সিলেটে ধর্ষণের হুমকির অভিযোগে ছাত্র সংগঠনের নেতারা মামলার মুখে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ০৯:২৫:৫৩
সিলেটে ধর্ষণের হুমকির অভিযোগে ছাত্র সংগঠনের নেতারা মামলার মুখে

সত্য নিউজ:সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরেই তৈরি হয়েছে চাঞ্চল্য। একই সংগঠনের নারী নেত্রী সুমাইয়া আক্তার মামলা করেছেন সংগঠনের চার নেতার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের হুমকির অভিযোগে। ঘটনাটি ইতোমধ্যে সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে।

সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ, যুগ্ম সদস্যসচিব ফখরুল হাসান এবং রেদোয়ার মুনসি এই চারজনের বিরুদ্ধে বুধবার (১৩ মে) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আক্তার।

সুমাইয়ার দাবি, গত ৭ মে তিনি অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি পান ওই চারজনের কাছ থেকে। শুধু হুমকি নয়, ১০ মে তাঁর ওপর সরাসরি হামলার ঘটনাও ঘটে বলে জানান তিনি। ঘটনার পর তিনি কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন এবং পরে আদালতের শরণাপন্ন হন।

বাদীপক্ষের আইনজীবী ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তাকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত নুরুল ইসলাম দাবি করেন, “রেদোয়ার মুনসি আমাদের কমিটির কেউ নন। পুরো ঘটনাটি সাজানো। অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে আমাদের সামাজিকভাবে হেনস্তা করতেই এমনটা করা হয়েছে।”

ট্যাগ: সিলেট

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত