সরকার বদল হলেও ষড়যন্ত্র রয়ে গেছে: সিলেটে বিএনপি নেতা টুকু

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৪:৫১:৫৭
সরকার বদল হলেও ষড়যন্ত্র রয়ে গেছে: সিলেটে বিএনপি নেতা টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "আমরা হয়তো হাসিনার সরকারের পতন দেখেছি, কিন্তু ষড়যন্ত্র এখনো পুরোপুরি শেষ হয়নি।"

সোমবার (৭ জুলাই) সিলেট নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, “বিএনপির বিরুদ্ধে এখনো নানা পক্ষ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি, একটি রাজনৈতিক দল, যারা একসময় মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা আজ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে— কখনো পিআর পদ্ধতির কথা বলছে, কখনো বলছে নির্বাচন হলে সমস্যা নেই, আবার কখনো বলছে সুষ্ঠু পরিবেশ নেই। তাদের বক্তব্যের কোনো স্থিরতা নেই, যা প্রমাণ করে তারা প্রকৃত অর্থে সুষ্ঠু নির্বাচন চায় না।”

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “তারা এখনও লুটপাটের টাকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সবাইকে সচেতন থাকতে হবে, যাতে এই অপচেষ্টা সফল না হয়।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এখন সময় হচ্ছে ঐক্যবদ্ধ থাকার, কারণ ষড়যন্ত্র থেমে নেই। আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, যেন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলন বাধাগ্রস্ত না হয়।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ