা দেওয়ান মো. আল আমিন বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। মামলায় বিল্লালসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৮-২০ জন অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, হামলাকারীরা গ্যারেজ ও নিরাপত্তা কক্ষ ভাঙচুর করে এবং আলী হাসান তালুকদার, তাঁর চালক মাসুদ, কর্মী হাসান তপন, ফরহাদ হোসেন, নাইমুর রহমান আদিব ও মাসুদকে কুপিয়ে আহত করে। এছাড়া প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি করে এবং ১৭ হাজার ৫৭০ টাকা লুট করে নেয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, এজাহারভুক্ত আসামি পারভেজ এবং ভিডিও দেখে শনাক্তকৃত জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, হামলা ও ভাঙচুরে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিবৃতি দিয়ে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
-রফিক
মেঘনায় রুদ্ধশ্বাস বন্দুকযুদ্ধ: অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দুর্গম চরাঞ্চলে সদ্য চালু হওয়া জামালপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যদের ওপর নৌ ডাকাত দলের ভয়াবহ হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেল সোয়া পাঁচটা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত মেঘনা নদীতে প্রায় আধঘণ্টা ধরে চলে পুলিশের সঙ্গে নৌ ডাকাতদের বন্দুকযুদ্ধ। এ সময় ডাকাতরা পুলিশ ক্যাম্পে একের পর এক গুলি ও ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে, তবে পাল্টা প্রতিরোধে পুলিশও গুলি চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষ মিলিয়ে শতাধিক গুলি বিনিময় হয়েছে।
আতঙ্কে নদীবেষ্টিত গ্রামাঞ্চল
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল দেওয়ান বলেন, বিকেলের দিকেই প্রচণ্ড গুলির শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি দেখেন, পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় ট্রলারযোগে আসা ডাকাতরা পুলিশের দিকে গুলি চালাচ্ছে। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ ভয়ে ঘরে অবস্থান করতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত নয়ন, পিয়াস ও রিপনের নেতৃত্বে ৩০–৪০ জন সদস্য ট্রলার নিয়ে নদীতে মহড়া দিচ্ছিল। পুলিশ প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে তারা প্রথমে আড়াল নেয়, পরে অস্ত্র, ককটেল ও হেলমেট পরে ক্যাম্পের ওপর সরাসরি হামলা চালায়।
পুলিশের প্রতিরোধ ও পাল্টা গুলি
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতরা থানা থেকে লুট করা দেশি-বিদেশি অস্ত্র ব্যবহার করেছে। ডাকাত দলের দিক থেকে প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়া হয়, পুলিশও অন্তত ২০ রাউন্ড পাল্টা গুলি চালায়। আধাঘণ্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষে শেষ পর্যন্ত টিকতে না পেরে ডাকাতরা মতলবের দিকে পালিয়ে যায়। সৌভাগ্যবশত কোনো পুলিশ সদস্য আহত হননি। তবে ডাকাতদের কেউ আহত হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দীর্ঘদিনের সন্ত্রাসের ইতিহাস
স্থানীয়রা জানান, গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী ও আশপাশের শাখা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ বালুমহাল দখল, নৌযানে চাঁদাবাজি ও প্রতিদ্বন্দ্বী গ্রুপের ওপর হামলা চালিয়ে আসছে নয়ন, পিয়াস, রিপন ও লালু বাহিনী। তাদের তাণ্ডবে গত এক বছরে বাবলা নামের এক প্রতিদ্বন্দ্বী ডাকাত নিহত হন, আর বালু উত্তোলনে বাধা দেওয়ায় আবদুল মান্নান ও হৃদয় আহমেদ নামে দুজন গ্রামবাসী গুলিতে প্রাণ হারান। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই গত শুক্রবার জামালপুর গ্রামে নতুন পুলিশ ক্যাম্প চালু করা হয়।
পুলিশের বার্তা: ভয় নেই, সন্ত্রাসীরা দমন হবে
ঘটনার সময় ক্যাম্পে থাকা গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, ডাকাতরা সুসংগঠিতভাবে হামলা চালিয়েছে। তবে পুলিশ পিছু হটেনি এবং প্রতিরোধ গড়ে তুলেছে। এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, ক্যাম্প চালুর পর নৌ ডাকাতরা আর স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। এ কারণেই তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। তার ভাষায়, “পুলিশ জনগণের পাশে রয়েছে। ডাকাত–সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক, তাদের নির্মূল করে গুয়াগাছিয়াকে অপরাধমুক্ত করা হবে।”
মানুষের আতঙ্ক ও ভবিষ্যৎ শঙ্কা
স্থানীয় অনেক বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ডাকাত বাহিনীর ভয়ে শতাধিক পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে ছিল। পুলিশ ক্যাম্প চালুর পর ধীরে ধীরে মানুষ গ্রামে ফিরতে শুরু করে। কিন্তু হামলার ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাদের দাবি, পুলিশকে আরও শক্তিশালী ও স্থায়ী ক্যাম্প গড়ে তুলতে হবে, নাহলে যে কোনো সময় ডাকাতরা আবারও ভয়াবহ হামলা চালাতে পারে।
থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, পরদিন মিলল যুবকের লাশ
গাইবান্ধার সাঘাটা থানায় এক অজ্ঞাত যুবকের আচরণ ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে থানার ভেতরে ঢুকে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছুরিকাঘাত করার পর পালিয়ে যাওয়া ওই যুবকের মরদেহ পরদিন সকালে কাছাকাছি বিদ্যালয়ের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে এক যুবক আচমকাই সাঘাটা থানার মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে। তখন ডিউটিতে থাকা কনস্টেবল সেরাজুল ইসলামের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। বাধা দিতে গেলে এএসআই মহসিন আলীর ওপর ছুরি দিয়ে আক্রমণ চালান তিনি। এতে গুরুতর আহত হন ওই পুলিশ কর্মকর্তা। ঘটনার পর হামলাকারী দৌঁড়ে থানার পাশের পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেন এবং সেখানেই নিখোঁজ হয়ে যান।
রাতভর অভিযান চালানোর পর শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল কচুরিপানায় ঢাকা পুকুরের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, “ঘটনার পর থেকেই উদ্ধার কাজ শুরু করা হয়। ধারণা করছি, মরদেহ কচুরিপানার নিচে আটকে ছিল।”
পরে মরদেহটি সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটি মানসিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহের পকেট থেকে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি প্রবেশপত্র পাওয়া গেছে। সেখানকার তথ্য অনুযায়ী, তার নাম সাজু মিয়া, পিতা দুলাল মিয়া ও মাতা রিক্তা বেগম। প্রবেশপত্রে থাকা ছবি ও তথ্য যাচাই করে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
এএসআই মহসিন আলীর আঘাত গুরুতর না হলেও তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাটিকে বিচ্ছিন্ন নাকি পূর্বপরিকল্পিত তা খতিয়ে দেখছে। পুরো ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা উসকানি আছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।
-রফিক, নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে এনসিপি নেতাদের হত্যার নির্দেশ দেন শেখ হাসিনা, লাইভে এসে নির্দেশনা দেন সাদ্দাম!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পণ্ড করতে পরিকল্পিতভাবে সংঘটিত হয় সন্ত্রাসী হামলা। এনসিপির অভিযোগ, ওই হামলার পেছনে ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা। জানা গেছে, ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন শেখ হাসিনা এবং এনসিপির শীর্ষ নেতাদের হত্যা করে দলটির গোপালগঞ্জ কর্মসূচি ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেন। তার পাঠানো একাধিক অডিও বার্তাও এই ঘটনার প্রমাণ হিসেবে উঠে এসেছে।
ভয়াবহ অডিও বার্তায় শেখ হাসিনার কণ্ঠ
যুগান্তরের হাতে থাকা একটি অডিও বার্তায় শোনা যায়, শেখ হাসিনা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন, “ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে। টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে। এর আগে ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে। তোমরা বসে আছ কেন? প্রতিহত করো। ওদের কাউকে যেন গোপালগঞ্জের মাটি থেকে জীবিত ফিরে যেতে না দেওয়া হয়।”
আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনাকে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে বলতে শোনা যায়, “ওরা আশপাশের জেলা থেকে লোক জড়ো করছে। পিরোজপুর, বাগেরহাট, খুলনা, ফরিদপুর—সব দিক থেকে ঢুকবে গোপালগঞ্জে। একটাই নির্দেশ—প্রতিহত করো। যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে, একজনও যেন জীবিত না ফিরে যায়।”
হামলার বাস্তবায়নে মাঠপর্যায়ে সহিংসতা
এই অডিও বার্তাগুলোর পরদিনই, ১৭ জুলাই সকালে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশের দিন আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন লাগানো হয়। একইদিন শহরের মোহাম্মদপাড়ায় এনসিপি নেতাদের গাড়িবহরে গুলি ও বোমা হামলাও চালানো হয়।
ভারতে ও লন্ডনে থাকা নেতাদের সমন্বয় ও উসকানি
এই হামলার পেছনে শুধু ছাত্রলীগ নয়, জড়িত ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বও। অভিযোগ রয়েছে, কলকাতা থেকে শেখ হাসিনার ঘনিষ্ঠ ফুপাত ভাই ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম হামলাকারীদের সমন্বয় করেন। লন্ডন থেকে তদারকি করেন প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান এবং শরীয়তপুর-১ এর সাবেক সাংসদ ইকবাল হোসেন অপু। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজল মাঠপর্যায়ের তৎপরতা পরিচালনা করেন।
লাইভে এসে নির্দেশনা দেন সাদ্দাম
কলকাতায় আত্মগোপনে থাকানিষিদ্ধঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ফেসবুক লাইভে এসে সরাসরি বলেন, “ওদের প্রতিহত করতে হবে, কাউকে ছেড়ে দিও না।” ওই লাইভ থেকেই এনসিপির কর্মসূচিতে হামলার নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।
নারীদের সংগঠনে জড়িত মহিলা আওয়ামী লীগ নেত্রী
এনসিপির অভিযোগ অনুযায়ী, কলকাতায় আত্মগোপনে থাকা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও শফিকুল আলম কাজলের স্ত্রী ইয়াসমিন আলম স্থানীয় নারী নেত্রীদের সংঘবদ্ধ করে এনসিপি কর্মীদের ওপর হামলায় অংশগ্রহণ করান। পরে পুলিশ তাকে আটক করে।
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ইতোমধ্যেই দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ১৭ জুলাই গোপালগঞ্জে সমাবেশ ও রোডমার্চের আয়োজন করে এনসিপি। গোপালগঞ্জে কর্মসূচি শেষে দলটির শরীয়তপুরের জাজিরায় যাওয়ার কথা ছিল।
শুরু থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো এই পদযাত্রাকে ঠেকাতে মরিয়া হয়ে ওঠে। এনসিপির ভাষ্য অনুযায়ী, ‘গোপালগঞ্জে ঢুকতে দেওয়া হলেও, বের হতে দেওয়া হবে না’—এই ছিল শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের নির্দেশনা। এবং সেই অনুযায়ী পরিকল্পনা, উসকানি ও হামলা—সবই সমন্বিতভাবে চালানো হয়।
যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীর দুর্ধর্ষ চুরি, মার্কিন ভিসা বাতিলের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের একটি ডেইলি শপিং স্টোর থেকে এক ভারতীয় নারী প্রায় ১ লাখ ১০ হাজার টাকার (১৩০০ মার্কিন ডলার) পণ্য চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়েছেন। এ ঘটনার পর মার্কিন দূতাবাস ভারতসহ বিদেশি ভ্রমণকারীদের জন্য একটি ভিসা সংক্রান্ত সতর্কতা জারি করেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে—চুরি, ডাকাতি কিংবা সহিংসতায় জড়ালে ভিসা বাতিল বা ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতা হারানোর ঝুঁকি রয়েছে।
ঘটনার বিবরণ
এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১ মে, ইলিনয়ের একটি সুপারশপে। অভিযুক্ত ভারতীয় নারী দোকানে প্রবেশ করে সাত ঘণ্টার বেশি সময় ধরে বিভিন্ন পণ্য বাছাই করছিলেন। একপর্যায়ে তিনি দোকানের পশ্চিম গেট দিয়ে কোনো মূল্য পরিশোধ না করেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
দোকানের এক কর্মচারী বিষয়টি লক্ষ্য করে তাকে থামান এবং চ্যালেঞ্জ করেন। ঘটনাটি ভাইরাল হয়ে পড়ে এবং পরে স্থানীয় পুলিশের বডিক্যাম ফুটেজও প্রকাশ্যে আসে। ফুটেজে দেখা যায়, কর্মচারী বলছেন, “এই মহিলা সাত ঘণ্টা ধরে দোকানে ঘুরছিলেন, জিনিস তুলছিলেন, ফোনে ব্যস্ত ছিলেন, কিন্তু কিছু না দিয়েই বেরিয়ে যাচ্ছিলেন।”
পুলিশি জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেন, তিনি পণ্যের দাম পরিশোধ করতে চেয়েছিলেন। তবে তখনই পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে যায়। এক পুলিশ কর্মকর্তা তাকে প্রশ্ন করেন, “আপনার দেশে কি চুরি বৈধ? আমার তো মনে হয় না।”
যদিও তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়নি, তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে চুরির অভিযোগ গঠন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি
এই ঘটনার পর ভারতের মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ একটি সতর্কবার্তা প্রকাশ করে। বার্তায় বলা হয়, “যুক্তরাষ্ট্রে হামলা, চুরি বা ডাকাতির মতো অপরাধ শুধু আইনি ঝামেলায় ফেলবে না, বরং এতে আপনার ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্যতা হারাতে পারেন।”
দূতাবাস আরও বলেছে, “মার্কিন নাগরিকেরা আইন মেনে চলে এবং আশা করা হয়, বিদেশি দর্শনার্থীরাও একইভাবে আইনশৃঙ্খলা মেনে চলবেন।”
ভিসা ও অভিবাসন ঝুঁকি
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, চুরি, জালিয়াতি, ডাকাতি বা বেআইনি প্রবেশের মতো অপরাধে দোষী সাব্যস্ত হলে তা শুধু কারাদণ্ডেই সীমাবদ্ধ থাকে না, বরং বিদেশি নাগরিকের অভিবাসন বা পর্যটন ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে পুনঃভিসা প্রাপ্তিও অসম্ভব হয়ে উঠতে পারে।
এই ঘটনায় মার্কিন দূতাবাসের সতর্কতা মূলত একটি কড়া বার্তা—যুক্তরাষ্ট্রে অবস্থানরত বা সেখানে যেতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য। বিশেষ করে ভারতীয় শিক্ষার্থী, পর্যটক ও অভিবাসন প্রত্যাশীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত সতর্কসংকেত।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ভ্রমণে আইন লঙ্ঘনের ঘটনা শুধু ব্যক্তিগত নয়, বরং রাষ্ট্রীয় পর্যায়ে নাগরিকদের ওপর আস্থার প্রশ্নও তৈরি করে। তাই ভিসা পাওয়া বা বিদেশে সম্মানের সঙ্গে অবস্থানের জন্য সুনাগরিকসুলভ আচরণ অপরিহার্য।
মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ীর হত্যাকাণ্ডে নতুন মোড়
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) কে পিটিয়ে, ইট-পাথর ছুঁড়ে এবং নির্মম ভাবে হত্যার ঘটনাটি শুধু একটি নৃশংস হত্যা না, বরং এলাকার ব্যবসায়িক স্বার্থ ও চাঁদাবাজির এক ভয়াবহ সংকটের প্রতিফলন। হত্যাকাণ্ডের সূত্র ধরে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে মহিন নামের এক চাঁদাবাজ গ্রুপের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। মহিন গ্রুপ মাসিক ফিক্সড চাঁদা আদায়ের মাধ্যমে মিটফোর্ড এলাকা ও আশপাশের ব্যবসায়িক নিয়ন্ত্রণ বজায় রাখে। সোহাগের দোকান ‘সোহানা মেটাল’ ছিল ভাঙারি ব্যবসার জন্য সুপরিচিত।
তবে সোহাগ চাঁদা দিতে অস্বীকৃতি জানায় এবং মহিন গ্রুপের নির্দিষ্ট চাঁদার হার মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ কারণে দুই পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ এবং হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের মধ্যকার দ্বন্দ্ব সাময়িক মিটমাট হয়, কিন্তু মহিন গ্রুপ সোহাগকে বাজার থেকে সরিয়ে দিতে পরিকল্পনা শুরু করে।
৭ জুলাই সন্ধ্যায়, সোহাগ দোকানে আসার মাত্র কয়েক মিনিটের মধ্যে সাতটি মোটরসাইকেলে প্রায় ১৯ জন হামলাকারী রজনী বোস লেনে প্রবেশ করে এবং সোহাগকে ধরে নিয়ে যেয়ে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে নির্মমভাবে ইট-পাথর ও অন্যান্য কঠিন বস্তু দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর মৃতদেহ টেনে এনে গেটের বাইরে উল্লাস করা হয়, যা স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
তদন্তে জানা গেছে, মহিন ও টিটন নামে দুই খুনির মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বও ছিল সোহাগের সঙ্গে। সোহাগ পুরোনো সময়ে তাদের মারধর করায় তাদের মধ্যে শত্রুতার সূত্রপাত হয়। এছাড়া হত্যাকাণ্ডে রাজনীতির প্রভাবও রয়েছে বলে পুলিশ ধারণা করছে। হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের মধ্যে রাজনৈতিক দলের যুবদল ও অন্য গোষ্ঠীর লোকজন রয়েছে।
এ ঘটনার পর থেকে মিটফোর্ড এলাকার ভাঙারি ব্যবসায়ীরা ব্যাপক ভয়ে ভুগছেন। মহিন গ্রুপের মতো আরও কয়েকটি চাঁদাবাজি ও সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় প্রভাব বিস্তার করছে। গ্রেফতার হওয়া মহিন গ্রুপের অনুসারীরা এলাকাবাসীর মধ্যে আতঙ্কের কারণ। অনেক ব্যবসায়ী আশঙ্কা প্রকাশ করছেন, মহিন গ্রুপের কেউ গ্রেফতার হলেও, অন্য গোষ্ঠীগুলো প্রতিশোধ নিতে পারে।
পুলিশ এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন স্বীকারোক্তি দিয়েছে। তদন্ত চলছে বাকি আসামিদের ধরতে। ডিবির যুগ্ম কমিশনার জানিয়েছেন, ডিবি মামলাটি ছায়া তদন্ত করছে এবং দ্রুত আসামিদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে।
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, হত্যাকাণ্ড দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। একই সাথে সুপ্রিম কোর্টে একটি রিট দায়ের করা হয়েছে, যাতে এই হত্যা মামলার তদন্তের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠন করার দাবি করা হয়েছে, যাতে সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা যায়।
অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, হাসপাতালের সামনে এই ঘটনার সময় আনসার সদস্যরা দায়িত্বে ছিলেন না এবং তাদের পক্ষ থেকে কোনো অবহেলা ঘটেনি।
স্থানীয় অ্যাম্বুলেন্স চালক ও ব্যবসায়ীরা জানান, মহিন গ্রুপ মিটফোর্ডে অ্যাম্বুলেন্স চালকদের কাছ থেকে মাসে উল্লেখযোগ্য পরিমাণ চাঁদা নিত এবং যারা তাদের কথা না শুনত তাদের ওপর হামলা চালানো হত। অনেকেই চাঁদাবাজি ও সন্ত্রাসের ভয়ে ব্যবসায় নাম রাখা থেকে বিরত থাকছেন।
মোটের উপর, এই ঘটনা মিটফোর্ড এলাকা এবং পুরান ঢাকার অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজির সমস্যা কতটা গভীর এবং জটিল তা প্রমাণ করে। সুষ্ঠু বিচার ও কড়া ব্যবস্থা গ্রহণ ছাড়া এ ধরনের নৃশংসতা বন্ধ হওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজ দ্রুত কার্যকর ন্যায়বিচারের দাবি জানিয়েছেন, যাতে পুনরায় এমন অবস্থা সৃষ্টি না হয় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
অনলাইন ক্লাসে ‘অশ্লীলতা’র অভিযোগে থানায় অভিভাবকের অভিযোগ
বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন প্রস্তুতির এক কোচিং প্ল্যাটফর্মে লাইভ ক্লাসে শিক্ষক ও শিক্ষিকার ‘অশালীন আচরণের’ অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক অভিভাবক।
বুধবার (৯ জুলাই) রাজধানীর ভাটারা থানায় অভিযোগটি করেন আশরাফ বিজয় নামের এক ব্যক্তি। তিনি বলেন, “আমি একজন অভিভাবক হিসেবে শিক্ষার পরিবেশে এমন অশ্লীলতা মেনে নিতে পারছি না।”
অভিযোগে তিনি উল্লেখ করেন, ৮ জুলাই রাত ১২টার দিকে অনলাইন লাইভ ক্লাস চলাকালে এক নারী ও এক পুরুষ শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে “অসামাজিক কার্যকলাপ” করেন। এই আচরণ অভিভাবক ও শিক্ষার্থীদের মানসিকভাবে আঘাত করেছে এবং শিক্ষকতার পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগে বলা হয়।
ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, কোচিং সেন্টারের একজন শিক্ষিকা ও শিক্ষক লাইভ ক্লাস চলাকালে ঘনিষ্ঠ আচরণ করছেন এবং পরস্পরকে চুম্বন করছেন। ভিডিওটি অন্বেষণ কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল থেকে নেওয়া বলে অভিযোগকারী দাবি করেছেন।
এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগকারী আশরাফ বিজয় বলেন, “এই ধরনের কনটেন্ট শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। আমি ওই দুই শিক্ষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা চাই।”
সামাজিক মাধ্যমে অনেক অভিভাবক এবং শিক্ষার্থীও শিক্ষার পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সত্য প্রতিবেদন/আশিক
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রাম্য সালিসে ৫০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার খুদেজঙ্গল গ্রামে ১৬ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৭ জুলাই) সকালে ওই কিশোরীর বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন একই এলাকার যুবক এমরান।
ঘটনার পর কিশোরীর পরিবার বিষয়টি স্থানীয় মাতবরদের জানালে সালিসের আয়োজন করা হয়। সেখানে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, সেই টাকা ভুক্তভোগী পরিবারকে দেওয়া হয়নি। পাশাপাশি ঘটনাটি আইনি পথে না গিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও দাবি উঠেছে।
ভুক্তভোগীর দাদী বলেন, ‘আমার নাতনি কথা বলতে পারে না। আমি সকালে রান্নাঘরে ছিলাম। এই ফাঁকে এমরান ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। আমি টের পেয়ে গেলে সে পালিয়ে যায়। পরে আমি ও আমার ছেলে বিষয়টি স্থানীয় মুরব্বিদের জানাই।’
এরপর অভিযুক্তের বাড়িতে বসে গ্রাম্য সালিস। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন, আব্দুল হাই, রফিক ফকির ও আক্তার বেপারী। সালিসে সিদ্ধান্ত হয়, অভিযুক্ত এমরান ভুক্তভোগী পরিবারকে ৫০ হাজার টাকা দেবেন ওষুধ ও অন্যান্য খরচ বাবদ। ভুক্তভোগীর বাবার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষরও নেওয়া হয় বলে জানা গেছে।
তবে ইউপি সদস্য সালাউদ্দিন দাবি করেন, তিনি শুধু বিষয়টি জানতে পেরে সালিসের আয়োজন করেছেন, টাকা আদান-প্রদানের বিষয়ে কিছু জানেন না। তার ভাষায়, ‘সকালে কয়েকজন মহিলা এসে বিষয়টি জানায়। পরে গ্রামের মুরব্বিদের সঙ্গে বসে সালিস করি।’
ঘটনার দুই ঘণ্টা পর দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। হাটুরিয়া পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হক বলেন, ‘ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে অভিযুক্ত এমরানের বাড়িতেও যাই, কিন্তু সে এরইমধ্যে পালিয়ে যায়।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, ‘ধর্ষণচেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী কিশোরীকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে মেডিকেল পরীক্ষার জন্য।’
এ ঘটনায় গ্রাম্য সালিসের মাধ্যমে আইনি প্রক্রিয়া এড়িয়ে ঘটনা মীমাংসার চেষ্টা এবং জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারকে না দেওয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।
মিরপুরে আওয়ামীপন্থী ব্যক্তির পরিবারকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে মামলা
রাজধানীর মিরপুরে এক ব্যক্তির বাসায় ঢুকে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ছাত্রদল ও যুবদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার (৭ জুলাই) রাতে মিরপুরের পশ্চিম মনিপুর এলাকায় ১০–১৫ জনের একটি দল সিরাজুল ইসলামের বাসায় প্রবেশ করে। ৫৬ বছর বয়সী সিরাজুল একসময় শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অভিযুক্তরা বাসায় ঢুকে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন। রাতভর ভীতি ও চাপের মুখে সিরাজুলের পরিবার পাঁচ লাখ টাকা দেয়।
তবে রাত তিনটার দিকে পুলিশের হস্তক্ষেপে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরপুর থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মিন্টু (৩৫), যুগ্ম আহ্বায়ক তাবিত আহমেদ আনোয়ার (৩৫), যুবদলকর্মী রতন মিয়া (৩৪) এবং ছাত্রদলকর্মী ইসমাইল হোসেন (২৪)। তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ‘রাতে একজন নাগরিক আমার সরকারি নম্বরে ফোন করে জানান যে, পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং র্যাবও সহযোগিতা করে।’
ভুক্তভোগী সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম সোমবার সকালে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাত আরও আট থেকে দশজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা শুরুতে ভয়ভীতি প্রদর্শন করে ২০ হাজার টাকা নেন। পরে আরও চাপ প্রয়োগে সিরাজুল বিভিন্নজনের কাছ থেকে ধার করে ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও প্রায় পাঁচ লাখ টাকা দেন।
ঘটনার সময় আসামিরা বাসার দরজা বন্ধ করে দীর্ঘ সময় জিম্মি করে রাখেন সিরাজুল দম্পতিকে। পুলিশ ও র্যাব রাত তিনটার দিকে সেখানে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন। তবে চারজনকে ধাওয়া করে আটক করা হয়।
/আশিক
পাঠকের মতামত:
- চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে ৩ প্রতারক গ্রেপ্তার
- স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল বহিষ্কার, মালিবাগ হামলায় মামলা
- দেশীয় চিকিৎসাব্যবস্থায় আস্থা প্রকাশ করলেন জামায়াতের আমির
- হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম ধাঁচের ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচার
- দান করার যত ফজিলত
- কাবুলের পথে বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণবাহী বিমান
- বাংলাদেশি টাকার বিনিময় হারে অস্থিরতা
- নেপালের কঠোর পদক্ষেপ ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে
- “তারেক রহমানের নেতৃত্বেই ঐক্য সম্ভব”
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে সরকারের নতুন উদ্যোগ
- কুমিল্লা-৪ আসনে বিএনপির কোন্দল, হাসনাত আবদুল্লাহ কি চমক দেখাবেন?
- “মামার বাড়ির আবদার নয়”-রাকসু নির্বাচন নিয়ে ক্ষোভ উপাচার্যের
- তারাকান্দায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- অনূর্ধ্ব-১৭ দল গঠনে চলছে বাছাই প্রক্রিয়া
- উদ্যোক্তাদের জন্য ৫৪ লাখ টাকার পুরস্কার
- ৭ সেপ্টেম্বর আকাশে চোখ রাখুন: দেখা মিলবে দীর্ঘস্থায়ী চন্দ্রগ্রহণের
- মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই ইহকাল ও পরকালের মুক্তি: তারেক রহমান
- নূর শুরু, নুর দিয়ে শেষ হবে না: ব্যারিস্টার ফুয়াদ
- জনগণ না চাইলে পিআর থেকে সরে আসবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার
- ডিম, পেঁয়াজ, কাঁচামরিচের দামে লাগাম টানতে নতুন সুপারিশ
- জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা প্রকাশ
- দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে সহায়তা দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- ডিএসই’র বাজার প্রতিবেদন: এক নজরে আজকের লেনদেন
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- বিজয় দিবসের কুচকাওয়াজে সামরিক শক্তির মহাপ্রদর্শনী:বেইজিং থেকে বিশ্বকে চীনের কৌশলগত বার্তা
- পোস্টারবিহীন নির্বাচন, প্রচারে নতুন বিধান যুক্ত করল ইসি
- গুলশানে খালেদা জিয়ার বাসভবনে ফ্রান্সের বিদায়ি রাষ্ট্রদূত মেরি মাসদুপুই
- টিকিট বিক্রির তিন ধাপ, ফিফা জানাল বিস্তারিত পরিকল্পনা
- ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিব বিমানবন্দর বন্ধ
- নাচই বদলে দিল ধনশ্রীর জীবন
- জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি
- বিএনপির হাতেই বাংলাদেশ ও দেশের গণতন্ত্র সুরক্ষিত: আবু নাসের
- মা-কন্যার অনন্য বন্ধন: সুস্মিতা সেনের পোস্টে মুগ্ধ ভক্তরা
- মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়: নিরাপত্তা নিয়ে মুখ খুললেন ওসমান হাদি
- অ্যাশেজে খেলতে ঝুঁকি নিতেও প্রস্তুত প্যাট কামিন্স
- বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থ কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার, হোয়াইট হাউসের রহস্যজনক পদক্ষেপ
- আওয়ামী লীগের পদ ছাড়লেন ইউপি সদস্য, জানালেন তিনি সব সময় বিএনপির ‘একনিষ্ঠ কর্মী’
- দুইবারের ইউএস ওপেন চ্যাম্পিয়নের স্বপ্নযাত্রা আবার শুরু
- ফজলুর রহমানকে ঘিরে নতুন বিতর্ক, ছাত্রদল নেতার বহিষ্কারের দাবি
- অতিরিক্ত যাত্রীতে ট্র্যাজেডি:নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ২৯
- ব্যয় সাশ্রয়ের পরিপত্র উপেক্ষা: মন্ত্রীদের জন্য ৬০টিসহ ২৮০ গাড়ি কিনছে সরকার
- ইকুয়েডরে আবারও মার্কিন উপস্থিতির সম্ভাবনা
- একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক ও বাবরের খালাসের রায় বহাল
- হঠাৎ স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন! মোনালি ঠাকুরের সংসারে ভাঙনের সুর?
- কোরআনের আলোকে পরকাল: অবিশ্বাসীদের শেষ পরিণতি
- জুলাই সনদে আসছে বড় পরিবর্তন
- পুতিন জানালেন, কেন তিনি এখনো ট্রাম্পের শান্তি প্রস্তাব গ্রহণ করেননি
- অভিষেক রাঙাতে পারলেন না কিউবা: এশিয়ান কাপ বাছাইয়ে শুরুতেই হোঁচট খেলো বাংলাদেশ
- মাদকের ভয়াবহ পরিণতি: অকালে ঝরে যাচ্ছে জীবন, পঙ্গু হচ্ছে তরুণ সমাজ
- যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থার শীর্ষে এএইচজেড
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- ঢাকা স্টক এক্সচেঞ্জে ভ্যালু, ভলিউম ও ট্রেডে শীর্ষ ২০ কোম্পানি
- ডিএসই–৩০ সূচকের শীর্ষ কোম্পানিগুলোর লেনদেনের চিত্র
- জুলাই সনদ নিয়ে মতভেদ চরমে, আজ তিন দলের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী সরকারের
- ১ সেপ্টেম্বর শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে ফিরল স্বস্তি, শীর্ষে থাকা কোম্পানির তালিকা প্রকাশ
- ০১ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সংসদ ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা
- নিহত গাজা সাংবাদিকের চিঠি পড়ে কেঁদে ফেললেন জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০২৪ সালের নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন
- ডা. তাহেরের বিতর্কিত মন্তব্যে চিকিৎসক সমাজে তীব্র প্রতিক্রিয়া
- নোয়াখালীর সাবেক চেয়ারম্যান মিজানুরের অবৈধ সম্পদের পাহাড়
- ই-কমার্স খাতে শৃঙ্খলা আনতে কঠোর আইন: অনলাইনে মিথ্যা তথ্য দিলেই কারাদণ্ড