বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে গেলেন আলিম পরীক্ষার্থী নুসরাত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৫:২৬:৪৪
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে গেলেন আলিম পরীক্ষার্থী নুসরাত

চট্টগ্রামের মিরসরাইয়ে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো স্থানীয়রা। বাবার মৃত্যু সংবাদ পেয়েও পরীক্ষার দায়িত্ব থেকে সরে আসেননি আলিম পরীক্ষার্থী নুসরাত জারিন ফিমা। বাবার মরদেহ বাড়িতে রেখেই তিনি অংশ নেন ইংরেজি প্রথমপত্র পরীক্ষায়।

সোমবার (৭ জুলাই) সকালে মিরসরাই উপজেলার হাইতকান্দি এলাকার বাসিন্দা মো. নুরের জামান (প্রাক্তন কেরানি, হাইতকান্দি উচ্চ বিদ্যালয়) হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন। সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নুসরাতের চাচাতো ভাই ইমাম উদ্দিন জানান, “পরীক্ষার দিন সকালেই চাচা স্ট্রোক করে মারা যান। মরদেহ বাড়িতে এনে রাখা হয়। এরই মধ্যে নুসরাত কান্নাজড়িত চোখে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দেয়। সে মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসা কেন্দ্রে ইংরেজি পরীক্ষায় অংশ নেয়।”

নুসরাত জারিন ফিমা স্থানীয় আবুতোরাব ফাজিল মাদরাসার ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে মো. নুরের জামানের জানাজা অনুষ্ঠিত হবে। একই পরিবারের আরেক শোকের খবর জানিয়ে ইমাম উদ্দিন বলেন, “মাত্র ১০ দিন আগে আমার বাবা—নুরুল মোস্তফা, যিনি নুরের জামানের বড় ভাই—তিনিও মারা যান। ১০ দিনের ব্যবধানে বাবা ও চাচাকে হারালাম।”

এই ঘটনাটি এলাকায় শোকের ছায়া নামিয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ