সিলেটে জমি বিরোধে আওয়ামী লীগ–বিএনপি সমর্থকদের সংঘর্ষ, হাসপাতালে অন্তত ১৫

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৪:২৮:৫৩
সিলেটে জমি বিরোধে আওয়ামী লীগ–বিএনপি সমর্থকদের সংঘর্ষ, হাসপাতালে অন্তত ১৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দোকান ও বসতঘরের দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দোকানঘর ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটাচকি গ্রামের বাবুল মিয়া এবং খলামাধব গ্রামের আলাউদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও দোকানঘর দখল নিয়ে বিরোধ চলছিল। দুপুরের দিকে এই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এর আগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও তাদের চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ শুরু হয়।

ঘটনায় আহত জামাল মিয়া নামের একজন জানান, “বিগত সময়ে আমাদের দোকানগুলো দখলে নেয়া হয়েছিল। আমরা আদালতের আদেশ পেয়ে দোকানঘর ফিরে পেতে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হই।” তিনি জানান, আহতদের মধ্যে ৫–৬ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, অভিযোগ অস্বীকার করে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের পক্ষই জমিটির বৈধ মালিক এবং আদালতের নির্দেশ অনুযায়ী বিরোধ নিষ্পত্তির অপেক্ষায় ছিলেন। আলাউদ্দিনের ছেলে রুবেল আহমদ বলেন, “বাবুল মিয়ার লোকজনই আগে হামলা চালায়। এতে আমাদের অন্তত ৮–১০ জন গুরুতর আহত হন।”

ঘটনার বিষয়ে গোয়াইনঘাট থানার এসআই রকিব আহমেদ বলেন, “দুটি রাজনৈতিক দলের স্থানীয় সমর্থকদের মধ্যে জমি দখল সংক্রান্ত বিরোধ চলছিল। উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে পুলিশ সরে যাওয়ার পরই সংঘর্ষ শুরু হয়।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, “সংঘর্ষের বিষয়টি আমরা জেনেছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ