নারী ফুটবলের সোনালী সাফল্য: বিএফএফ-এর ব্যতিক্রমী রাত

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১১:০৫:২৯
নারী ফুটবলের সোনালী সাফল্য: বিএফএফ-এর ব্যতিক্রমী রাত

বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাস গড়ার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) আয়োজন করেছিল মধ্যরাতের এক ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠান। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার গৌরব অর্জনের পর এই দলটিকে সংবর্ধনা দিতে রবিবার (৬ জুলাই) গভীর রাতে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে জমজমাট আয়োজন করে বিএফএফ।

এদিন রাত আনুমানিক ২টার দিকে আফিদা, ঋতুপর্ণা এবং তাদের সহ-খেলোয়াড়রা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। থাইল্যান্ড হয়ে মিয়ানমার থেকে ফেরার পথে দীর্ঘ যাত্রার ক্লান্তি ছিল, তবে বিজয়ের আনন্দে মুখ ছিল উজ্জ্বল। বিমানবন্দর থেকেই খেলোয়াড়দের সরাসরি নেওয়া হয় হাতিরঝিলের ভেন্যুতে, যেখানে রাত ৩টা ১৫ মিনিটে পৌঁছানোর পর তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিএফএফ নির্বাহী কমিটির সদস্যরা।

উক্ত অনুষ্ঠানে বক্তৃতা দেন সাংস্কৃতিক উপদেষ্টা ও খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইজাজ, বিএফএফ সভাপতি তাবিথ আওয়াল, দলনেত্রী আফিদা খানকার প্রান্তি, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা এবং কোচ পিটার বাটলার।

অনুষ্ঠানে বক্তারা নারী ফুটবলারদের সাহস, অধ্যবসায় ও ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করেন। বিশেষ করে সীমিত সুযোগ, নানা প্রতিবন্ধকতা ও ক্রীড়াঙ্গনে নারীদের চ্যালেঞ্জ মোকাবিলার কথা তুলে ধরেন বক্তারা।

এই মধ্যরাতের আয়োজনের পিছনে ছিল সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার সকালে ভূটানের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, আর তিনজন খেলোয়াড়ের ভিন্ন দেশে যাত্রা নির্ধারিত ছিল দুই দিন পর। পুরো দলের উপস্থিতি নিশ্চিত করতে রাতেই এই সংবর্ধনার ব্যবস্থা করে বিএফএফ।

এই ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠানটি শুধু ফুটবলারদের স্বীকৃতি দেওয়ার মুহূর্ত ছিল না, বরং এটি ছিল এক উৎসব—একটি জাতীয় বিজয়ের উদযাপন, যা বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে গেল।

-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ