মধ্যরাতে নারী ফুটবল দলের সংবর্ধনা, সময় ও পরিকল্পনা নিয়ে সমালোচনা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৪:১৩:৫৮
মধ্যরাতে নারী ফুটবল দলের সংবর্ধনা, সময় ও পরিকল্পনা নিয়ে সমালোচনা

এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার ঐতিহাসিক সাফল্য উদ্‌যাপনে মধ্যরাতেই সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

নারী ফুটবল দলটি রোববার সন্ধ্যায় মিয়ানমার থেকে রওনা দিয়ে থাইল্যান্ড হয়ে ঢাকায় পৌঁছাবে রাত দেড়টার দিকে। এরপর শুল্ক ও ইমিগ্রেশন কার্যক্রম শেষে তারা সরাসরি অনুষ্ঠানে যোগ দেবে।

বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের সীমাবদ্ধতার কারণেই এই ব্যতিক্রমী সময়ের সংবর্ধনা আয়োজন করা হয়েছে। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরও তিন ফুটবলার ভুটান যাবেন দুদিন পর। তাই পুরো দলকে একত্রে রাখতে মধ্যরাতের আয়োজন করা হয়েছে।

তবে এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়ামহলে নানা সমালোচনা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে—দীর্ঘ যাত্রা শেষে ক্লান্ত দলকে পর্যাপ্ত বিশ্রাম না দিয়ে এমন সময় সংবর্ধনার আয়োজন কতটা যুক্তিযুক্ত? অনেকে নিরাপত্তা ও খেলোয়াড়দের শারীরিক সুস্থতার দিকটিও গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার সময় ছাদখোলা বাসে সংবর্ধনার আয়োজনেও বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেবার ঋতুপর্ণা চাকমা একটি বিলবোর্ডে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন এবং মাথায় তিনটি সেলাই দিতে হয়। সেই ঘটনার স্মৃতি এখনও অনেকের মনে দাগ কেটে আছে, ফলে এবারের আয়োজন ঘিরেও সময় ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ