বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৫:৩৩:২৩
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের সিইপিজেড এলাকায় সড়ক অবরোধ করেছেন থিয়ানিস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। সোমবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে শতাধিক শ্রমিক সিইপিজেড মোড়ে অবস্থান নেন এবং সড়কের উভয় পাশ বন্ধ করে দেন। তাঁরা গত মে ও জুন মাসের বেতন পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ ও ইপিজেড সূত্রে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। বরং সময়ক্ষেপণের পাশাপাশি কয়েকজন শ্রমিককে চাকরিচ্যুত করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতেই তাঁরা সড়কে নেমে আসেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, “থিয়ানিস অ্যাপারেলস থেকে বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ) ২৮ কোটি টাকা পাওনা রয়েছে। এ কারণে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শ্রমিকদের দাবি অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ নিয়ে আলোচনার চেষ্টা চলছে।”

সড়ক অবরোধের ফলে আশপাশ এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবি আদায়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে বেপজা ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ