মানিকগঞ্জে শুরু শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৩:৩২:৩৬
মানিকগঞ্জে শুরু শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সামাজিক সচেতনতা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে মানিকগঞ্জের শিবালয়ে মোহামেডান ইয়ুথ ক্লাবের আয়োজনে শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। আজ বিকাল ৪টায় শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এসএ জিন্নাহ কবির। তিনি এক সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসএ জিন্নাহ কবির বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের ক্রীড়াঙ্গনের বিকাশে এক ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। তাদের আমলেই সার্ফ ফুটবল টুর্নামেন্টের মতো আন্তর্জাতিক আয়োজন সম্ভব হয়েছিল। আজকের তরুণদের সেই ঐতিহ্য বহন করে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, এটি সামাজিক বন্ধন দৃঢ় করে ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কৃষকদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ এবং বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, আখতারুজ্জামান আক্তার, মামিনুল ইসলাম মমিন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদসহ ঘিওর ও দৌলতপুর উপজেলা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহামেডান ইয়ুথ ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মহিদুর রহমান কাজল।

আট দলকে নিয়ে আয়োজিত নক-আউট ভিত্তিক এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাঠে নামে মানিকগঞ্জ কৈট্রা ফিউচার ফুটবল একাডেমি এবং পাবনার নবযুগ মিলন সমিতি। রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয় পায় কৈট্রা একাডেমি। ম্যাচ পরিচালনা করেন রেফারি আবুল কালাম।

এই টুর্নামেন্ট শুধুই একটি খেলার আয়োজন নয় এটি সমাজে ক্রীড়াচর্চা জাগ্রত করার পাশাপাশি মাদক ও অবক্ষয়ের বিরুদ্ধে যুবসমাজকে সম্পৃক্ত করার প্রয়াস হিসেবেই দেখছেন আয়োজক ও অতিথিরা। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার পথ সুগম হবে বলেও আশা করা হচ্ছে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ