৫০% শুল্কে বিপর্যস্ত ভারতীয় চিংড়ি শিল্প

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১২:৫২:০৬
৫০% শুল্কে বিপর্যস্ত ভারতীয় চিংড়ি শিল্প
ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধান কৃষি রপ্তানি খাতগুলোর একটি চিংড়ি শিল্প বর্তমানে গুরুতর সংকটের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করায় দেশের এই গুরুত্বপূর্ণ রপ্তানি খাতের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সিফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (SEAI) ইতোমধ্যে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।

SEAI-এর সাধারণ সম্পাদক কেএন রাঘবন জানিয়েছেন, প্রায় দুই বিলিয়ন ডলারের চিংড়ি রপ্তানি এখন বড় ধরনের বাধার মুখে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ২.৮ বিলিয়ন ডলারের চিংড়ি পাঠানো হলেও চলতি বছরে এ পর্যন্ত রপ্তানির পরিমাণ মাত্র ৫০ কোটি ডলারে সীমাবদ্ধ। তার মতে, নতুন শুল্ক আরোপের ফলে ভারতীয় সামুদ্রিক খাদ্যের দাম এখন চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের তুলনায় অনেক বেশি, যেখানে মার্কিন শুল্কের হার মাত্র ২০–৩০ শতাংশ।

রাঘবন সতর্ক করে বলেন, এ অবস্থায় প্রতিদ্বন্দ্বী দেশগুলো মূল্য কমিয়ে দ্রুত মার্কিন বাজারে ভারতীয় রপ্তানিকারকদের স্থান দখল করবে। অন্যদিকে ভারতীয় রপ্তানিকারকরা ইতোমধ্যে পাঠানো চালান ফেরত নিতে পারবেন না, কারণ এতে চুক্তিভঙ্গের দায়ে ৪০ শতাংশ অতিরিক্ত জরিমানা দিতে হবে।

তার মতে, সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় হলো বিকল্প বাজার তৈরি করা। যদিও যুক্তরাজ্যের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা বাস্তবায়ন হতে সময় লাগবে। এদিকে SEAI সরকারের কাছে সস্তা ঋণ সুবিধা, কার্যকরী মূলধন ৩০ শতাংশ বৃদ্ধি, সুদ ভর্তুকি এবং প্যাকেজিং-পূর্ব ও পরবর্তী প্রক্রিয়ার জন্য ঋণ পরিশোধের সময়সীমা ২৪০ দিন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

-শরিফুল


দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম:সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হি গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৪:১১:২৫
দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম:সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হি গ্রেপ্তার
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের চিত্র। ছবি : কালবেলা

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হি মঙ্গলবার শেয়ারবাজারে কারসাজি, ঘুষ গ্রহণ এবং রাজনৈতিক হস্তক্ষেপসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তিনি চার ঘণ্টা ধরে চলা আদালতের শুনানিতে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন, তবে সিউল আদালত প্রমাণ নষ্টের আশঙ্কায় তাকে রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন।

বিবিসি-এর প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী একই সময়ে কারাগারে বন্দি হলেন। কিমের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল গত বছর ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার অভিযোগে আগেই গ্রেপ্তার হন। এই ঘটনাটি দেশে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা তৈরি করে, যার ফলস্বরূপ ইউন সুক ইওল ক্ষমতা হারান।

অভিযোগপত্রে বলা হয়েছে, কিম ডয়েচ মোটর্স নামের একটি বিএমডব্লিউ ডিলারের শেয়ারমূল্য কারসাজির মাধ্যমে প্রায় ৫ লাখ ৭৭ হাজার ৯৪০ মার্কিন ডলার অবৈধভাবে লাভ করেছেন। এই অভিযোগগুলো তার স্বামীর প্রেসিডেন্ট হওয়ার আগের সময়ের হলেও, দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে তার স্বামীর সরকার প্রশ্নবিদ্ধ ছিল।

আরও অভিযোগ রয়েছে যে, তিনি বিতর্কিত ইউনিফিকেশন চার্চ থেকে ব্যবসায়িক সুবিধা পাওয়ার বিনিময়ে দুটি শ্যানেল ব্যাগ এবং একটি হীরার নেকলেস ঘুষ হিসেবে গ্রহণ করেন। এছাড়াও, তিনি ২০২২ সালের সংসদীয় উপনির্বাচন এবং গত বছরের সাধারণ নির্বাচনের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।

আদালতে কালো স্যুট ও স্কার্ট পরে হাজির হয়ে কিম কিওন হি সাংবাদিকদের বলেন, "আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, তবুও সমস্যার সৃষ্টি করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।"

প্রেসিডেন্ট থাকাকালে ইউন সুক ইওল তার বিরুদ্ধে আনা বিশেষ কাউন্সেল বিল তিনবার ভেটো দিয়েছিলেন। সর্বশেষ ভেটোটি তিনি দেন গত বছরের নভেম্বরে, যা সামরিক আইন জারির ঘোষণার এক সপ্তাহ আগে। ইউন সুক ইওলের প্রতিদ্বন্দ্বী লি জে মিয়ং চলতি বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সেই বিশেষ কাউন্সেল গঠন করা হয়।


মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১১:৫৪:৩১
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর!
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পাসের পর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা চালুর সম্ভাবনা উন্মোচিত হয়েছে। এই নীতি কার্যকর হলে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ-দক্ষতা সম্পন্ন চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিষয়টি কুয়ালালামপুরে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া-তে দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। আইন, বিচার ও বৈদেশিক নিয়োগ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রী নীতিগতভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পাস ভিসা চালুর বিষয়ে সম্মতি দেন। তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। যদিও অন্যান্য দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর শেষে মালয়েশিয়ার চাকরি বাজারে প্রবেশের সুযোগ পেয়ে থাকে, বাংলাদেশি শিক্ষার্থীরা এ সুযোগ থেকে এতদিন বঞ্চিত ছিলেন।

এর আগে সোমবার কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিন্তি সিদেকের সঙ্গে অধ্যাপক ইউনূস বৈঠক করেন। বৈঠকে তারা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি সম্প্রসারণ, মালয়েশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষাগত সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি, মালয়েশিয়ার কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়গুলোর কাছে বাংলাদেশের ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতির আবেদন জানান অধ্যাপক ইউনূস।

মালয়েশিয়ার মন্ত্রী অধ্যাপক ইউনূসের দীর্ঘমেয়াদি থ্রি জিরো অভিযানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন, যার লক্ষ্য বিশ্বব্যাপী দারিদ্র্য ও বেকারত্ব দূর করা এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। অধ্যাপক ইউনূস বলেন, “আপনি যদি দারিদ্র্যবিহীন একটি পৃথিবী কল্পনা না করেন, তবে তা কখনও বাস্তবে রূপ নেবে না।” তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান, এমন একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সভ্যতা গড়ে তোলার জন্য যৌথভাবে কাজ করার।

শিক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকায় সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকগুলোতে জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন, যা এই উদ্যোগের উচ্চ পর্যায়ের কূটনৈতিক গুরুত্বকে প্রতিফলিত করে।

-শরিফুল


রপ্তানি শুল্ক সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি 

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১১:৩৭:০৬
রপ্তানি শুল্ক সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি 
ছবিঃ সংগৃহীত

রপ্তানি শুল্ককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মোদি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন এবং এ সফরের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের জোর সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে ৯ সেপ্টেম্বর নিউইয়র্কে। ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন ট্রাম্প, আর ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এই সময়সূচির মধ্যবর্তী সময়ে দু’দেশের শীর্ষ নেতাদের বৈঠক হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বর্তমান উত্তেজনার সূত্রপাত ট্রাম্প প্রশাসনের আরোপিত উচ্চ রপ্তানি শুল্ক। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ছিল ১৫ শতাংশ। তবে গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের দেড় মাস পর, মার্চে ট্রাম্প তা বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করেন, যা ৭ আগস্ট থেকে কার্যকর হয়।

পরিস্থিতি আরও জটিল হয় রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং আন্তর্জাতিক বাজারে মূল্যসীমা নির্ধারণ করলেও ভারত তুলনামূলক কম দামে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে। এ বিষয়ে ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে আপত্তি জানিয়ে অভিযোগ করেন, ভারত এভাবে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে অর্থনৈতিকভাবে সহায়তা করছে। এর জের ধরে গত ৬ আগস্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, ফলে মোট শুল্কহার দাঁড়ায় ৫০ শতাংশে।

নতুন শুল্ক আরোপের নির্বাহী আদেশে ট্রাম্প স্পষ্ট করে লেখেন, “ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে... আমার বিচারে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ প্রয়োজনীয়।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে বলে, “দেশের অভ্যন্তরীণ জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা এবং জনগণকে ন্যায্য মূল্যে তেল সরবরাহ করা ভারতের জাতীয় স্বার্থের অন্তর্ভুক্ত। এই স্বার্থ রক্ষায় ভারত সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।”

প্রসঙ্গত, এর আগে ফেব্রুয়ারিতে সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। এবার জাতিসংঘ অধিবেশন ঘিরে তার সফর শুধু বহুপাক্ষিক কূটনৈতিক কার্যক্রম নয়, বরং যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্কের সাম্প্রতিক অস্থিরতা প্রশমনের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

-রাফসান


সিন্ধু নদ ইস্যুতে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১১:২৮:১৯
সিন্ধু নদ ইস্যুতে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি
ছবিঃ সংগৃহীত

সিন্ধু নদ ও পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে বলেন, যদি ভারত সিন্ধু নদীর পানি আটকে রাখার চেষ্টা করে, তবে পাকিস্তান কঠোর জবাব দেবে। তার ভাষায়, “আমরা আমাদের পানির এক ফোঁটাও কাউকে নিতে দেব না। যদি কেউ এমন পরিকল্পনা করে, তবে তাকে এমন শিক্ষা দেওয়া হবে, যা সারাজীবন মনে থাকবে।”

প্রধানমন্ত্রীর এই সতর্কবার্তা আসে জম্মু–কাশ্মিরের পেহেলগামে সম্প্রতি সংঘটিত এক জঙ্গি হামলার প্রেক্ষাপটে, যেখানে ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। এ ঘটনার পর ভারত তাৎক্ষণিকভাবে ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে, যার ফলে পাকিস্তানে প্রবাহিত সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর পানির প্রবাহে বিঘ্ন ঘটে এবং দেশটির কৃষি খাত বড় ধরনের সংকটে পড়ে।

পরিস্থিতি জটিল হওয়ায় পাকিস্তান আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা করে। ৮ আগস্ট আদালত রায় দেন, যেখানে ভারতকে চুক্তিতে ফিরতে এবং জলবিদ্যুৎ প্রকল্পসহ যেকোনো বাঁধ নির্মাণ চুক্তির শর্ত মেনে করতে নির্দেশ দেওয়া হয়। পাকিস্তান রায়কে স্বাগত জানালেও ভারত এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ভারতকে চুক্তিতে ফিরতে আহ্বান জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। ৯ আগস্ট ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ করে, তবে তা ধ্বংস করতে ১০টি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। সিন্ধু নদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, আর আমাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে কোনো ঘাটতি নেই।”

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, ভারত পূর্বাঞ্চলের ইরাবতী, বিপাশা ও শতদ্রু নদীর পানি ব্যবহারের অধিকার পেয়েছে। অপরদিকে, পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর অধিকাংশ পানি ব্যবহারের সুযোগ দেওয়া হয়। চুক্তিতে একতরফাভাবে বাতিল বা স্থগিতের সুযোগ নেই, তবে বিরোধ নিষ্পত্তির সুস্পষ্ট ধারা বিদ্যমান।

পাকিস্তানের জন্য সিন্ধু অববাহিকার পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি কৃষি, নগর ও বিদ্যুৎ ব্যবস্থার মূলভিত্তি হিসেবে অপরিহার্য। এসব নদীর প্রবাহ ব্যাহত হলে বিশ্বের অন্যতম বৃহৎ সেচব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জ্বালানি উৎপাদন পর্যন্ত জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো গভীর সংকটে পড়বে।

-রফিক


হুথিদের ড্রোন আঘাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১০:৪৮:২৩
হুথিদের ড্রোন আঘাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত
ছবিঃ সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সমন্বিত ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। হুথিদের জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল হাইফা, নেগেভ, উম্মে আল-রাশরাশ এবং বেয়ারশেবা—যা ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে, হামলাগুলো গাজায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘমেয়াদি আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয় এবং সবগুলো হামলাই “লক্ষ্য অর্জনে সফল” হয়েছে। তিনি আরও স্পষ্ট করেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এখন প্রায় দুই বছরের মাইলফলক স্পর্শ করেছে। এই সময়ের মধ্যে ফিলিস্তিনি জনগণ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত নিহত হয়েছে ৬১ হাজার ৫৯৯ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন। কেবল গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন প্রাণ হারিয়েছেন ইসরায়েলের আরোপিত অবরোধজনিত দুর্ভিক্ষে এবং খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অবস্থায় গোলাবর্ষণে মারা গেছেন আরও ১৯ জন।

গাজার পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ২৬টি দেশ যৌথভাবে বিবৃতি দিয়ে চলমান অবরোধ ও হামলাকে ‘অকল্পনীয় মাত্রার ভোগান্তি ও দুর্ভিক্ষ’ হিসেবে অভিহিত করেছে। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ এবং দুর্ভিক্ষ মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

-শরিফুল


লুকিয়ে ইসরাইলের জন্য অস্ত্র পরিবহন বিতর্কে সৌদি জাহাজ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ০৮:১৮:৫৬
লুকিয়ে ইসরাইলের জন্য অস্ত্র পরিবহন বিতর্কে সৌদি জাহাজ
ছবি: সংগৃহীত

ইতালির জেনোয়া বন্দরে দখলদার ইসরাইলের জন্য অস্ত্র পরিবহনের অভিযোগে সৌদি আরবের জাতীয় জাহাজ পরিবহন সংস্থা ‘বাহরি’-এর একটি জাহাজ আটকে দিয়েছেন স্থানীয় শ্রমিকরা। ৮ আগস্ট ‘বাহরি ইয়ানবু’ নামের জাহাজটি জেনোয়া বন্দরে নোঙর করলে ঘটনাটি ঘটে। দ্য ক্রাডল ও মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির পরিকল্পনা ছিল জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করে আবুধাবিতে পাঠানোর। তবে বন্দরকর্মীরা খবর পান, জাহাজটিতে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, যা ইসরাইলে পাঠানোর কথা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রায় ৪০ জন বন্দরশ্রমিক জাহাজে প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি খুঁজে পান। তদন্তে আরও জানা যায়, ইতালিতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল এবং সেখান থেকেই অস্ত্র এনেছে।

জেনোয়ার ‘অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়ন’-এর প্রতিনিধি জোসে নিভোই বলেন, তারা যুদ্ধের জন্য কাজ করেন না। এই ঘটনার পর জেনোয়া বন্দর কর্তৃপক্ষ অস্ত্র চোরাচালান প্রতিরোধে স্থায়ী পর্যবেক্ষণ দল গঠনের আশ্বাস দিয়েছে। এর আগে ২০১৯ সালেও একই বন্দরকর্মীরা একটি অস্ত্রবাহী জাহাজ আটকাতে সক্ষম হয়েছিলেন।

অন্যদিকে, সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন বাহরি এক বিবৃতিতে অভিযোগগুলোকে “সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে। সোমবার কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তারা কখনও ইসরাইলে কোনো পণ্য বা চালান পরিবহন করেনি এবং এমন কোনো অভিযানে জড়িতও ছিল না। কোম্পানিটি ফিলিস্তিনি স্বার্থে সৌদি আরবের দীর্ঘদিনের নীতি এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেছে।

বাহরি আরও জানিয়েছে, তাদের সব কার্যক্রম কঠোর তদারকি ও স্পষ্ট পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয় এবং প্রযোজ্য সব আইন ও বিধি মেনে চলা নিশ্চিত করা হয়। তারা সতর্ক করেছে, যে কোনো মিথ্যা দাবি বা বিভ্রান্তিকর তথ্য তাদের সুনাম ক্ষুণ্ণ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। এই বর্বরতা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা অস্ত্র পরিবহন বন্ধে সক্রিয় হয়েছেন। এরই অংশ হিসেবে গত ৪ জুন ফ্রান্সের ফোস-মার্সেই বন্দরের শ্রমিকরা ইসরাইলের জন্য আনা অস্ত্র উপকরণ জাহাজে তুলতে অস্বীকৃতি জানান, ফলে জাহাজটি খালি হাতে ফিরে যায়।

-রাফসান


গাজায় তুরস্কের সর্বাত্মক সহায়তার ঘোষণা দিয়েছেন এরদোগান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৭:০৭:১১
গাজায় তুরস্কের সর্বাত্মক সহায়তার ঘোষণা দিয়েছেন এরদোগান
ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গাজায় সাহায্যের জন্য তারা সবরকম ব্যবস্থা নিচ্ছে। তিনি জানান, দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ ও কূটনৈতিক সক্ষমতা কাজে লাগানো হচ্ছে। সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এই বক্তব্য দেন তিনি। এরদোগান বলেন, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সঙ্গে থাকা খুনি চক্রকে তাদের রাজনৈতিক জীবন দীর্ঘায়িত করার জন্য নিজেদের অঞ্চলে আরও বড় সংকট সৃষ্টি করতে দিতে চান না।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযান গাজায় প্রায় ৬১ হাজার ৫০০ মানুষের প্রাণহানি ঘটিয়েছে। এই যুদ্ধ উপত্যকাকে ধ্বংসপ্রাপ্ত করেছে এবং ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে, যেখানে অনাহার, রোগব্যাধি এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো দুর্ভোগ চলছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়া ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।

এরদোগানের এই বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে গাজার প্রতি তুরস্কের সমর্থন ও সহযোগিতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ইয়েনিসাফাক


ভারতের ওপর ৫০% শুল্ক, মস্কোর জন্য ‘বড় আঘাত’ যেভাবে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১২:৪২:২৫
ভারতের ওপর ৫০% শুল্ক, মস্কোর জন্য ‘বড় আঘাত’ যেভাবে
ছবিঃ সংগৃহীত

রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্ককে মস্কোর অর্থনীতির জন্য “বড় আঘাত” হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ট্রাম্প বলেন, রুশ তেল আমদানিকারক দেশের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক শুধু মস্কোর অর্থনীতিকে বিপর্যস্ত করেছে তাই নয়, বরং চলমান আন্তর্জাতিক চাপ ও একাধিক দেশের বিরুদ্ধে নেওয়া মার্কিন পদক্ষেপ রাশিয়ার আর্থিক অবস্থা আরও খারাপ করে দিয়েছে। তার ভাষায়, রাশিয়ার উন্নয়ন সম্ভাবনা অনেক বেশি থাকলেও বর্তমানে দেশটির অর্থনীতি ভালো অবস্থায় নেই।

আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এই বৈঠকের লক্ষ্য হবে রুশ–ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতা করা। বৈঠকের আগে দেওয়া তার এই মন্তব্য কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের সবচেয়ে বড় বা দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতাকে বলে, ‘তুমি যদি রাশিয়া থেকে তেল কিনো, তবে তোমার ওপর আমরা ৫০ শতাংশ শুল্ক বসাবো’ এটা বিশাল ধাক্কা। ভারতকে নিয়েই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” তিনি আরও দাবি করেন, “এর চেয়ে কঠোর কেউ হতো না, আর আমি এখানেই থামিনি।”

বর্তমানে যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। রুশ তেল কেনার কারণে এর সঙ্গে আরও ২৫ শতাংশ যুক্ত হওয়ায় মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ট্রাম্পের দাবি, এই নীতি কেবল মার্কিন রাজস্ব বৃদ্ধিতেই ভূমিকা রাখেনি, বরং পাঁচটি আন্তর্জাতিক সংঘাত সমাধানে সহায়তা করেছে, যার মধ্যে ভারত–পাকিস্তান সামরিক উত্তেজনাও রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য আলোচনা করবে না। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান মস্কোর অর্থনৈতিক চাপে বড় ধরনের প্রভাব ফেলবে এবং বিশ্ব জ্বালানি বাজারে রুশ তেলের অবস্থান আরও সংকুচিত করবে।

-রাফসান


প্রথমবার বাংলাদেশে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১২:১৮:৫০
প্রথমবার বাংলাদেশে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–সৌদি আরব সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত আসতে চলেছে। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সোমবার (১১ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম। তিনি আরও জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও সৌদি আরব সফরে যাবেন।

সভায় সৌদি স্বাস্থ্য খাতের বিশিষ্ট উদ্যোক্তা ও বিশেষজ্ঞ ড. খালিদ মোঘাম আল হারবি প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে সৌদি আরবের চাহিদা অনুযায়ী ১০০ জন নার্স নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, বাংলাদেশের বিপুল জনশক্তিকে সৌদি মান অনুযায়ী নার্সিং প্রশিক্ষণ দেওয়া গেলে স্বাস্থ্য খাতে উভয় দেশের জন্য বড় ধরনের সুযোগ সৃষ্টি হবে।

‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোসপেক্ট ইন সৌদি এরাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানটি ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়। সৌদি আরব–বাংলাদেশ চেম্বারের সভাপতি আশরাফুন হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম। তিনি বলেন, “আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, সৌদি আরবের প্রতি বাংলাদেশের নীতি অপরিবর্তিত থাকবে।”

অনুষ্ঠানে দুই দেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সৌদি আরবের স্বাস্থ্য খাতে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানি এবং বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। ড. খালিদ মোঘাম আল হারবি উল্লেখ করেন, আন্তর্জাতিক মান বজায় রেখে নার্সদের প্রশিক্ষণ দিলে বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্যের স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

দক্ষ নার্স তৈরিতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা। তারা জানান, আধুনিক প্রশিক্ষণ সুবিধা, আন্তর্জাতিক মানের কারিকুলাম ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের বৈশ্বিক প্রতিযোগিতায় আরও সক্ষম করে তোলাই সরকারের মূল লক্ষ্য।

-রাফসান

পাঠকের মতামত:

জানুন আজকের সোনার বাজারদর

জানুন আজকের সোনার বাজারদর

বাংলাদেশের বাজারে আজ বুধবার স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ সমন্বয়কৃত দামেই মূল্যবান ধাতুটি বিক্রি... বিস্তারিত