টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা, দলে চমক দুই শিবিরেই

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৫:১৭:৪৩
টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা, দলে চমক দুই শিবিরেই

ওয়ানডে সিরিজ শেষে এবার মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের এই ২০ ওভারের লড়াইকে সামনে রেখে সোমবার (৭ জুলাই) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও সাবেক অধিনায়ক দাসুন শানাকা। প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা যাবে শানাকাকে।

অন্যদিকে, নিউজিল্যান্ড সফরে বাজে ফর্মে থাকা ভানুকা রাজাপাকসেকে রাখা হয়নি দলে। শ্রীলঙ্কার নেতৃত্বে থাকছেন চারিথ আসালাঙ্কা।

টি-টোয়েন্টি সিরিজ সূচি

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ জুলাই ক্যান্ডিতে। দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলায় এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ১৬ জুলাই কলম্বোতে। সব ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে।

বাংলাদেশের স্কোয়াডে পুরনো মুখের প্রত্যাবর্তন

কদিন আগেই বাংলাদেশ নিজেদের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। দলে জায়গা পেয়েছেন বহুদিন পর ফেরা মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া শরীফুল ইসলাম ও নাসুম আহমেদও রয়েছেন দলে। ওয়ানডে সিরিজে থাকা অধিকাংশ ক্রিকেটারই রয়েছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। ইতোমধ্যে সাইফউদ্দিন, শরীফুল ও নাসুম ঢাকা ছেড়েছেন লঙ্কান সফরের উদ্দেশে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ভানিদু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।

স্পোর্টস ডেস্ক/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ