“আমগাছে বেঁধে বিচার করা হবে” — শেখ হাসিনার বিরুদ্ধে মন্তব্য এনসিপি নেতার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৭:৫৪:৪০
“আমগাছে বেঁধে বিচার করা হবে” — শেখ হাসিনার বিরুদ্ধে মন্তব্য এনসিপি নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি গোপনে দেশে ফিরে আসেন, তবে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, “শেখ হাসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে চাইলে তাকে আমগাছে বেঁধে রাখা হবে এবং তার বিচার হবে।”

রোববার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত এক পথসভায় এসব মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, “দিল্লির সরকার দিনের পর দিন বিএসএফ দিয়ে সীমান্তে বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করেছে। দেশের মানুষ এসব আর মেনে নেবে না। এখন কেউই—ভারত, চীন কিংবা যুক্তরাষ্ট্র—বাংলাদেশকে হুমকি দিতে পারবে না। এখন একটি নতুন বাংলাদেশ গড়ে উঠেছে।”

চাঁপাইনবাবগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, “আমের রাজধানী বলা হলেও, এই জেলার পরিচিতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে কোনো সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশের সেই স্বপ্ন পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন, “নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য আপনার সন্তানরা জীবন দিয়েছে। আমরা তাদের সেই আত্মত্যাগ বৃথা যেতে দেব না।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ