নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম ফিরে এলেন, পুলিশ যা জানালো 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১২:২৮:০৮
নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম ফিরে এলেন, পুলিশ যা জানালো 

রাজধানীর খিলক্ষেত থেকে গত শুক্রবার (৪ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটের পর থেকে নিখোঁজ ছিলেন জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান। ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান জানিয়েছেন, ওইদিন তিনি বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন এবং এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় তার পরিবার গভীর উদ্বেগে পড়ে এবং সন্ধান চালানোর একপর্যায়ে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

নিখোঁজের তিনদিন পর রবিবার (৬ জুন) ভোর ৫টার দিকে মুশফিকুর রহমান সুস্থ অবস্থায় নিজ নামাপাড়া এলাকার বাসায় ফিরে আসেন। খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “মুশফিকুর রহমান ব্যক্তিগত কারণবশত কুয়াকাটা ভ্রমণে গিয়েছিলেন এবং নিজ উদ্যোগে বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।”

মুশফিকুর রহমানের নিখোঁজ হওয়ার পর পরিবারের উদ্বেগ ছিল অসীম। তারা তার নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন। এর পাশাপাশি ব্যাংকের কর্মকর্তারা ও সহকর্মীরাও তার সন্ধানে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়েছেন।

স্থানীয় পুলিশ, স্বজন ও ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ে তার খোঁজাখুঁজি চালানো হয়। বিষয়টি নিয়ে জনমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়, যা সামাজিক ও প্রশাসনিক স্তরে তৎপরতা বৃদ্ধি করে। তবে মুশফিকুর রহমানের নিজ ইচ্ছায় এ অবস্থানে থাকার বিষয়টি পুলিশের তরফে জানানো হয়।

বর্তমানে তিনি সুস্থ ও নিরাপদে বাসায় থাকায় পরিবারের সদস্যরা স্বস্তিতে আছেন। তবে পুলিশ বলছে, এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে তিনি ও তার পরিবারের প্রতি পরামর্শ দেয়া হচ্ছে যাতে ভবিষ্যতে প্রয়োজনে জরুরি যোগাযোগের ব্যবস্থা থাকে এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এই ঘটনায় বিষয়টি সম্পর্কে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ বলেন, “নিখোঁজের বিষয়ে যে কোন তথ্য পেলে দ্রুত পরিবারের কাছে জানানো জরুরি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে লক্ষ্যে আমরা নিয়মিত সচেতনতা কার্যক্রম চালাচ্ছি।”

উল্লেখ্য, মুশফিকুর রহমান দীর্ঘদিন ধরে জনতা ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন এবং তার নিরাপত্তা ও কল্যাণ ব্যাংক ও পরিবার উভয়ের জন্যই অগ্রাধিকার হওয়া উচিত বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বর্তমানে তার সুস্থ অবস্থায় ফিরে আসায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পরিবারে আনন্দ বিরাজ করছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ