বিএনপিতে অপরাধীদের স্থান নেই: সংবাদ সম্মেলনে রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৪:৫২:২২
বিএনপিতে অপরাধীদের স্থান নেই: সংবাদ সম্মেলনে রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “সকল ধর্ম-বর্ণের সৎ ও আদর্শবান মানুষ বিএনপির সদস্য হতে পারেন, তবে দখলবাজ, চাঁদাবাজ ও সমাজবিরোধীদের কোনো স্থান এই দলে নেই।”

মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে রিজভী জানান, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, যা বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আদর্শে পরিচালিত হয়। দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের নীতিমালাকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

তিনি বলেন, “বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে, দল তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিতে পিছপা হয়নি। গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় আপসহীন থেকেছে।”

রিজভী অভিযোগ করেন, বর্তমান সময়ের সামাজিক অপরাধের বিস্তার এবং ‘মব কালচার’ প্রশাসনের স্থবিরতার ফল। তার দাবি, অবৈধ অর্থ ও গোপন তৎপরতার মাধ্যমে সমাজে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তিনি বলেন, “এটি শুধু দলের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, গণতন্ত্রের অগ্রযাত্রাকেও বাধাগ্রস্ত করার কৌশল।”

তিনি আরও বলেন, “দলের ভেতর কেউ অপরাধে যুক্ত হলে তাকে ছাড় দেওয়া হয়নি। ইতোমধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে— বহিষ্কার, অব্যাহতি, কারণ দর্শানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।”

রিজভী প্রশাসনের ভূমিকায় অসন্তোষ জানিয়ে বলেন, “আমরা বারবার আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েও কোনো সহযোগিতা পাচ্ছি না। পুলিশ অনেক ক্ষেত্রেই নিষ্ক্রিয় কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতিকে অব্যবস্থাপনার দিকে ঠেলে দিচ্ছে।”

তিনি বলেন, “বর্তমান অবস্থায় রাষ্ট্র ও সমাজে শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্রের পুনরুদ্ধারে একটি দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন অপরিহার্য। কিন্তু সরকারি দলের ছত্রচ্ছায়ায় অপরাধীরা সহায়তা পাচ্ছে এবং সমাজে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হচ্ছে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ 'জামালপুর-১'-এ বাণিজ্যিকভাবে উৎপাদনযোগ্য গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড... বিস্তারিত