১১ জুলাই মুক্তি পাচ্ছে জেমস গানের রাজনৈতিক ছায়ার সুপারম্যান

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৫:০৭:৩২
১১ জুলাই মুক্তি পাচ্ছে জেমস গানের রাজনৈতিক ছায়ার সুপারম্যান

‘সুপারম্যান’ শুধু সুপারহিরোর গল্প নয়, এবার উঠে আসছে সমাজ, মানবিকতা ও রাজনীতিরও প্রতিচ্ছবি। ১১ জুলাই মুক্তি পাচ্ছে নতুন ‘সুপারম্যান’ চলচ্চিত্র, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ডেভিড কোরেনসওয়েট। ছবিটি পরিচালনা করছেন ডিসি স্টুডিওসের প্রধান জেমস গান।

এই ছবিতে লোইস লেন চরিত্রে থাকছেন র‍্যাচেল ব্রোসনাহান, নিকোলাস হোল্ট থাকছেন লেক্স লুথারের ভূমিকায়, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মারিয়া গ্যাব্রিয়েলা ডি ফরিয়াকে (দ্য ইঞ্জিনিয়ার), নাথান ফিলিয়নকে (গ্রিন ল্যান্টার্ন), স্কাইলার গিসন্ডোকে (জিমি ওলসেন) এবং ইসাবেলা মার্সেডকে (হকগার্ল)।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস অব লন্ডন-কে জেমস গান জানান, নতুন ‘সুপারম্যান’ কেবল অ্যাকশননির্ভর সুপারহিরো চলচ্চিত্র নয়; এটি এক মানবিক গল্পও। তিনি বলেন, “এই সিনেমাটি আমেরিকার মূল আত্মা ও ইতিহাসের প্রতিফলন। এটি এক অভিবাসীর গল্প, যে অন্য এক স্থান থেকে এসে নিজের অবস্থান গড়ে তোলে। একইসঙ্গে এটি মানবিকতার কথা বলে—যা আজকের পৃথিবীতে হারিয়ে যাচ্ছে।”

ছবির বিষয়বস্তুতে অভিবাসন ও রাজনৈতিক প্রশ্নবোধকতা থাকায় একে রাজনৈতিক চলচ্চিত্র হিসেবেও দেখা যেতে পারে। গান বলেন, “ছবিতে সুপারম্যানের নীতির সঙ্গে লোইস লেনের বিশ্বাসের দ্বন্দ্বই মূল উপজীব্য হবে।”

তবে জেমস গান স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কোনো বিতর্ক তৈরি করতে চান না। বরং মানবিকতা, সহানুভূতি এবং ইতিবাচক আচরণের বার্তা দিতেই তার এই প্রচেষ্টা।

“সবাই এই গল্প একভাবে নেবে না। কারও অনুভূতিতে আঘাত দেওয়ার ইচ্ছে নেই। তবে আমার বক্তব্য স্পষ্ট—আমি সুন্দর আচরণ, নৈতিকতা ও মানবিকতার পক্ষেই কথা বলি,”—বলেছেন পরিচালক।

বিনোদন প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ