মুরাদনগরে মা-মেয়ে-ছেলে হত্যাকাণ্ডের মামলা ডিবিতে হস্তান্তর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৪:৪৫:১৮
মুরাদনগরে মা-মেয়ে-ছেলে হত্যাকাণ্ডের মামলা ডিবিতে হস্তান্তর

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে মা, মেয়ে ও ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের নির্দেশে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।

মঙ্গলবার দুপুরে তিনি বলেন, “আমরা মামলার তদন্তের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।”

এদিন বিকেলে গ্রেপ্তার আট আসামির রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ৩ জুলাই সকালে মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে মোবাইল চুরির অপবাদে এক পরিবারের চারজনকে গণপিটুনির শিকার করা হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। গুরুতর আহত হন তাদের আরেক মেয়ে রুমা আক্তার (২৮)।

এ ঘটনায় নিহত রোকসানার মেয়ে রুমা বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালকে প্রধান আসামি করা হয়।

এরপর র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি শিমুল বিল্লাল এবং হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত বাছির উদ্দিন এখনও পলাতক।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে ডিবি পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদ করবে।”

স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টিকারী এই নির্মম ঘটনার দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছে এলাকাবাসী।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ 'জামালপুর-১'-এ বাণিজ্যিকভাবে উৎপাদনযোগ্য গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড... বিস্তারিত